নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বিবেক

প্রিয় বিবেক › বিস্তারিত পোস্টঃ

মানুষ কখন পাগল হয়, আর পাগল কখন মানুষ হয়?

২৭ শে জুলাই, ২০১৫ রাত ১২:৩২

আজ একটু ''পাগলা টপিক'' নিয়ে কথা বলি,

আচ্ছা বলেন তো, একজন মানুষ কখন পাগল হয়, আর পাগল কখন মানুষ হয়?
অনেকেই হয়তো বলবেন ''যখন পাগলা গারদে থাকে তখন তাকে পাগল বলে, আর যখন পাগলা গারদে থাকে না তখন তাকে মানুষ বলে''।
একই প্রশ্ন যদি আপনি ''তথাকথিত পাগলের মা'' কে করেন, তাহলে ঐ মা প্রশ্নকারীকে ঝাড়ু নিয়ে দৌড়াবে আর বলবে এখন ই আমার ঘর থেকে বের হ, আর উত্তর দিবে দুনিয়াতে পাগল বলে কেউ নেই সবাই মানুষ, আর পাগলরা কি মানুষ না?
একই প্রশ্ন আপনি কোন নেতা কে করলে উনি উত্তর দিবেন, ''দেশে আরও বেশি পাগলা গারদ বানাতে হবে, যেন সব পাগল কে ওখানে স্থান দেওয়া যায়, তাহলে ঐ প্রশ্ন নিয়ে আর কোন বিভেদ থাকবে না''।
এইবার আমার নিজের মতামত দেই, ''পাগল তখনই পাগল যখন আমরা তাকে পাগল ভাবি বা বলি, আর আমরা যখন পাগল কে মানুষ ভাবি তখন সে সত্যিই মানুষ, এটা নির্ভর করে আমাদের ভাবনার উপর''।

আচ্ছা একটা জিনিস চিন্তা করেছেন?
একটা মামের বোতলে সাপ্লাই এর নরমাল পানি ঢুকালে আমরা না জেনে অনেক খুশি হয়ে মামের পানি ভেবে ভক্তি সহকারে খাই, আর নরমাল ময়লা গ্লাসে মামের অরজিনাল পানি রাখলেও আমরা নোংরা ভেবে তা খাই না। এর কারণ হচ্ছে বিশ্বাস।

হ্যাঁ, এইবার টপিকে ফিরে আসি,
সত্যিই, ''পাগল তখনই পাগল যখন আমরা তাকে পাগল ভাবি বা বলি, আর আমরা যখন পাগল কে মানুষ ভাবি তখন সে সত্যিই মানুষ, এটা নির্ভর করে আমাদের ভাবনার উপর''। রাস্তার পাশের যে মানুষ টিকে দেখে আমরা নাক ছিটকাই সে হচ্ছে পাগল। আমাদের বিশ্বাস সে পাগল তাই তাকে আমরা পাগল ভাবি। কিন্তু আমাদের বিশ্বাস টা যদি একটু পজিটিভলি নেই তাহলে সেই একজন মানুষ, হয়তোবা অপূর্ণাঙ্গ মানুষ, কিন্তু মানুষ তো।

আমি বলছি না আপনারা পাগল দেখলে তাকে সালাম দেন, তাকে কোলে তুলে নেন, তাকে জড়িয়ে ধরেন, তাকে আদর করেন কিংবা তার পাশে যান। বরং আমি বলছি তার প্রতি একটু সহানুভূতি দেখান যে সে আমাদের মতই কোন না কোন মায়ের সন্তান। একদিন সে আমাদের মতই সভ্য মানুষ ছিল, হয়তো কোন ঘটনার প্রেক্ষিতে সে আজ এমন।
আমরা কি এইটুকু করতেও পারি না???

-----গোলাম রাব্বানী

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৫ রাত ১২:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

২৭ শে জুলাই, ২০১৫ রাত ১২:৫১

প্রিয় বিবেক বলেছেন: আপ্নাকেও সাগতম ভাইয়া

২| ২৭ শে জুলাই, ২০১৫ সকাল ৯:০৭

রাতুলবিডি৫ বলেছেন: সব মানুষই পাগল আবার সব পাগলই মানুষ :D
ছাগল কখনও পাগল হয় না ;)

৩| ২৭ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: মানুষ কে মানুষ ভাবার মতো সৎ সাহস খুব কম মানুষেরই আছে, আপনার ভাবনাকে স্যালুট

২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ২:১৩

প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.