নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বিবেক

প্রিয় বিবেক › বিস্তারিত পোস্টঃ

বাবা/মার ঘামের গন্ধে আসলে কি থাকে???

০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৪:০৯

যে কোন সন্তানের জন্য ই তার বাবার ঘামের গন্ধ এক ধরনের বড় অনুপ্রেরণা। যখন কেউ তার বাবার কথা চিন্তা করে, তখন সর্বপ্রথম তার বাবার ঘামের গন্ধ নাক ছুঁয়ে দিয়ে যায়, এ ঘামের গন্ধের ভিতর লুকিয়ে থাকে ভালোবাসা, মহত্ত, আদর্শ, শক্তি, দুষ্টামি, অনুপ্রেরণা, উপদেশ, সততা আরও কত কি।

কিন্তু মায়ের ঘামের কোন গন্ধ থাকে না, আর ঘামের গন্ধ থাকলেও সন্তানের নাকে তা ধরা দেয় না। কারণ মা সন্তানকে দিনে কয়েক হাজার বার বকা দিলেও দিন শেষে আদর করে মাথায় হাত বুলিয়ে দেয়, কাছে টেনে সারাদিনের দূরে থাকার অভিমানের খবর জিজ্ঞেস করে, নিজ হাত দিয়ে অভিমানী সন্তান কে ভাত খাইয়ে দেয়, আর চলে যাবার আগে কপালে চুমু দিয়ে যায় প্রিয় সন্তানের, আর সন্তানকে ভাত খাওয়ানো শেষ হলে ওখান থেকে প্রস্থান করার সময় আবার বলে দেয় যে ''বলছিস তো খাবি না, কিন্তু সেই তো খাইছিস, আর হাঁসতে থাকে''।

আর সেজন্যই যে কোন মানুষের জীবনে ''প্রিয় মানুষ হন তার মা এবং প্রিয় ব্যাক্তিত্ব হন তার বাবা''। আর সেই বাবা/মার আদরে আদরে আমরা বড় হয়ে উঠি, অনেক বড় !!!

নোটঃ কথাগুলো আমার পারসেপশন থেকে বললাম, অন্য কারো সাথে মিলবে কিনা জানি না।

-----গোলাম রাব্বানী

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.