![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা মুখে যতই বলি না কেন ব্যাক্তি কে প্রাধান্য না দিয়ে তার কর্ম কে প্রাধান্য দেওয়া উচিত, কিন্তু বারবারই আমরা মানুষকে প্রাধান্য দিতে গিয়ে ভুল করে বসি।
ধরা যাক,
''কাজী নজরুল ইসলাম'' যখন বলেন ''তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভুলা কি কঠিন।'' এই বানী শুনলেই আমরা ভাবি কত ভিতর থেকেই নজরুল না যেন ভালবেসেছিলেন !!!
''রবীন্দ্রনাথ ঠাকুর'' যখন বলেন ''ভালোবাসা যেখানে গভীর, নত হওয়া সেখানে গৌরবের।'' এই বানী শুনলেই আমরা ভাবি রবি ঠাকুর আসলেই একটা জিনিস ছিলেন। তিনি অনেক গভীর থেকে চিন্তা করতে পারতেন !!!
''হুমায়ূন আহমেদ'' যখন বলেন ''যদি ভালো না লাগে, তবে দিও না মন।'' এই বানী শুনলে আমরা ভাবি হুমায়ূন আহমেদ স্যার পৃথিবীর সেরা লাভ গুরু ছিলেন নাহলে এতো সুন্দর করে কিভাবে ভাবতেন !!!
এখন আমি বলি ভাই, আবেগ, ভালোবাসা সব একই। শুধু একেক জনের কথা বলার ধরন একেক রকম। আজ তারা বড় মানের লেখক বলে আমরা সবাই ভাবি তারা হয়তো অনেক ভিতর থেকে চিন্তা করতে পারেন। আর আমরা তাঁদের চিন্তা গুলোরে সাথে নিজের টাকে কনভার্ট করে দেই আর ভাবি আমরা মনে হয় কখনও তাঁদের মত হতে পারব না।
আচ্ছা আবার ধরেন যদি কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার এভাবে বলতেন,
'' খুন ই জীবন, খুন ই মরণ খুন ই আমার নেশা।
ওহে প্রিয়া কাছে এসে পাশে বস, এটাই আমার পেশা।''
তাহলে আপনি কি সেটা নিয়ে ভাবতেন? মোটেই নয়। কারণ খুনির সাথে কবির একদম ই যায় না। হ্যাঁ, আসলেই তাই। মনে রাখবেন, আপনার মনের ভিতর ই একেক জন রবি ঠাকুর, নজরুল, হুমায়ূন স্যার, রোকেয়া, সুফিয়া কামালের বসবাস আছে। আপনি জাস্ট একটু যত্ন নেন দেখবেন আপনি তাঁদের থেকে অনেক ভালো ভাবে ভাবতে পারবেন। বিশ্বাস হচ্ছে না? চেষ্টা করেই দেখুন না, দেখবেন আসলেই তাই !!!
আর ভুলে যাবেন না, একদিনেই তারা বিখ্যাত লেখক হয়ে যান নি। অনেক চেষ্টার পর তারা তা হয়েছেন। তাহলে আপনি নয় কেন?
-----গোলাম রাব্বানী
০৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:১২
প্রিয় বিবেক বলেছেন: জি ভাইয়া ভালো বলছেন
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৮
আরাফাত নিলয় বলেছেন: ভালো বলেছেন। ব্যাক্তিত্ব বোধকে শ্রদ্ধা করা আসলেই শিখতে হবে আমাদের। তবেই না ব্যাক্তি হতে শৃঙ্খলিত মেধাও মুক্তি পেয়ে বেড়িয়ে আসবে।