নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বিবেক

প্রিয় বিবেক › বিস্তারিত পোস্টঃ

যা ই করেন না কেন জাস্ট আজকের জন্য করুন প্লিজ !!!

০৪ ঠা জুলাই, ২০১৫ দুপুর ২:০২

আমাদের দেশের শতকরা ৮২ শতাংশ মানুষ আছেন যারা বর্তমানের কথা না ভেবে কেবল ই ভবিষ্যতের কথা ভাবেন। তারা কেবল ভবিষ্যতের কথা ভেবে অনেক বেশি ক্লান্ত হয়ে যান কিন্তু তারা আসলে জানেন ই না ভবিষ্যৎ কে কিভাবে ছুঁতে হয় !

আমি বলছি ভাই, অতীত সেটাই যেটা পার হয়ে গেছে, আর ভবিষ্যৎ সেটাই যেটা সামনে আসবে, আর আপনি এখন যা করছেন তাই বর্তমান। আপনী যদি খুব ভালো কিছু করতে চান তাহলে অতীত/ভবিষ্যৎ ভুলে জাস্ট বর্তমানের জন্য কাজ করেন। কারণ, আজকের বর্তমানে আপনি ভালো থাকলেই আপনি সুন্দর একটি ভবিষ্যতের স্বপ্ন দেখতে পাবেন। আর আজকের বর্তমান খারাপ থাকলে আপনার ভবিষ্যতে কিছুই পাবেন না বিদ্রুপ ছাড়া।
ধরা যাক, আজ আপনি বেঁচে থাকলেই আগামী কাল পৃথিবী কে দেখতে পারবেন, আর আজ আপনি হারিয়ে গেলে আগামী কাল পৃথিবীকে কে দেখবে বলুন?

মানুষ যখন তার ভবিষ্যৎ কে খুব কাছ থেকে দেখতে পায় তখন সে রাক্ষস হয়ে যায়, সব কিছু ভোগ করতে চায়, তখন ই শুরু হয় তার পতন। তাই আমি আবারো বলছি ভবিষ্যৎ আর অতীত কে নিয়ে না ভেবে বর্তমান কে নিয়ে ভাবুন।

---হাঁসতে ইচ্ছে করছে? আজকের জন্য মন খুলে হাঁসুন।
---খেতে ইচ্ছে করছে? আজকের জন্য পেট ভরে খান।
---অনেকদুর এগুতে ইচ্ছে করছে? আজকের জন্য অনেকদুর এগিয়ে যান।
---স্বপ্ন দেখতে ইচ্ছে করছে? আজকের জন্য মন/প্রান ভরে স্বপ্ন দেখেন।
---কাউকে স্বপ্ন দেখাতে ইচ্ছে করছে? তাও আজকের জন্য স্বপ্ন দেখান।

কারণ, আপনি আজকে ভালো থাকলেই পরের দিন ভালো থাকার স্বপ্ন দেখতে পারবেন। আর এতো কিছুর পর ও যদি নিজেকে মানাতে না পারেন, তাহলে ঠিক এখন ই ২০ সেকেন্ডের জন্য চোখ টা বন্ধ করুন, এরপর অনেক জোরে বড় করে ১ টা দীর্ঘনিশ্বাস নেন। এখন চোখ খুলুন। হ্যাঁ, আপনার কাছে নিজেকে অনেক হালকা লাগছে ঠিক না? তার মানে হচ্ছে আপনি পারবেন। শুধু ইচ্ছা শক্তির দরকার। চলুন জীবনের মোড় টা এখান থেকেই ঘুরিয়ে দেওয়া যাক। জাস্ট ''ইউ টার্ন'' নেওয়ার মত আজকের জন্য ভাবতে বসুন, আজকের জন্য কিছু করতে আগান, আর আজকের জন্যই এ পৃথিবীকে ভালবাসতে শিখুন। আপনার এই আজ ই আপনাকে সুদূর ভবিষ্যতে নিয়ে যাবে।

-----গোলাম রাব্বানী

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.