![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
''রুম ডেট'' নাটক নিয়ে অনেক সমালোচনা শুনলাম তাই নাটক টি দেখে ফেললাম। যা বুঝার বুঝে নিলাম। নাটকটির মাধ্যমে বেশ ভালো কিছু ম্যাসেজ দেওয়া হয়েছে। অনেকেই এর সমালোচনা করছেন ১৮+ বলে। কিন্তু আমি বলবো এখানে আলোচনা করার মত যথেষ্ট ব্যাপার আছে যা নিয়ে আমরা কর্ণপাত না করে সমালোচনা করতে ব্যাস্ত হয়ে পড়েছি।
একটু চিন্তা করে দেখেন, ''পর্ণ সাইট'' গুলোতে যেয়ে যখন আমরা ঘণ্টার পর ঘণ্টা ''পোকো পোকো'' দেখি তখন আমাদের মনুষ্যত্বে কোন আঘাত লাগে না, কিন্তু যখন কেউ কোন ভালো ম্যাসেজ দেওয়ার চেষ্টা করে তখন ই আমাদের দেশপ্রেম, মনুষ্যত্ব, ভালোবাসা জেগে উঠে এবং তার বিপরীত মেরুতে অবস্থান নিয়ে তাকে গালাগালি করি।
আমাদের সমাজের অবস্থা এমন হয়েছ যে, চুরি করা জায়েজ আছে কিন্তু চোর কে চোর বলা জায়েজ নেই। একটা কথা বলি, যারা আজ এমন সমালোচনা করছে তারাই একদিন আলোচনা করার জন্য উঠে পড়ে লাগবে। কারণ জানেন ই তো, সবার মাথায় ঠিক সময়ে ঠিক ভাবে কাজ করে না। আজেবাজে জিনিস নিয়ে আমরা চিল্লাচিল্লি করতে পারি কিন্তু কাজের বেলায় পারি না। সেখানেই আমাদের ভয়েস রেইজ করা উচিত যেখানে চ্যালেঞ্জ আছে।
কে কি বলল আমি সেটা নিয়ে ভাবি না। আমার কথা হচ্ছে, ভালো কে ভালো বলতেই হবে। হয়তোবা কম ভালো আর নয়তো বেশি ভালো , কিন্তু ভালো তো ! ''রুম ডেট'' নাটকের পরিচালক সহ সকল সদস্য কে অভিনন্দন এতো ভালো একটা নাটক করার জন্য। সত্যি ই খুব ভালো লাগছে বাংলাদেশের মত দেশে আপনারা এতো বড় চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছেন সেজন্য। আগামীর বাংলাদেশ টা আপনাদের কেই খুজছে, যেখানে আমরা সবাই মিলে রচনা করবো লাল সবুজের পতাকার বাংলাদেশ।
-----গোলাম রাব্বানী
১১ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৫৬
প্রিয় বিবেক বলেছেন: তাহলে আগে দেখে নিন
©somewhere in net ltd.
১|
১১ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০৪
সুমন কর বলেছেন: দেখি নাই, তাই কিছু বলতে পারলাম না !!