![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন এক গোধূলিলগ্নে বৃষ্টির সময় ভালোবাসার মানুষ কে নিয়ে খোলা আকাশের নীচে ছাদে চলে যাওয়া, একসাথে মন ভরে বৃষ্টিতে ভিজা, রোমাঞ্চকর সকল মুহূর্তের আপেক্ষিক অনুভূতির কোমল প্রকাশ, তারপর বৃষ্টি থেমে যাওয়ার আগ মুহূর্তে বৃষ্টির ছোট ছোট ফোঁটা টুপটাপ করে প্রিয় মানুষের চোখের চাহনির উপর পড়া আর সে মায়াবী চোখের দৃষ্টি অপলোকিত হওয়ার মাঝে এক ধরনের শিহরণ অনুভব করা, তারপর প্রিয় মানুষের হাত এর উপর হাত রেখে এক দৃষ্টিতে চোখে চোখ রেখে তাকে শরীরের সকল শক্তি খরচ করে তাকে জড়িয়ে ধরা। বৃষ্টি থামার আগ পর্যন্ত সে ভাবেই আজ না হয় চলুক !!! মেঘ দেবতা আজ না হয় লজ্জাতে মুখ লুকিয়ে থাকুক !!! আজ না হয় প্রেম সারথিরা তাদের সকল ভালোবাসা উজাড় করে দেক আর তখন ই বলে উঠুক ''আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি''।
-----গোলাম রাব্বানী
©somewhere in net ltd.