![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাসায় গেলে যখন ''আব্বুর কলিগ'' আঙ্কেলের সাথে দেখা হয়, তখন আমাকে কাছে ডেকে খোঁজ খবর জিজ্ঞেস করে, ভালোই দুষ্টামি করে আমার সাথে, আর অনেক অনেক আদর করে।
তো এইবার ঈদের ছুটিতে বাসায় যাওয়ার পর ''বি বি লেন এ'' হাঁটছি, তখন ই দেখা আঙ্কেল এর সাথে। ঐ আঙ্কেল দেখা মাত্রই আমাকে ডাক দিলেন, উনার সাথে বাবার অফিসের আরেকজন কলিগ ছিলেন। তার পরের কাহিনী বলতেছি,
শরীফ আঙ্কেলঃ কি খবর বাবা, কবে আসছ?
আমিঃ আসসালামুআলাইকুম, কেমন আছেন আঙ্কেল? গত কাল আসছি।
শরীফ আঙ্কেলঃ অয়ালাইকুমআসসালাম, অনেক শুকিয়ে গেছ তো বাবা?
আমিঃ হালকা মুচকি হাঁসি দিলাম।
হালিম আঙ্কেলঃ শরীফ ভাই কে ও?
শরীফ আঙ্কেলঃ আরে ওকে চিনেন না? ও তো আমাদের হাজী সাবের ছেলে।
হালিম আঙ্কেলঃ ম্যানেজার স্যারের ছেলে?
শরীফ আঙ্কেলঃ হুম, উনি তো অনেক ভালো লোক।
আমিঃ শুনে খুব ভালো লাগলো আর সাথে মুচকি হাঁসি ফ্রি।
হালিম আঙ্কেলঃ আসলে উনার মত মানুষ ই হয় না।
আমিঃ আবারো মুচকি হাঁসি এবং নিজের কাছে অনেক ভালো লাগতেছিল।
হালিম আঙ্কেলঃ আমাদের হাজী সাব তো অনেক ভালো মানুষ, কিন্তু ওনার ছেলে টা যে কেন এতো পাঁজি হল ঐ হিসাব আমার বুঝে আসে না। এই কথা শেষ হবার পর ঐ ২ জন আঙ্কেল জোরে জোরে হাঁসতেছিল।
কিন্তু আমার হাঁসি যে কই গেলো বুঝতে পারলাম না, মুহূর্তেই মন খারাপ হয়ে গেলো।
আমিঃ আঙ্কেল বাসায় যেতে হবে, আম্মু ফোন করতেছে...।
আঙ্কেলঃ ও তাই নাকি? তো বাবা বাসায় আইসো, গল্প করবো।
আমিঃ ওকে আঙ্কেল, এখন আসি। আর মনে মনে বলতেছিলাম (আমারে কি পাগলে কামড়াইছে নাকি যে এতো কিছুর পর আবার আপনার বাসায় যামু)?
একটু আগে ঐ আঙ্কেল আমাকে ফোন দিলো অনেক্ষন কথা বার্তা হল।
আজ খুব ভালোই প্রশংসা করলো। কিন্তু আমার কথা হল, আনটির সামনে কোন না কোন দিন আপনারে পামু তো? তখন সুযোগ মত ঐদিনের ফিডব্যাক দিয়া দিমু। কোন এক গোপন সূত্রে শুনেছি আনটির সামনে আপনি নাকি ভিজা বিড়াল?
ব্যাপার না সিস্টেম জানা আছে এ পাঁজি ছেলের।
-----গোলাম রাব্বানী
২| ২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:০৫
শান্ত মামুন বলেছেন: খুবই সুন্দর হয়েছে ভাইজান
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৭
প্রামানিক বলেছেন: চমৎকার