![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কাছে খুব অবাক লাগে যখন শুনি, কেউ বলে হুজুর মানেই খারাপ, হুজুর মানেই ভণ্ড।
আমি এই কথার ঘোর বিরোধী। বলছি তাহলে,
---আপনার জন্মের পর যে লোকটি মসজিদে আযান দেয় তিনি হুজুর।
---আপনার নাম রাখার সময় আকিকাতে যিনি দোয়া করেন তিনি হুজুর।
---আপনি অসুস্থ হলে যার কাছে দোয়া চাওয়া হয় তিনি হুজুর।
---যে লোকটি আপনার বিয়ে পড়ান তিনি হুজুর।
---আপনার মৃত্যুর পর যে লোকটি আপনার জানাজা দেয় কিংবা পরকালে আপনার শান্তির জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে তিনি ও হুজুর।
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল গুরুত্বপূর্ণ কাজের কাণ্ডারি এই হুজুর। তাহলে কেন তাদের প্রতি এতো বিদ্রুপ ???
আবার আমার কাছে খুব অবাক লাগে যখন শুনি কোন হুজুর নারী দের উচ্চশিক্ষিত করার ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন। আমি এই কথার ও ঘোর বিরোধী। বলছি তাহলে,
---আপনার মা নারী যিনি আপনাকে প্রথম আদর্শের বানী শুনিয়েছেন।
---নারীরা উচ্চশিক্ষিত হয় বলেই তাঁদের সন্তান রা পৃথিবী গড়ার স্বপ্ন দেখে।
---একজন নারী, একজন মা, অজস্র ভালোবাসা, একটি পৃথিবী, একটি স্বর্গ।
---নারীরা উচ্চশিক্ষিত হয় বলেই পুরুষরা তাঁদের যোগ্য সহযাত্রী ভাবে এবং তাঁদের গলাধাক্কা দেওয়ার আগে ভাবে অন্তত।
---নারীরা উচ্চশিক্ষিত হয় বলেই চিকিৎসা ক্ষেত্রে যে কোন জটিল রোগের সমাধান এই নারীরা ই করে, যেখানে পুরুষের যাওয়ার অনুমতি ও নেই।
একজন উচ্চশিক্ষিত নারী, যিনি হয়তোবা আমার আপনার মা,বোন কিংবা স্ত্রী। যারা আগামীর পৃথিবীকে স্বপ্নময়ী করে তুলতে সবচেয়ে বেশি ভুমিকা রাখেন।
তারপর আমার আরও বেশি অবাক লাগে যখন শুনি কোন নারী চিৎকার করে বলছে পুরুষ মানেই শোষক, পুরুষ মানেই অত্যাচারী। আমি এই কথার ও ঘোর বিরোধী। বলছি তাহলে,
---একজন পুরুষ আপনার আমার বাবা, যিনি সব সন্তানের প্রিয় মুখ।
---একজন পুরুষ, একজন বাবা, একজন ব্যাক্তি, একজন ব্যাক্তিত্ত, একজন আদর্শ ।
---একজন পুরুষ যিনি সারাদিন কষ্ট করে টাকা আয় করেন আমাদের জন্য।
---যে যত বড় নেত্রী ই হোক দিন শেষে সিদ্ধান্ত গৃহীত হয় তার স্বামীর দেওয়া টি।
---একজন পুরুষ, নিজে দুঃখ সয়ে অপরকে ভালোবেসে যাওয়ার পথিক।
একজন পুরুষ মানেই আপনার আমার বাবা,ভাই,স্বামী। যারা সকল বাঁধা উপেক্ষা করে তাঁদের প্রিয় মুখ গুলোকে ভালোবেসে যায়।
আপনি যে কোন মানুষকে কে জিজ্ঞেস করলে সে বলবে আমার প্রিয় মানুষ আমার মা আর প্রিয় ব্যাক্তিত্ত আমার বাবা। কারণ দিনশেষে এই ২ জন মানুষ ই আমাদের সম্বল।
মাঝে মাঝে উপরের কথা গুলো শুনে খুব প্রতিবাদ করতে ইচ্ছা করে কিন্তু সীমাবদ্ধতার কারণে পারি না, তাই আজ লিখে প্রতিবাদ করলাম। আসলে সবাই অনেক ভালো যখন আমরা ভালো দৃষ্টিতে তাকাতে পারি। ইতিবাচকতাই আমাদের বদলে দিতে পারে। সবাই ভালো থাকবেন।
-----গোলাম রাব্বানী
৩০ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৫০
প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
৩০ শে জুলাই, ২০১৫ রাত ৩:২২
সাইফুল মনোয়ার নিশাদ বলেছেন: ভাল লাগল ভাই