নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বিবেক

প্রিয় বিবেক › বিস্তারিত পোস্টঃ

বাস্তবতার আড়ালে একটু ভিন্নধর্মী স্বাধীনতা, দেশপ্রেম, স্বপ্ন কিংবা বৈষম্য !!!

০৫ ই আগস্ট, ২০১৫ রাত ৩:৪৪

একটু স্বাধীনতা প্রসঙ্গে বলি,
খুব গলা উঁচু করে আমি আপনি বলি আমরা স্বাধীন। আমি বলি ভাই এটা একদম ডাহা মিত্থা কথা। আপনি একটা নির্দিষ্ট পরিমাণ স্বাধীন কিন্তু সবটুকু নয়। যদি তা হতেন তাহলে পরাধীন এর মত মাথা নিচু করে থাকতে হত না। বিশ্বাস হচ্ছে না? আমি বলছি, আজ আপনি যদি টপ লেভেল এর রাজনীতিবিদ দের নিয়ে খোলামেলা কথা বলেন এবং এটা যদি তাদের কানে যায় তাহলে আপনার ভবিষ্যৎ হচ্ছে শ্বশুরবাড়ি নামক জেল এর ১০ দিনের রিমান্ড। আর তারপর আপনি নির্দোষ হওয়া সত্তেও আপনাকে রাজাকার বলে বলী দেওয়া। কি কথা মিলছে তো? তার মানে হচ্ছে না আপনি স্বাধীন, না স্বাধীন আপনার ঐ মতামত।

একটু দেশপ্রেম প্রসঙ্গে বলি,
আমাদের নেতারা মাইক পেলেই মাইক ফাটিয়ে ফেলে নিজেকে দেশপ্রেমিক বলে জাহির করে আর আমরা তা দেখে হাততালি দেই। তারপর আমরা সবাই ই হাঁসি, কিন্তু কেন হাঁসি নিজেই জানি না। আমাদের মন্ত্রীরা আজ এতটাই দেশপ্রেমিক যে কোটি কোটি টাকা দুর্নীতি করে পচা গম দেশের মানুষ কে খাওয়াই আবার গর্ব করে করে বলি আমরা অনেক সৎ। আমরা প্রশ্ন হল, এতো কিছুর পর ঐ মন্ত্রী তার পদে বহাল থাকে কিভাবে? তার মানে হচ্ছে উনার উপরের লেভেল এর নেতাদের ও সায় আছে। তার মানে বুঝতেই পারছেন আমাদের নেতাদের দেশপ্রেম কোন পর্যায়ে আছে !!!

একটু নেগেটিভ মার্কেটিং প্রসঙ্গে বলি,
এটা মিডিয়ার সৃষ্টি। আচ্ছা বলেন তো আগে প্রভা, হ্যাপি, নায়লা নাইম কে কতজন মানুষ চিনত? কিন্তু যখন ই প্রভার স্কেনডাল, রুবেল-হ্যাপি বিতর্ক, নাইয়লা নাইম এর ফিগার ইত্যাদি প্রকাশ পায় তার পর থেকে তারা পুরাই হিট। আপনি জাস্ট নিজেকে নিয়েই চিন্তা করেন। আপনি যখন ১ টা ভালো কাজ করবেন তখন কেউ আপনার নিন্দা করবে কেউ হয়তো আপনাকে বাহবা দিবে। কিন্তু যখন ই আপনার স্কেনডাল বেরোবে, তখন মানুষ আপনাকে দেখার জন্য ছুটে আসবে, আর তার পরের স্টেপ টা বুঝে নেন। এই সব ই নেগেটিভ মার্কেটিং এর সৃষ্টি।

