নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বিবেক

প্রিয় বিবেক › বিস্তারিত পোস্টঃ

প্রেমের শুরু এবং শেষ কিভাবে হয়?

২৬ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৯

প্রেমের প্রথম দিকে,
প্রেমিকঃ জান লাভ ইউ
প্রেমিকাঃ জানু লাভ ইউ টু, একটা পাপ্পি দাও।
প্রেমিকঃ উম্মাহ, তুমি ও দাও
প্রেমিকাঃ টুম্মাহহহ......!!!
মোরালঃ ভালোবাসা উতলাইয়া পড়ে।

প্রেমের মাঝের দিকে,
প্রেমিকঃ জান, তোমার কথা অনেক মনে পড়তাছে, ফোন ধরতে এত্ত দেরি কেন?
প্রেমিকাঃ এমনি ভাললাগতাছিল না, কেন ফোন দিস বল?
প্রেমিকঃ এগুলো কোন ধরনের কথা?
প্রেমিকাঃ এগুলোই কথা, যখন অন্য মেয়ের সাথে কথা বল তখন তো আমার কথা মনে পড়ে না, আর এখন ভালোবাসা উতলাইয়া পড়ে, না?
প্রেমিকঃ একটা পাপ্পি দাও না প্লিজ?
প্রেমিকাঃ ফোন রাখো ভাললাগতাছে না।
মোরালঃ সন্দেহ শুরু।

প্রেমের শেষের দিকে,
প্রেমিকঃ সমস্যা কি তোমার, কত্তগুল ফোন দিসি, চোখে কি পড়ে না?
প্রেমিকাঃ ঐ ব্যাটা তোর সমস্যা কি? আমি ফোন কেন ধরি না সেটা কি তোকে বলতে হবে নাকি?
প্রেমিকঃ তুমি ল্যাংগুয়েজ খারাপ করতাছ কেন? আমি তো এমনি আস্ক করছিলাম।
প্রেমিকাঃ এখন থেকে জীবনেও আর আমারে ফোন করবি না, মনে থাকে যেন?
প্রেমিকঃ বুঝছি তোমার মন খারাপ, এখন একটা পাপ্পি দাও না প্লিজ?
প্রেমিকাঃ ফোন রাখ শয়তান, নাইলে লাত্থি খাবি কইলাম !!!
মোরালঃ গেঞ্জাম শুরু, ব্রেকআপ, মানে ছেঁকা খাইছে, হাহাহাহা !!!

-----গোলাম রাব্বানী

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৪৬

চলন বিল বলেছেন: এমনই হইছে

২৬ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৪৬

প্রিয় বিবেক বলেছেন: হুম সেটাই ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.