নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বিবেক

প্রিয় বিবেক › বিস্তারিত পোস্টঃ

মোটা মানুষের প্রতি দুর্বলতা !!!

২৪ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১০

ছোট বেলা থেকেই মোটা মানুষের প্রতি আমার অনেক এলার্জি ছিল। মোটা মানুষ দেখলেই আমার শুধু সুড়সুড়ি দিতে ইচ্ছা হতো, আর সুড়সুড়ি দিতে না পারলে শুধু তার পেটের দিকে তাকিয়ে থাকতাম যে কিভাবে মানুষ এতো মোটা হয়? আর আমার কাজিন তো একধাপ এগিয়ে। ও মোটা মানুষ দেখলেই শুধু গালি গালাজ করে আর আল্লাহর কাছে অভিশাপ দেয়। এতদিনে ওর অভিশাপ যদি একটাও কবুল হতো তাহলে মনে হয় মোটা মানুষ বলে পৃথিবীতে কেউ থাকতো না।

এ সবের কারণ একটাই, আমি আর আমার কাজিন মোটা হতে চাই কিন্তু পারতেছিনা। ডিম থেরাপি, দুধ থেরাপি, ফল থেরাপি, ভাত থেরাপি, ঘুম থেরাপি সহ সকল থেরাপি ই তো ফলো করলাম কিন্তু লাভ হয় নি।

আজ চিন্তা করলাম ২ জনই ভালো হয়ে যাবো। এখন থেকে মোটা মানুষ দেখলে কেউ ই সুড়সুড়ি দিবো না, গালিগালাজ করবো না কিংবা অভিশাপ দিবো না। শুধু মোটা মানুষ দেখলেই খুশি হয়ে ১ বার করে ''আলহামদুলিল্লাহ'' পাঠ করবো। এতে করে সওয়াব ও হবে এবং আল্লাহ খুশি হয়ে আমাদের মোটা বানিয়ে দিবে। যারা আমাদের মত ''চিকন আলী'' গ্রুপের সদস্য আছেন তারা এ থেরাপি ফলো করতে পারেন। আমার মনে হয় একসময় আমি অনেক মোটা হবো, আর তখন এতটাই বেশি মোটা হবো যে নিজের পেট চুলকানোর জন্য লোক ভাড়া করতে হবে।

-----গোলাম রাব্বানী

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৫ রাত ৯:৩৮

কবির আহমেদ মাধব বলেছেন: ha ha ha ha valO therapy to

২৪ শে জুলাই, ২০১৫ রাত ১১:১৪

প্রিয় বিবেক বলেছেন: জি ভাই, ফলো করতে পারেন।

২| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ১২:০৭

কবির আহমেদ মাধব বলেছেন: আমাকে কমাতে হয়,জিমে যাচ্ছি :D

৩| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ১২:১৮

ডার্ক ম্যান বলেছেন: আপনি জিমে গিয়ে ট্রাই করতে পারেন। অনেকের শরীরে ব্রাউন ফ্যাট নামে এক ধরনের চর্বি থাকে। আপনার শরীরে যদি এধরণের চর্বির পরিমাণ বেশি থাকে তাহলে আপনি যত বেশি খাবার গ্রহণ করুন না কেন আপনার মোটা হওয়ার সম্ভাবনা ক্ষীণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.