নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বিবেক

প্রিয় বিবেক › বিস্তারিত পোস্টঃ

আমি সুন্দরের পূজারি।

২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১০:২৫

আমি সুন্দরের পূজারি।

আমার কাছে সুন্দর মানে মেঘ, সুন্দর মানে বৃষ্টি, সুন্দর মানে প্রখর রোদ, সুন্দর মানে গ্রিস্মের রোদেলা দুপুরে পুকুরের শান্ত পানিতে অভিমানী সাঁতার কাটা, আর ডুবিয়ে ডুবিয়ে মাছ ধরা, সুন্দর মানে গোধূলি বিকেল দেখা।

আমার কাছে সুন্দর বলতে কালবৈশাখী ঝড়, সুন্দর বলতে শীল ঝরানো বৃষ্টিতে আম কুড়ানো, আর বিকেলের স্নিগ্ধ কোমল বাতাসে ঘুড়ি উড়ানো, সুন্দর বলতে ছোটবেলার সেই স্কুল পালানো, আর সেই তাগিদে মায়ের মিষ্টি বকুনি, আর নীরব কান্নার অশ্রু বিসর্জন।

আমার কাছে সুন্দরের অর্থ হচ্ছে শীতের কুয়াশা, শীতের বেদনা, আমার কাছে সুন্দরের অর্থ হচ্ছে ছোটবেলার সেই কানামাছি খেলা, গাছের আম/কাঁঠাল চুরি করা, সুন্দরের অর্থ হচ্ছে বোনের ব্যাগ থেকে টাকা চুরি করে ছোট ভাইয়ের উপর দোষ চাপানো।

আমার কাছে সুন্দর মানে হচ্ছে সৌন্দর্য। আর সৌন্দর্য বলতে বুঝি মেধাবী দৃষ্টিকোণ থেকে জীবন কে দেখা এবং উপভোগ করা। এর মানে ই কিন্তু নয় যে খুব মেধাবী হতে হবে কিংবা চেহারা সুন্দর কোন মানুষ। আমি গ্রামে বড় হয়েছি, আর ঐটি ই আমার শিখর আর যেন স্মৃতি।

তাই আমি অনেক বেশি সুন্দরের পূজারি এবং তাই লালন করি সৌন্দর্য কে !!!
-----(গোলাম রাব্বানী)

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.