![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের মা কে যদি অপশন দেওয়া হয় এ পৃথিবীতে আপনি এখন কাকে চান? আপনার স্বামী কে নাকি আপনার সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তান কে। তখন ঐ মা একটু না ভেবেও বলবে আমার ২ জন ই চাই। তারপর উনাকে যদি আবার প্রেসার দেওয়া হয়, ধরেন আপনার কাছ থেকে আমরা ২ জনের একজন কে নিয়ে যাবো, আপনি কাকে দিবেন, ঐ মা তখন ও বলবে আমার ২ জন ই চাই। তখন ঐ মা কে যদি শেষ বারের মত বলা হয় এই ২ জনের মধ্যে ১ জন কে হারিয়ে যেতে হবে আর অপশন টা আপনাকে পছন্দ করে দিতে হবে, তাহলে আপনি কাকে চুজ করবেন? তখন ঐ মা বলবে ঐ ২ জন ই বেঁচে থাকুক, আমাকেই তোমরা নিয়ে যাও, তারপরেও ঐ ২ জন কে কিছু করো না প্লিজ। কোন উপায় না দেখে ঐ লোক গুলো ঐ সন্তান আর ঐ স্ত্রীর স্বামী র মাথায় গুলি ঠেকায়, এবং শেষ বারের মত বলতে বলে যে কোন একজন কে চুজ করে দিতে। কোন উপায় না দেখে বুক ধাপড়াতে ধাপড়াতে গলা পাটিয়ে চিৎকার করে ঈশ্বর করে কাছে ডাকতে থাকে আর বলে আমার সন্তান কে তোমরা কিছু করো না প্লিজ ! ও ই আমার সব। তার মানে হচ্ছে ঐ লোকগুলো ঐ স্বামী কে কোন এক অজানায় নিয়ে গেলো।
এভাবেই চলতে থাকলো................................................
এবার তারা অন্য একটি ঘরে গেলো। সেখানে যেয়ে দেখল একটি ছেলে তার বাবা/মার সাথে খেলা করছে। তারা সেখানে যেয়ে বাবা কে বলল এবার আপনি অপশন দেন এখানে হয় ঐ ছেলেটি থাকবে নয়তো ওর মা থাকবে। এভাবেই উপরে ঘটে যাওয়া ঘটনার মত মায়ের জায়গায় বাবা সব কিছু একই বলল। কোন উপায় না দেখে বুক ধাপড়াতে ধাপড়াতে গলা পাটিয়ে চিৎকার করে ঈশ্বর করে কাছে ডাকতে থাকে আর বলে আমার সন্তান কে তোমরা কিছু করো না প্লিজ ! ও ই আমার সব। আর শেষের দিকে বলল আমার সন্তান কেই চাই। তারপর তারা ঐ মা কে দূরে কোথাও নিয়ে গেলো।
এখন কথা হচ্ছে, উপরে বর্ণিত ''বাব/মা'' কেন তারা ভালোবাসার মানুষ কে সেইভ না করে নিজের সন্তান কে সেইভ করলো জানেন? হ্যাঁ, রক্তের টান আছে বলেই রে ভাই। একবার কি আমরা চিন্তা করে ভেবে দেখেছি, আমাদের কে আমাদের বাবা/মা কত ভালোবাসে? আর তার প্রতিদানে আমরা কি দেই? তারা তো কোন স্বার্থ চান না আমাদের কাছ থেকে। তাঁরা জাস্ট চান যে আমরা অনেক বেশি ভালথাকি, অনেক বেশি, হুম অনেকটা বেশি পরিমাণ বেশি যেন ভালো থাকি। আর আমরা মাঝে মাঝে আমাদের ''আব্বু/আম্মু'' র সাথে কারণে অকারণে অনেক খারাপ ব্যাবহার করি আর ভাবি আমরা অনেক কিছু হয়ে গেছি। আসলে আমরা যে ই হই না কেন আমাদের শিকড় কিন্তু আমাদের ''বাবা/মা'' ই। আগে যা হবার হয়ে গেছে। তাই আসুন আজ ই মন থেকে আমাদের ''আব্বু/আম্মু'' কে বলে ফেলি তোমাদের কে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু বলতে পারি না। বিশ্বাস করুন, তখন আপনার ''বাবা/মা'' আপনাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলবে, যা আপনার জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত হবে।
-----গোলাম রাব্বানী
©somewhere in net ltd.