নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বিবেক

প্রিয় বিবেক › বিস্তারিত পোস্টঃ

সমীকরণের উরধে সকল ভালোবাসা !!!

১৭ ই আগস্ট, ২০১৫ রাত ৯:১৮

আমাদের জীবনে প্রথম প্রেম টি থাকে অবাক করা রহস্যের মাতাল চন্দ্রবিন্দু র মত। এখানে ভালোবাসা ঘৃণা যাই থাকুক না কেন দিন শেষে সবাই সুখী থাকে।
---সুখী থাকার জন্য সুখী,
---রিলেশন চালিয়ে যাবার জন্য সুখী,
---স্বপ্ন গুলো কে আঁকড়ে ধরার জন্য সুখী,
---আমাবশ্যার রাতে চন্দ্রলোকের অদ্ভুত হামাগড়ি দেখার স্বপ্ন,
---বৃষ্টিতে একসাথে রিক্সায় হুট উঠিয়ে হাতে হাত রেখে চোখে চোখ রেখে স্বপ্ন দেখার আকুল আর্তি।

হঠাৎ কোন একদিন সকল সমীকরণ পাল্টে যায়। পাল্টে যায় পূর্বের সকল লেন দেন। চুকিয়ে দেওয়া হয় সকল হিসেব। স্বপ্ন প্রজা রা মরণ দেবতা কে ছুঁয়ে দেখার কথা ভাবে। অন্য কোন টানে তা ও হয় না। বেশ কিছু দিন অস্থিরতার মাঝে কেটে যায়।

কয়েক মাস পরে সব আবার ঠিক হয়ে যায়। নতুন কারো হাত ধরবে তখন ই স্মৃতিতে চলে আসে অতীত সমীকরণ। মুহূর্তেই অতীতের মূর্ছনায় মূর্ছনা মাধুর্যে নিজেকে সঁপে দেয়। পথিক হয়তো নতুন কাউকে খুঁজে নিবে, হয়তোবা নিবে না। কিন্তু প্রতিটি ঘুমের স্বপ্নের মাঝে স্বপ্নের আগন্তুক হয়ে ঐ একটি মানুষ ই হানা দেয়। ঘুম থেকে উঠে স্বপ্নের কথা ভাবে আর চোখ কচলিয়ে মৃদু হাঁসে আর এক ধরনের সুখ অনুভব করে। আর এই সুখ ই হয়তো পথিকের সকল বিসর্জনের মাঝে অনেক বড় অর্জন।

-----গোলাম রাব্বানী

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.