নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বিবেক

প্রিয় বিবেক › বিস্তারিত পোস্টঃ

প্রেম মন্দ হতে হবে কেন ???

০৮ ই জুলাই, ২০১৫ রাত ১১:৫৫

একটা জিনিস খেয়াল করে দেখেছেন?
আমাদের দেশে প্রেম করার কথা শুনলে অধিকাংশ মানুষ ই নাক ছিটকায়। কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ ই কঞ্জারভেটিব মাইন্ড এর। তাঁরা মনে করেন প্রেম করা মানেই খারাপ। হ্যাঁ, আমি মানছি প্রেম করা খারাপ, তবে প্রেম এর ভালো দিক ও তো আছে। কেউ যখন খারাপ দিকের পানে তাকায়, তখন সেখানে ভালো দিনের পানেও তাকানো উচিত।

ধরা যাক,
খারাপ দিক গুলো হচ্ছে, সারাদিন ফোনে কথা বলা, অযথাই টাকা নষ্ট করা, পড়ালেখার কথা ভুলে ওরে নিয়া ঘুরা, ছেঁকা খাইলে চোখে সরিষার তেল লাগিয়ে কান্না করা ইত্যাদি ইত্যাদি।
আর ভালো দিক গুলো হচ্ছে,তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখা, ভবিষ্যতের পরিকল্পনা করা, ডিসিপ্লিনড লাইফ মেইনট্যাইন করা, অনেক এডভান্স হওয়া ইত্যাদি ইত্যাদি। এখন আপনারাই প্লাস/মাইনাস করেন, নিঃসন্দেহে ভালো দিক গুলো বেশি।

সো, আমাদের অভিভাবক দের বুঝা উচিত যে তার জীবনে নতুন করে স্বপ্ন দেখতে চায়, তাই তাকে তার ছন্দে স্বপ্ন দেখতে দেওয়া উচিত। হ্যাঁ, সুখ/দুঃখ থাকবেই। কারণ, সে এগিয়ে যেতে চায়, সে নিজেকে এবং তার ভবিষ্যৎ নিয়ে ভাবতে চায়। একটি প্রেম কেবল অভিশাপ ই নয় আশীর্বাদ ও হতে পারে, যদি আশীর্বাদ হিসেবে নিতে পারেন। সব কিছুই নির্ভর করে চিন্তা ধারার উপর।
So, our guardian should appreciate their child as they can be faster than fast, as they dreamt their dream, as they look for a new world, as they can make change their inner and outer beauty, as they can think about their future.
Relation, isn't limitation for themselves, but sometimes it becomes possibilities for themselves as they can create new something. So Parents should support their child positively and obviously very positively !!!

-----গোলাম রাব্বানী

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.