নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বিবেক

প্রিয় বিবেক › বিস্তারিত পোস্টঃ

ব্লগার দের হত্যার কারণ !!!

১০ ই আগস্ট, ২০১৫ রাত ১২:২৪

ব্লগার মানে কি?
যিনি ব্লগে লিখেন তিনি ই ব্লগার। নরমাল্লি ওখানে অনেক সফিসটিকেটেড টাইপের লেখালেখি করা হয়।

ব্লগার দের কেন খুন করা হয়?
ওখানে অনেকেই উগ্র ভাবে লেখালেখি করে থাকেন। সাধারণত যারা ধর্ম কে নিয়ে খুব বাজে ভাষায় কটাক্ষ করেন তাদের কপালে জুটে মৃত্যু। এখানে আমার কথা হচ্চে ব্লগার দের কেবলি ধর্ম নিয়ে আজে বাজে চিন্তা করতে হবে কেন?

কারা ব্লগার দের খুন করেন?
উত্তর খুব সহজ, কিছু পেশাদারী কিলার। তথাকথিত ''কাট আউট'' সিস্টেমের দোহাই দিয়ে তারা এ কাজ চালিয়ে যায়।

এ খুনের পেছনে কাদের হাত থাকতে পারে?
এখানে ২ শ্রেণীর মানুষের হাত থাকতে পারে। প্রথমত, উগ্রপন্থী ধর্ম ভীরুদের হাত আছে। কারণ তারা খুনের মধ্য দিয়ে তাদের ধর্ম প্রচার করতে চাচ্ছেন। দ্বিতীয়ত উপরের মহলের লোকজন। যখন ই তাদের বিরুদ্ধে কোন কিছু প্রকাশ হবার ভয় থাকে, তখন তারা ঐ ব্লগার কে মেরে ফেলার চেষ্টা করেন।

এগুলো সাধারণ কনসেপ্ট। এখন আমি আমার মত করে বলছি,
--- ''এফবিআই'' এর মত এত্ত বড় ইন্টেলিজেন্সি দেশে আসার পর ও অভিজিৎ হত্যার তদন্ত বন্ধ হয়ে গেছে। তার মানে এখানে কিছু একটা আছে, তাই নয় কি???
--- সরকারের উপরের মহলের কাউকে গালি দিলে মুহূর্তের মধ্যেই তাকে গ্রেপ্তার করেন। তার মানে আমাদের দেশের ইন্টেলিজেন্সিরা অনেক ভালো কাজ করছে। তাহলে যারা ব্লগে উল্টাপাল্টা লেখালেখি করলে সেখানেই তাদের থামিয়ে দেন না কেন? কিংবা অস্ত্রধারীদের খুঁজে বের করেন না কেন? তার মানে সব কিছুতে উপরের মহলের সায় আছে, তাই নয় কি???

একটা জিনিস খেয়াল করেছেন, এই যে ব্লগার দের কুপিয়ে হত্যা করার প্রথা তা অনেকটাই ''সাগর-রুনি'' হত্যার মোটিভের মত। আমি ছোট মাথায় একটা বড় কথা বলি। ঐ ''সাগর-রুনি'' র ঘটনা যারা ঘটিয়েছে এই ব্লগার দের খুন একই মানুষ ঘটাচ্ছে। একটা বের করেন সব বেরিয়ে যাবে। এখন এটা নির্ভর করবে সরকার আসলেই শাস্তি দিতে চাচ্ছে কিনা?

সবশেষে একটা কথাই বলবো,
একজন অভিজিৎ, একজন বাবু, একজন রাজিব, একজন নীলয় ইত্যাদি নামের একেকজন ব্লগার মারার মানেই এই নয় যে ব্লগার দের লেখালেখি বন্ধ হয়ে যাওয়া বরং এর মানে হচ্ছে লেখালেখি র জন্য আরও মানুষ তৈরি হওয়া। হ্যাঁ, আমি মানছি সব দোষ ঐ ব্লগার দের, কিন্তু তার মানেই তো এই নয় যে তাকে কুপিয়ে হত্যা করতে হবে। যেখানে এদেশের সন্ত্রাসী রা জনসম্মুখে ঘুরে বেড়ায় সেখানে ব্লগার রা ও বেঁচে থাকতে পারতো। ভুলে যাবেন না, সবাই ফিডার খায় না। কেউ কেউ হয়তোবা কারো জন্য ফিডার তৈরি করে দেয় যেন অন্য কেউ ফিডার খেয়ে তৃপ্তি পায় !!!

একজন ব্লগার হিসেবে আমি চাই এই খুনিদের বিচার হোক।
জয় হোক সত্যের, জয় হোক মানবতার, জয় হোক মনুষ্যত্বের।

-----গোলাম রাব্বানী

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ১:৪১

মন্দ লোক বলেছেন: ভাল বলেছেন

১০ ই আগস্ট, ২০১৫ রাত ৮:০৭

প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.