![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে কোন মানুষের জীবনে প্রথম প্রেম টা হচ্ছে সবচেয়ে বড় আর্ট। এখানের সুখ টা যেমন মনে রাখার মত তেমনি ভাবে দুঃখ টাও মনে রাখার মত। এখানে অধিক সুখের কারণে কেউ তেমন কোন বিপ্লব ঘটিয়েছে কি না তা হয়তো জানা যায় নি, কিন্তু অধিক দুঃখের কারণে অনেকেই পাগল হয়ে গেছে, অনেকেই আবার ভিড় জমিয়েছে পরপাড়ে। অর্জন/বিসর্জন যাই থাকুক না কেন সারাজীবন একটা জিনিস সঙ্গী হয়ে থাকে, আর তা হচ্ছে অভিজ্ঞতা। আর তাইতো পরের প্রেম গুলোতে প্রিয় মানুষের হাত স্পর্শ করলে, ওকে জড়িয়ে ধরলে, এক সাথে বৃষ্টিতে ভিজলে কিংবা পূর্ণিমার রাতে এক আকাশের নীচে বসে চাঁদ দেখলেও স্মৃতির অন্তরালে সবার আগে মনে পড়ে যায় সেই প্রথম ভালোবাসার মানুষ টির কথা, আর তার সাথে কাটানো আগের প্রিয় মুহূর্ত গুলোর কথা।
আসলেই ভালোবাসা অনেক অদ্ভুত জিনিস, ''একজন প্রথম আমির জন্য একজন প্রথম তুমি সারাজীবনের জন্য বরাদ্ধ থাকে, বাস্তবুতায় না থাকুক স্মৃতিতে হলেও বর্তমান থাকে''।
-----গোলাম রাব্বানী
©somewhere in net ltd.