![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুলিশ এর প্রতি আমাদের এক ধরনের এলারজি আছে। পুলিশ চোর, পুলিশ ডাকাত, পুলিশ ঘুষখোর, পুলিশের নৈতিকতা বলতে কিছু নেই, পুলিশ বজ্জাত এবং বাংলাদেশ থেকে পুলিশ উঠিয়ে দেওয়া উচিত ইত্যাদি ইত্যাদি।
এই কথাগুলো কেবল আমার বা আপনার না, আমাদের সকলের।
আচ্ছা একটা কথা বলুন তো, পুলিশ আপনার সাথে কি কখনও খারাপ ব্যাবহার করেছে কিংবা আপনার থেকে ঘুষ খেয়েছে? শতকরা ৭০ ভাগ লোকের উত্তর হবে না। ওকে ফাইন, তাহলে আপনাদের সাথে কোন মিসবিহেভ না করা সত্তেও পুলিশ কে খারাপ বলছেন কেন? তখন হয়তোবা উত্তর দিবেন আমার সাথে না করেছে তো কি হয়েছে, আমার ফ্রেন্ড দের সাথে তো করেছে, কিংবা অন্য কারো সাথে তো করেছে।
আরে ভাই বাদ দেন অন্য কারো কথা। ''চিলে কান নিয়ে যাওয়ার'' গল্প টা শুনেছেন তো ! অন্য কারো কথা শুনে এতো এগ্রেসিভ হওয়ার দরকার টা কি? সে যে মিত্থা বলছে না তার প্রমাণ কি? আচ্ছা একটা কথা বলুন তো, আপনি কখনও কোন প্রবলেম এর সময় পুলিশের সাহায্য চেয়েছেন? একবার চেয়েই দেখুন না, তখন বুঝবেন পুলিশের মত কোন মানুষ হয় না। আর তারপর যদি সে আপনার সাথে মিসবিহেভ করে, তারপরে না হয় তাকে গালি দিবেন। কিন্তু প্লিজ তার আগে নয় যেন !!!
বিশ্বাস করুন, নীল রঙের পুলিশের ইউনিফর্ম এর নীচে তাদের একটা কোমল মন আছে। যা দিয়ে তারা মানুষ কে ভালোবাসে, পরিবার কে ভালোবাসে, দেশ মা কে ভালোবাসে। কেবলমাত্র নিঃশর্তে এভাবে ভালোবেসে যাবার জন্য চাকরিতে জয়েন করার সময় প্যারেড গ্রাউন্ড এ পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে শপথ করেছিলেন। আর সেই শপথের উপর ভিত্তি করেই তাঁর পদচারনা।
হ্যাঁ, মানছি পুলিশের মাঝে ও অনেক খারাপ লোক আছে। ভাই আপাতত সেটা বাদ দেই। ভালো খারাপ তো সব জায়গাতেই আছে। আমার আপনার ভিতর ও তো আছে আর সেজন্যই আমরা পুলিশের ভালো দিক না দেখে কেবল খারাপ দিক টা দেখি। মনে রাখবেন, কারো প্রশংসা করলে সে আরও অনুপ্রাণিত হয় এবং তা সৃষ্ট হয়। কিন্তু সমালোচনা করলে তা থেকে মানুষ চোখ ফিরিয়ে নেয়।
---এখন থেকে কোন সন্তান যেন লজ্জা না পায় যে তার বাবা পুলিশ।
---এখন থেকে কোন বোন যেন লজ্জা না পায় যে তার ভাই পুলিশ।
---এখন থেকে কোন মা যেন লজ্জা না পায় যে তাঁর ছেলে পুলিশ।
যদি তারপরেও লজ্জা পায় তাহলে হেরে যাবে মনুষ্যত্ব, হেরে যাবে স্বাধীনতা, হেরে যাবে পুলিশ আর হেরে যাবে লাল সবজের মানচিত্রের সোনার টুকরো এক বাংলাদেশ।
নজরুল বলেছিলেন,
'আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে,
তোমার ছেলে উঠলে মাগ রাত পোহাবে তবে।''
অনেক তো পুলিশের সমালোচনা করে কাটালাম। এখন কি সমালোচনা টা একটু বন্ধ করা যায় না প্লিজ! আসুন দৃষ্টিভঙ্গির পরিবর্তন টা এখান থেকেই শুরু করি। ভুলে ভরা বাংলাদেশ কে এক অনন্য পূর্ণতায় ভরিয়ে দিয়ে খুব গর্বে বলে উঠি এটাই আমার বাংলাদেশ, এরাই আমাদের পুলিশ বাহিনী যারা আমাদের জন্য তাদের সব ত্যাগ করতে রাজী থাকেন যেন প্রতিটি গভধারিনী মা স্বপ্ন দেখেন তাঁর সন্তান বড় হয়ে অনেক বড় পুলিশ অফিসার হবে।
-----গোলাম রাব্বানী
১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১২:২০
প্রিয় বিবেক বলেছেন: আমি শুধুই ইতিবাচক আঙ্গিকে কথা বলার চেষ্টা করছি।
২| ১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৫৬
গরু গুরু বলেছেন: না জেনে তেল মারা বন্ধ ককরেন। অদের নীল জামার নিছে অদের নুনুটা ছাড়া আর কিছুই নাই।ওরা মানুষ না মানুষ রুপি কীট, পায়খানার কীট।
১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১২:২১
প্রিয় বিবেক বলেছেন: আমি শুধুই ইতিবাচক আঙ্গিকে কথা বলার চেষ্টা করছি।
৩| ১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৪৩
প্রামানিক বলেছেন: পুলিশের বিরুদ্ধে কথা কমু না।
১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১২:২১
প্রিয় বিবেক বলেছেন: আমি শুধুই ইতিবাচক আঙ্গিকে কথা বলার চেষ্টা করছি।
৪| ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ২:৩১
গরু গুরু বলেছেন: ইতি বাচক বললেই হল?
৫| ১৬ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৮
মাঘের নীল আকাশ বলেছেন: লেখক কি কখনো পুলিশের শরণাপন্ন হয়েছিলেন (কোন উচ্চপর্যায়ের রেফারেন্স ছাড়া!)?
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৫৩
গরু গুরু বলেছেন: আচ্ছা একটা কথা বলুন তো, পুলিশ আপনার সাথে কি কখনও খারাপ ব্যাবহার করেছে কিংবা আপনার থেকে ঘুষ খেয়েছে?
অবশ্যই খারাপ ব্যবহার করেছে। আমার সাথে করেছে। ওমানুষ গুলোর মখের ভাষা খুবই খারাপ। জিবনের প্রথমবার পাসপোর্ট তৈরী করতে গিয়ে যে অবস্তা হয়েছিল,,,,
প্রত্যকটা ধাপে ধাপে কুকুরের বাচ্ছাদেরকে টাকা দিতে হয়েছে।
শুধু আমি কেনো? দেশে বিদেশে এমন কেউ পাবেন না যিনি ঘোষ না দিয়ে ওই অমানুষদের দিয়ে একটা কাজ করাতে পেরেছেন।