![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রায় সপ্তাহ খানেক আগের ঘটনা,
আমার অনেক কাছের একটা ছোট বোন এর একটা পোস্ট দেখলাম ''ফ্যামিলি প্রবলেম আর হতাশা'' নিয়ে। পরে তার সাথে কথা বলে যা বুঝলাম সেটা অনেক খারাপের দিকে এগুচ্ছিলো। তাতে সে এতটাই হতাশ ছিল যে, যে কোন সময় হয়তো যে কোন ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারতো। কি মনে করে যেন আমি নীচের এ লেখা টি তাকে ইনবক্স করলাম। ঐ ম্যাসেজ দেখে সে ঐদিন আর কিছুই বলল না। আজ একটু আগে সে আমাকে ফোন করে এক গাধা ধন্যবাদ আর কৃতজ্ঞতা প্রকাশ করলো তাকে তার ''ট্র্যাকে'' ফিরিয়ে দেওয়ার জন্য। এমন কিছু অনুভূতি আছে যেগুলো শুধু ফ্রেমে বন্ধী করে রাখতে ইচ্ছা করে। সত্যিই আমি স্রষ্টার কাছে অনেক বেশি কৃতজ্ঞ আমার হাতে কলম ধরিয়ে দেওয়ার জন্য। এখন থেকে চিন্তা করলাম যারা হতাশ হওয়ার পোস্ট দিবে তাঁদের সবাইকে এই লেখা দিবো, যদি কোন লাভ হয় !!! অলরেডি দেওয়া শুরু করেছি।
ঐ লেখাটি নীচে দিলাম, কেউ ইচ্ছা করলে পড়তে পারেন।
আপু, এখন কেমন আছো এই প্রশ্ন টা তোমাকে করাটা হয়তো অনেক বোকামি হয়ে যাবে আমার জন্য। তারপরেও আমি বিশ্বাস করি তুমি অন্তত ঐ মানুষ গুলো থেকে অনেক বেশি ভালো আছো, যারা তোমার চেয়ে অনেক বেশি খারাপ থাকার কারণে তোমার চেয়ে বেশি দুঃখী আজ।
মনে রেখো, মৃত্যুর মাধ্যমে কেউ যদি সফল হতে পারতো, তাহলে কেউ এতো কষ্ট করে জীবনে বেঁচে থাকতো না। না তুমি, না আমি, না আমদের পাশের কেউ। যে মনে করে মরে গেলেই সব সমস্যার সমাধান হবে আর সে চিন্তা করে মরে যাবে, সে হল সবচেয়ে ভীতু। কারণ সবচেয়ে বড় সাহসের নাম পৃথিবীতে বেঁচে থাকা। সবাই এভাবে সাহসী হতে পারে না।
তোমার মনের গহীনে ২ জনের বাস। একজন ঈশ্বর আরেকজন শয়তান।সব ভালো কাজ গুলো ঈশ্বর এর মাধ্যমে হয় আর খারাপ গুলো শয়তানের মাধ্যমে হয়। এখন তুমি যদি চাও শয়তান কে জয়ী করবা তাহলে মরে যাও, আর যদি মনে তোমার জন্য ঈশ্বরের গুরুত্ব অনেক বেশি তাহলে আমি বলবো ভালো করে বেঁচে থাকার স্বপ্ন দেখো, ঠিক বীরের মত করে।
বাদ দাও তোমার অতীত। ভুলে যাও সে ভয়াবহতা। আমরা অনেক হতাশ থাকি, আমাদের অনেক মন খারাপ থাকে, তারপরের পরের দিগন্তে সূর্য, চন্দ্র, আলো উদিত কেন হয় জানো?
তারা উদিত হয় কারণ তারা জানে, সব খারাপের মধ্যেও তুমি একটু হলেও ভালো করে বেঁচে থাকার স্বপ্ন দেখতে পাও। আর তাই তাদের আগমন। তোমার জন্য প্রকৃতির স্রষ্টার এতো ত্যাগ, তা ও তুমি এমন হতাশ কেন? ঠিক এখন থেকেই নতুন করে বাঁচার স্বপ্ন দেখো, যেন তোমার রাজত্তে কেবল তুমি ই রানী হয়ে থাকতে পারো। আর কিছুই বলার নেই আপু। নিজের মত করে অনেকটা বেশি ভালো থেকো। তোমার এই রাব্বানি ভাইয়ার পক্ষ থেকে যে কোন হেল্প অলওয়েজ থাকবেই। অনেক ভালো থাকো সেই দোয়া করি।
-----গোলাম রাব্বানী
০৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৯
প্রিয় বিবেক বলেছেন: ভাইয়া এখানে এক গাধা বলতে অনেক বেশি বুঝানো হয়েছে।
২| ০৯ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৩
মোঃ আনোয়ার হোসেন বলেছেন: সম্ভবত লেখক "এক গাদা ধন্যবাদ...." বুঝাতে চেয়েছেন।
অসংখ্য ধন্যবাদ view this link ......... অনেক হৃদয়স্পর্শী একটা লেখার জন্য।
০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১১:১৯
প্রিয় বিবেক বলেছেন: হুম, আমি এক গাদা বুঝাতে চেয়েছি
©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৩২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মনে রেখো, মৃত্যুর মাধ্যমে কেউ যদি সফল হতে পারতো, তাহলে কেউ এতো কষ্ট করে জীবনে বেঁচে থাকতো না.......
গভীর
বাহ কি সুন্দর কথা
দৃ আ: আজ একটু আগে সে আমাকে ফোন করে এক গাধা*** ধন্যবাদ আর কৃতজ্ঞতা প্রকাশ করলো
সংশোধন করে নেবেন
ধন্যবাদ