![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হ্যাঁ, ইতোমধ্যেই আপনারা এই টপিক নিয়ে বেশ কিছু লিখা হয়তো পড়েছেন। যার মধ্যে মাশরুফ ভাইয়ার লিখা টা অন্যতম। বেশ সঙ্গত কারনেই উনার লেখাকে কিছুটা ফলো করতে হচ্ছে।
ছবির এই মহান পুরুষটির নাম পারভেজ হোসেন, বয়স ২২, পুলিশ কন্সটেবল, টুরিস্ট পুলিশ ইউনিট, কক্সবাজার। বৃহষ্পতিবার কক্সবাজারের লাবনী পয়েন্টে দাঁড়িয়ে ছিলেন উনি। ডিউটি শুরু হবে একটু পরেই সে প্রস্তুতি নিচ্ছিলেন। সাদা পোশাকেই সমুদ্র সৈকত কে দেখছিলেন। হঠাৎ চোখে পড়ল এক দৃশ্য। সামনে কারা যেন ঝাপটা ঝাপটি করছিলেন। অকুতোভয় এ নাবিক এগিয়ে যান। সাথে ছিল না নিজের অস্ত্র টিও। সামনে গিয়ে টের পেলেন ছিনতাই এর ঘটনা। মুহূর্তেই রণহুংকার দিয়ে খালি হাতেই ঝাঁপিয়ে পড়লেন, একাই জাপটে ধরলেন অস্ত্রধারী তিন তিনজন ছিনতাইকারীকে। সাড়ে ছয় হাজার টাকা ছিল ভিকটিমের পকেটে, ওটা কেড়ে নিতে বুকের ঠিক মাঝখানে ছুরি বিঁধিয়ে দিল ছিনতাইকারী। ওনার লড়াই দেখে এগিয়ে এল আশেপাশের মানুষ, ধরা পড়ল তিন ক্রিমিনাল। কিন্তু হায়, মানুষটা হারিয়ে গেল না ফেরার দেশের মেঘের আড়ালে!
হ্যাঁ, ইনিই সেই বীর পারভেজ হোসেন। রচনা করেছেন এক নতুন অধ্যায়ের। খুব সহজেই সেখান থেকে কেটে পড়তে পারতেন। সেখান থেকে চলে এলে কেউ উনাকে কিছুই জিজ্ঞেস করতো না। কিন্তু ভুলেননি পাসিং আউট প্যারেডে কুরআন শরীফ সামনে রেখে প্রতিজ্ঞার কথা, যেখানে প্রতিজ্ঞা করেছিলেন নিজের প্রাণ বিপন্ন করে হলেও মানুষের জানমালের হেফাজত করবেন। করেছেন ও তাই।
যেখানে পুলিশ মানেই ঘুষখোর, পুলিশ মানেই ধান্দাবাজ, পুলিশ মানেই অলস প্রাণী, পুলিশ মানেই সরকারের টাকা নষ্ট করার খনি, সেখানে ''পারভেজ হোসেন'' দেখিয়ে দিয়ে গেলেন, হাজার টা খারাপ থাকলেও সেখানে কিছু মহৎ ও আছে। ''পারভেজ হোসেন'' দেখিয়ে দিলেন পুলিশ মানেই দেশ, পুলিশ মানেই ত্যাগ, পুলিশ মানেই জনগণের জন্য জীবন বিলিয়ে দেওয়া।
পারভেজ হোসেন ভাই, এতো কিছুর পরও তথাকথিত কিছু পুলিশ হয়তো তাদের অতীত অপকর্ম ছাড়বে না, কিংবা আরও ভিন্ন উপায়ে ফাঁকি দেবার সুযোগ খুঁজবে। কিন্তু পুরা দেশ বাসিকে দেখিয়ে দিয়েছ কত মহান হতে পারে এ পুলিশ ! ''পারভেজ হোসেন'' এর চলে যাওয়াতে কিছু পুলিশের হয়তো কিছুই আসে যায় না, কিন্তু জনগন হিসেবে আমাদের অনেক কিছুই আসে যায়। আমাদের দরকার যেন প্রতিটি ঘরে ঘরে একজন ''পারভেজ হোসেন'' এর। যেন প্রতিটি ''মা'' ই খুব গর্ব করে তাঁর সন্তানের নাম রাখতে পারেন পারভেজ হোসেন এর নামে।
''পারভেজ হোসেন'' হেরে গিয়ে ও হারিয়ে যাও নি, বরং আমাদের সকলকে হারিয়ে দিয়ে জিতে গিয়েছ। লাখো সালাম ভাই তোমায়। যেন বাংলার প্রতিটি ঘরে ঘরে ১ জন করে ''পারভেজ হোসেন'' এর জন্ম হয়।
-----গোলাম রাব্বানী
২৪ শে জুলাই, ২০১৫ সকাল ১১:১০
প্রিয় বিবেক বলেছেন: ঠিক বলেছেন ভাই
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৪৯
সাদী ফেরদৌস বলেছেন: উদয়ের পথে শুনি কার বানী -
নিঃশেষে প্রান যে করিবে দান ,
ক্ষয় নাই , তার ক্ষয় নাই ।