![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইপিক ১ঃ
আম্মুঃ বাবা কোন মেয়ের সাথে কিন্তু কথা বলো না।
ছেলেঃ আম্মু ঠিক আছে কিন্তু কারণ টা বলবা?
আম্মুঃ ভালো ছেলেরা মেয়েদের সাথে কথা বলে না।
ছেলেঃ তাইলে আম্মু জীবনে আর মেয়েদের কথা ই ভাববো না।
কিন্তু, সব প্রমিস ভুলে আমরা ঠিক ই আমাদের গার্লফ্রেন্ড কে নিয়ে দিব্বি উড়াল দেই।
ইপিক২ঃ
আব্বুঃ এই নাও ২,০০০ টাকা, তোমার স্যার কে দিয়ো।
ছেলেঃ ওকে আব্বু, আমাকে পকেট খরচ দিবা না?
আব্বুঃ এই নাও আরও ৫০০ টাকা। আজ ই কিন্তু টাকা টা দিয়ে দিবা।
ছেলেঃ ওকে আব্বু আজ ই দিয়ে দিবো, তুমি চিন্তা করো না।
কিন্তু সব প্রমিস ভুলে স্যার এর টাকা আর নিজের টাকা ২ টাই নিজের মনে করে ফ্রেন্ডদের নিয়ে উড়িয়ে দেই।
ইপিক ৩ঃ
ছেলেঃ আম্মু আমার ফ্রেন্ড বলতেছে ব্লাড দেওয়ার জন্য, আমি কি দিবো?
আম্মুঃ কোন ফ্রেন্ড বলছে? ওকে মানা করে দিস। ভুলেও ব্লাড দিবি না। তুই এমনি ই শুকনা তারপরে ব্লাড দিলে আমার ছেলে টাকে খুজেই পাওয়া যাবে না। তুই আমার সাথে এখন ই প্রমিস কর জীবনে ও আর কাউকে ব্লাড দিবি না?
ছেলেঃ আম্মু প্রমিস।
আম্মুঃ কথা টা মনে থাকে যেন !!!
সব প্রমিস ই ভেঙ্গে ফেলা যায়, কিন্তু যেখানে মানুষ কে হেল্প করা যায় সেখানে আম্মু/আব্বুর প্রমিসের অজুহাত দিয়ে ব্লাড দেওয়া বন্ধ করে দেন, এটা কি ঠিক ???
আমি জানি, বাবা/মা যা বলে তা কল্যাণের জন্য ই বলে। সেগুলর দিকে খেয়াল রাখা উচিত। কিন্তু সব ক্ষেত্রে আপনি আপনার আব্বু/আম্মুর প্রমিস ভাঙ্গেন সেটাতে প্রবলেম হয় না। কিন্তু কেবল ব্লাড দেওয়ার ক্ষেত্রেই আপনার প্রমিসের কথা মনে হয়?
ব্লাড না দিতে পারলে ডিরেক্ট মানা করে দিবেন কিন্তু লেম এক্সকিউজ দিবেন না প্লিজ!
আসুন সবাই একবাক্যে বলে উঠি ''রক্ত দিন জীবন বাঁচান''।
-----গোলাম রাব্বানী
১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫৯
প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ
২| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫৭
আর জে নিশা বলেছেন: রক্ত দিন জীবন বাাঁচান তবে সন্ধানী / কোয়ান্টাম / রেডক্রস ইত্যাদি তারা তো রক্ত বিক্রি করে টয়োটা প্রাডো টয়োটা ফরচুনার দৌড়োচ্ছে আফসোস !!!
৩| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫৯
প্রিয় বিবেক বলেছেন: আফসোস !!! কিন্তু সবাইকে একভাবে নেয়া উচিত না ভাইয়া।
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৪৪
প্রামানিক বলেছেন: দারুণ ধন্যবাদ