একটু নারী/ পুরুষ বৈষম্য নিয়ে বলি,
আপনি যখন পুরুষ তখন আপনার হাজার টা সমস্যা থাকলেও মানুষের কাছ থেকে উল্লেখযোগ্য তেমন কোন সাড়া পাবেন না। কিন্তু যখন ই আপনি একজন নারী কোন সমস্যায় পড়ছেন, কোথা থেকে যে মানুষ আপনার জন্য সাহায্য করার জন্য আসবে আপনি নিজেও বুঝবেন না। আর এটাই বৈষম্য। কিন্তু তারপরেও আমরা স্বীকার করি না যে আমরা বৈষম্য করি, বরং আমরা গোঁড়ামি চলিয়েই যাই।

সবশেষে একটু স্বপ্ন প্রসঙ্গে বলি,
স্বপ্ন দেখবেন ভালো কথা কিন্তু বাস্তব সম্মত স্বপ্ন দেখা চাই এবং আজকের জন্য ভালো কিছু করা চাই। আপনি আজ অষ্টম শ্রেণিতে পড়ছেন? ওকে ফাইন, তাহলে আপাতত জাস্ট জেএসসি তে ভালো করার স্বপ্ন দেখেন। আপনি আজ বিবিএ করছেন? ওকে ফাইন, তাহলে আপাতত বিবিএ টাকে ভালো করে পার করার স্বপ্ন দেখেন। খারাপ স্টুডেন্ট আপনি? ব্যাপার না, কিন্তু একটা নিয়মের মধ্যে থাকেন। আপনি ভবিষ্যতে সার্থক বাবা হতে চান? ওকে ফাইন, আগে তো বিয়ে টা করার স্বপ্ন দেখেন তারপর না হয় বাবা হওয়ার স্বপ্ন দেখেন। কারণ বিয়ে না করলে বাচ্চা এমনিতেই তো আর ডিম ফুটে বের হবে না !

ভাই আজগুবি ভাবে ইচ্ছা মত স্বপ্ন দেখলেই হয় না কিছুটা বাস্তবতা থাকা চাই। আমদের সমাজ ব্যাবস্থা আমাদের এতো পরিমাণ স্বপ্ন দেখতে বাধ্য করে যে প্রায়শই আমাদের কেবল স্বপ্নদোষ হয়। সেক্ষেত্রে তা সেরে উঠার আগেই অন্য ভালো স্বপ্ন গুলো পালিয়ে যায়।
তাই ভাই আমি বলি, অন্য স্বপ্ন গুলো আপাতত বাদ দেন। বর্তমানের স্বপ্নে কেবল বিভোর থাকেন দেখবেন এই বর্তমান ই আপনাকে সার্থক আগামীর সাথে পরিচয় করিয়ে দিবে।
যেখানে আপনি স্বাধীন, দেশপ্রেমিক এবং সব ধরনের বৈষম্য ভুলে প্রকৃত স্বপ্ন সারথি হতে পারবেন। আর সেটা হবে দেখার মত, জাস্ট দেখার মত হবে।

জয় হোক স্বাধীনতার, জয় হোক দেশপ্রেমের, আর জয় হোক স্বপ্নের।

-----গোলাম রাব্বানী

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৫ ভোর ৫:২২

চাঁদগাজী বলেছেন:

ওকে

০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫১

প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ ভাই

২| ০৫ ই আগস্ট, ২০১৫ সকাল ৭:৩০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভাই আজগুবি ভাবে ইচ্ছা মত স্বপ্ন দেখলেই হয় না কিছুটা বাস্তবতা থাকা চাই
অন্য স্বপ্ন গুলো আপাতত বাদ দেন। বর্তমানের স্বপ্নে কেবল বিভোর থাকেন দেখবেন এই বর্তমান ই আপনাকে সার্থক আগামীর সাথে পরিচয় করিয়ে দিবে
বাহ কি সুন্দর কথা
চমৎকার বলেছেন

০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫১

প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ ভাই দোয়া করবেন

৩| ০৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:০৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
বাস্তবতাবোধের দারুণ লিখা।

০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫১

প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ ভাই

০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫১

প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ ভাই

৪| ০৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:০৬

সাব্বির ০০৭ বলেছেন: হুম। ভাল পর্যবেক্ষণ।

০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫২

প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.