![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাননীয় শিক্ষামন্ত্রী,
আপনি কেমন আছেন তা জানতে চাইব না, কারণ আমাদের চাওয়া/না চাওয়া তে আপনাদের কিচ্ছু যায় আসে না। আজ যখন আমি আপনাকে নিয়ে লিখছি তখন রাত ২ টা বেজে ৫৮ মিনিট। বলতে পারেন সময় টা গভীর রাত। মানুষ যখন ঠিক এই সময়ে বৃষ্টির মুহূর্তে প্রিয় মানুষের সাথে রোম্যান্টিক কথা বলে ভবিষ্যতের পরিকল্পনা করছে কিংবা ভাবছে কইটি বেবি নিবে, ঠিক সেই মুহূর্তে আমি আপনাকে নিয়েই লিখা শুরু করলাম। কারণ, এই গভীর রাতে কথা বলার মত কোন সঙ্গী নেই। তাছাড়া আরও কিছু কারণ আছে, নীচে বলছি।
নাহিদ স্যার,
আপনি কি জানেন বর্তমান সরকার দ্বারা আপনাকে কেন শিক্ষামন্ত্রী বানানো হয়েছে? আমি বলছি, আপনাকে শিক্ষা মন্ত্রী বানানোর কারণ হচ্ছে আপনি যেন সোনার দেশের শিক্ষাব্যাবস্থা কে অনেক উপরের দিকে উঠিয়ে নিয়ে যেতে পারেন, দেশের প্রত্যেকটি স্টুডেন্ট এর শিক্ষার মান নিচ্ছিত করতে পারেন, অনেক মেধাবী প্রতিভা বের করে আনতে পারেন, অনেক উদ্ভাবনি সম্ভাবনার খোঁজ পান, যেন শিক্ষা প্রদান করার মাধ্যমে সবাইকে ছাত্র থাকা অবস্থায় জ্ঞানের শিক্ষক বানাতে পারেন, এ ছাড়া আরও অনেক মহৎ উদ্দেশ্য নিয়ে আপনাকে এ দেশের সাড়ে ১৬ কোটি মানুষের শিক্ষামন্ত্রী বানানো হয়েছে।
ওস্তাদ,
কিন্তু খুব দুঃখের সাথে জানাতে হচ্ছে আপনি আপনার দায়িত্বের ৫ ভাগ ও পালন করতে পেরেছেন বলে আমার মনে হয় নি। একের পর এক সমালোচনার জন্ম দিয়ে নিজেকে এনেছেন নতুন আলোচনায়। আপনি জাস্ট আমাদের শিক্ষাব্যাবস্থার ৭ বছর আগে যান আর বর্তমানের দিকে তাকান, তাহলেই ফারাক টা বুঝতে পারবেন। আপনার সময়েই অধিক থেকে অধিকতর হারে নকল করার প্রবনতা বেড়েছে, পরীক্ষা না দিয়েও এ প্লাস পেতে দেখা গেছে, প্রশ্নপত্র ফাঁসের কথা আর কি বলবো, একদম সকলের হাতে পরীক্ষার আগে প্রশ্ন বিলানো নিচ্ছিত করেছেন টাকার বিনিময়ে, আরও কত কি !!! রিসেন্টলি, ''এইএসসি'' তে ভর্তি নিয়ে আরেক ভেজাল বাঁধিয়েছেন যে কে কোথায় ভর্তি হবে সেটা বোর্ড নির্ধারণ করবে। এবং এই যে কয়েকদিন আগে আরেক আলচনার জন্ম দিলেন শিক্ষা খাতে ৭.৫% ভ্যাট এর জন্ম দিয়ে।
গুরু,
আচ্ছা এগুলো দ্বারা আপনি আমাদের কি বুঝাতে চাচ্ছেন? আমরা জানি আপনি কমিউনিজম এ বিশ্বাস করেন, কিন্ত সেটা দ্বারা আমাদের কেন প্রভাবিত করতে চাচ্ছেন? যখন ৭.৫% ভ্যাট এর কথা উঠে, তখন আপনি নীরব কিভাবে? আপনারা অন্য খাতের ঘাটতি র জন্য তা তো শিক্ষা খাতের দিকে টানতে পারেন না ! আপনি উন্নত বিশ্বের দিকে তাকান, ওরা প্রতি বছর তুলনামূলকভাবে সবচেয়ে বেশি খরচ করে এই শিক্ষা খাতের পেছনে। কারণ তারা জানে, তাদের জাতি শিক্ষিত হলে তাদের দেশ এমনিতেই উন্নত হয়ে যাবে। কিন্তু জানা সত্যেও মানি না শুধু আমরা। আমরা আলোচনায় আসতে ভালোবাসি। বরং আমার শিক্ষা খাতের টাকা নিয়ে অন্য ঘাটতি তে লাগাই, কি আজীব জাতি আমরা রে ভাই?
