![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগেরকার যুগে গ্রামের বিয়ার কথা মনে আছে তো !!!
বিয়ের দিন বউ যখন জামাইর বাড়ি যেতো, তখন জোরে জোরে চিল্লাইয়া চিল্লাই কাঁদত আর অনেক বড় করে ঘোমটা লাগিয়ে জামাইর বাড়ি যেতো। উদ্দেশ্য ছিল, অন্য কেউ যেন বউ কে না দেখতে পারে। আর তখন জামাইর অপিনিওন ছিল বউ আমার তাই দেখুম ও আমি, কাউরে দেখতে দিমু না, বউ আমার প্রাইভেসি ও আমার।
মাগার এখন কার বিয়া দেখছেন?
পুরাই পাবলিক বিয়া। আগেরকার যুগের সেই ঘোমটা তো নাই ই সেই রীতিনীতি ও নাই, আর কান্নার পানি জাদুঘরে রাখার মত অবস্থা। এখনকার যুগের কথা হইছে, বউ আমার তো কি হইছে? নিজেও নিজের বউরে দেখুম সাথে সবাইরে ও নিজের বউরে দেখামু। নিজের বউ যদি অন্যরে না দেখাইতে পারি তাইলে এইডারে কোন বিয়া কয় নাকি? প্রাইভেসি কই গেছে চিন্তা করছেন?
নোটঃ আগেরকার জামাই রা যে ফিলিংস নিয়া নব বধুর দিকে তাকাইত, এখন কার জামাই রা সে ফিলিংস নিয়া তারা সেভাবে তাকাতে পারে না।
কারণ লজ্জা এখন আগেই ভাইঙ্গা যায়, তো ফিলিংস পাইব কোথা থেকে? কি বুঝাইতে চাইছি, যারা বুঝার বুইঝা নেন।
-----গোলাম রাব্বানী
২| ০৭ ই আগস্ট, ২০১৫ ভোর ৬:১৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কারণ লজ্জা এখন আগেই ভাইঙ্গা যায়, তো ফিলিংস পাইব কোথা থেকে?
মোক্ষম বলেছেন মশাই
দাম্পত্য সুখ এখন সোনার হরিণ
হাসির শুনালেও গভীর উদ্বেগজনক
গভীর ভাবনার বিষয়...........কোথায় চলেছে সমাজ
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০১৫ রাত ৩:৩৩
লিংকন১১৫ বলেছেন:
