![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রায় ৩ লক্ষ স্পার্ম কে পরাজিত করে পৃথিবীতে আপনার আগমন। ঐ ৩ লক্ষ স্পার্ম এর মধ্যে স্রষ্টা আপনার বদৌলতে অন্য যে কোন একটি কে ''ভিন্ন কোন মানুষ'' হিসেবে পৃথিবীতে পাঠাতে পারতেন। কিন্তু স্রষ্টা তা না করে কেবল আপনাকেই সিলেক্ট করেছেন। তার মানে ৩ লক্ষ স্পার্ম এর মধ্যে আপনি সবচেয়ে বেশি স্পেশাল ছিলেন। যেহেতু জন্ম প্রক্রিয়ার প্রথম ধাপেই ৩ লক্ষ স্পার্ম কে পরাজিত করতে পেরেছেন তার মানে সামনে আরও ''শত, সহস্র, লক্ষ, কোটি'' মানুষ কে পেছনে ফেলার যোগ্যতা আপনার আছে।
তাহলে আর দেরী কেন? সব দুঃখ ভুলে এখনই হাঁসি দেওয়া চাই, বীরের মত মাথা উঁচু করে বাঁচা চাই, অনেকদূর আগানো চাই অনেকদূর...!!!
-----গোলাম রাব্বানী
০১ লা আগস্ট, ২০১৫ রাত ৯:১৭
প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ ভাই
২| ০১ লা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৪
নতুন বলেছেন: মানুষ প্রায় ২৫০ মিলিওন অথাত ২৫ কোটি স্পাম একবারের ইজেকুলেসনে থাকে।
কিন্তু স্রষ্টা তা না করে কেবল আপনাকেই সিলেক্ট করেছেন। তার মানে ৩ লক্ষ স্পার্ম এর মধ্যে আপনি সবচেয়ে বেশি স্পেশাল ছিলেন।
যদি সৃস্টিকতা এই সিলেকসান প্রসেসে যুক্ত থাকেন তবে তিনি ২৫ কোটি স্পাম কেন বানালেন? ১ টাই যথেস্ট ছিলো না?
তবে আপনার বিষয়ের সাথে পূন একমত। আরেকটা বিষয়ে হলো আপনি/আমি কিন্তু এই মুহূতে দুনিয়াতে ১ পিস..মানে ইউনিক...নিজেকে ছোট মনে করার কোন কারন নাই। প্রতিটি মানুষই গুরুত্বপূন।
০১ লা আগস্ট, ২০১৫ রাত ৯:১৮
প্রিয় বিবেক বলেছেন: জি ভাইয়া ধন্যবাদ ভালো বলেছেন
©somewhere in net ltd.
১|
০১ লা আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৮
জ্বলন্ত রিপন বলেছেন: ঠিকই বলেছেন।