জনাব,
আপনাদের ৭.৫% ভ্যাট এর কারণে কত স্টুডেন্ট যে ঝরে যাবে তা কল্প না ও করতে পারবেন না। যে দেশের মানুষ ভালো করে খেতে পারে না, সে দেশের মানুষ না খেয়ে সবাইকে পড়ালেখা করতে পাঠাবে, এটা আশা করাও ভুল। কারণ শিক্ষা জিনিস টা তখন ই প্রকাশ পাবে যখন আমি ভালো থাকবো, আপনি ভালো থাকবেন, আমাদের চারপাশ ভালো থাকবে। বার বার আমি বলে যাবো এই স্টুডেন্ট গুলো ঝরে পড়ার জন্য দায়ী কেবল আপনি, কেবল আপনি।
আপনারা মোড়ল রা ''চাল চুরি, ডাল চুরি, আম চুরি, জাম চুরি, গাছ চুরি, পানি চুরি, মাটি চুরি, পুকুর চুরি, ফাইল চুরি, ব্যাংক চুরি, অফিস চুরি, বদনা চুরি, কল চুরি, হাঁস চুরি, মুরগী চুরি, গরু চুরি, গরুর দুধ চুরি, রাস্তা চুরি, নদী চুরি, টাকা চুরি, গাড়ী চুরি, ট্রেন চুরি, বউ চুরি, মনুষ্যত্ব চুরি, চোর চুরি'' করেন তার কোন হিসাব নাই। আর যখন একজন স্টুডেন্ট খুব ভালো করে পড়াশোনা করে নিজেকে গড়বে বলে চিন্তা করে, ঠিক সেই সময়ে তার কাঁধে ৭.৫% ভ্যাট এর বোঝা দিয়ে তাকে ঝরিয়ে দেন। কোথায় পান আপনারা এ যৌক্তিকতা? কেন আপনাদের দুর্নীতির টাকা দিয়ে ঘাটতি বাজেট পুরা করা যায় না? কেন স্টুডেন্ট দের টাকা নিয়ে করতে হবে???
আপনি চোর কে ঠিক করতে পারবেন না কিন্তু যে শিক্ষিত হয়ে চোর কে ধরতে যাবে তাকে উপরে উঠতে দিবেন না, কিন্তু কেন???
মাননীয় শিক্ষামন্ত্রী,
মনে রাখবেন ভ্যাট এর প্রচলন করলে সবাই ই ''সাইফুর রহমান'' হতে পারে না। সব জায়গায় যৌক্তিকতার একটা ব্যাপার আছে। আমার আক্ষেপ হয়, আমার ক্ষোভ হয়, আমার ভয় হয়, দেশের শিক্ষাব্যাবস্থা কে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি বলছি না আপনি আপনার দায়িত্ব ছেড়ে দেন, তবে আমি বলছি এখনও সময় আছে জাতিকে ভালো কিছু দেন, যেন জাতি স্রদ্ধাভরে আপনাকে স্মরণ করে, যেন প্রতিটি স্টুডেন্ট এই ৭.৫% ভ্যাট এর বোঝা না বইতে হয়, যেন প্রত্যেকে নতুন করে আবার পড়ালেখা করার স্বপ্ন দেখতে পারে। বদলানোর সময় তো এখনই, আশা করছি খুব শীঘ্রই এ বোঝা কে ব্যান করে দেওয়া হবে।
-----গোলাম রাব্বানী
০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:০৯
প্রিয় বিবেক বলেছেন: ঠিক বলছেন ভাই, আর আমাদের চিল্লাচিল্লি ই আমাদের সীমাবদ্ধতা ভাই।
২| ০৮ ই জুলাই, ২০১৫ সকাল ১১:১৪
মাঘের নীল আকাশ বলেছেন: বর্তমান শিক্ষামন্ত্রী আমাদের সমগ্র শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।
এস এস সি'র বই দেখে বুঝলাম, ২০০৭ এর সিলেবাসের প্রায় অর্ধেক বিষয়ই বাদ দিয়ে দেয়া হয়েছে...আগের থেকে অর্ধেকেরও কম জ্ঞান নিয়ে এখনকার পোলাপান জিপিএ ফাইভ পাচ্ছে!
০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:১০
প্রিয় বিবেক বলেছেন: কি বলবো ভাই, কিছুই বলার নাই। শুধুই হতাশা আর দুঃখ রে ভাই।
৩| ০৮ ই জুলাই, ২০১৫ রাত ১১:৪৮
মোহাম্মদ জামিল বলেছেন: বলার আছে...আমরা বলে যাব... একটা ব্যাপার স্পষ্ট হয়ে উঠছে ধীরে ধীরে-- বাংলাদেশ হীরক রাজার দেশে পরিনত হচ্ছে। তবে কত দিন? সব কিছুর শেষ আছে
০৯ ই জুলাই, ২০১৫ রাত ১২:৪১
প্রিয় বিবেক বলেছেন: জি ভাই, সব কিছুর ই শেষ আছে।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১৫ সকাল ৯:০৬
ঢাকাবাসী বলেছেন: আপনার আমার চেচামেচিতে উরনার কিছু আসে যায় না হপ্তা শেষে কেয়েক কোটি টাকা মাল আসলেই হলো আর আসছেই!