![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক শিক্ষক তাঁর ২ জন স্টুডেন্ট কে ডেকে ২ জন এর হাতে ১০ টাকা করে দিলেন এবং এই টাকা দিয়ে তারা কি করবে জানতে চাইলেন।
১ম জনঃ স্যার ১ টা মুরগীর ডিম কিনে সিদ্ধ করে খাবো।
২য় জনঃ স্যার ১ টা কলম কিনে তা দিয়ে দেশের জন্য আইন প্রনয়ন করবো।
দেখেছেন, ১০ টাকা দিয়ে একজন ভোগের চিন্তা করে তো অন্যজন দেশের কথা ভাবে। সব কিছুই নির্ভর করে চিন্তা শক্তির উপর।
আচ্ছা বলুনতো আমাদের দেশ এতো অপরিচ্ছন্ন কেন?
উত্তর অনেক সহজ, কারণ আমাদের দেশের মানুষগুলো কখনোই চায় না তার দেশ পরিচ্ছন্ন থাকুক তাই দেশ আবর্জনায় ভরা।
আমরা কেবল ভাবি দেশ পরিচালনা করে সরকার, তাই এ সব ই সরকারের দায়িত্ব।
আসলে এ কথা মূর্খ দের মুখে মানায় জ্ঞানীদের মুখে মানায় না। ক্ষমতায় যে দল ই থাকুক সরকারের পাশাপাশি জনগন কাজ না করলে দেশ পরিবর্তিত হবে না।
আপনি কথায় কথায় বাংলাদেশ কে উন্নত বিশ্বের সাথে তুলনা করেন কিন্তু নিজেই ভুলে যান উন্নয়নশীল দেশ আর উন্নত দেশ এর সংজ্ঞা। শুনেন ভাই, বিপ্লব শব্দ টাও অনেক বেশি বিপ্লবী। বিপ্লব করার জন্য আগে আপনাকে বিপ্লবী হতে হবে। এতো সহজেই সব কিছু সম্ভব না। একটি দেশ পরিপূর্ণ ভাবে গড়ে তোলা এক ধরনের বিপ্লবের অংশ।
আপনি যখন নিজেকে সাধারণ মানুষ বলে সমস্যাকে এড়িয়ে চলছেন ঠিক সে সময় আপনার থেকে নিচু স্তরের কেউ আপনার মত সাধারণ মানুষ কে অনেকটা বেশি অসাধারণ মনে করে স্বপ্ন বুনতে শুরু করে কিভাবে সমস্যার সমাধান করবে এই ভেবে। আসলে সাধারণ শব্দ টাই অসাধারণ। তাহলে কেন এ এড়িয়ে চলা???
অনেকেই বলেন বাংলাদেশ পরিচ্ছন্ন রাখার জন্য সপ্তাহে নিজ উদ্যোগে ২ ঘণ্টা কষ্ট করলেই তা সম্ভব। আমি বলবো এটা স্রেফ মাতলামি কথা। আপনি যদি আপনার দেশ কে পরিচ্ছন্ন রাখতে চান তাহলে সপ্তাহে ২ ঘণ্টা তো দূরের কথা, ১ মিনিট ও খরচ করার দরকার নেই। জাস্ট ১ টা পদ্ধতি অবলম্বন করুন তাহলেই সব সম্ভব।
জাস্ট এখন যে কোন ধরনের নিজের ব্যাবহ্রত ময়লা ''কলার ছোকলা, বাদামের খোসা, চিপস এর প্যাকেট ইত্যাদি'' কষ্ট করে নিয়ে ডাস্টবিনে ফেলুন আর ডাস্টবিন না থাকলে রাস্তায় না ফেলে কষ্ট করে এক পাশে স্তুপ আকারে রাখেন। এভাবে আপনার টা দেখে অনেকে অনুপ্রাণিত হবে। আপনি আপনার টা করুন, সে তার টা করবে, আমি আমার টা করবে এভাবেই হয়ে যাবে। অন্য কারো দিকে তাকাতে যাবেন না, জাস্ট নিজের টা নিয়ে ভাবুন। আপনি, আমি, সে মিলে যখন আমরা হব তখন যে কোন কিছুই সম্ভব। তাই চলুন বদলে দেই বাংলাদেশ কে আর বদলে ফেলি নিজেদের কে।
''কথা দিলাম,বাংলাদেশ কে আমরাই বদলে দিবো ইনশাল্লাহ।''
-----গোলাম রাব্বানী
২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৬
প্রিয় বিবেক বলেছেন: হয়তোবা, আবার হয়তোবা না।
২| ২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:২৪
সাগর আর্ট বলেছেন: তাই, চলুন বদলে দেই বাংলাদেশ কে আর বদলে ফেলি নিজেদের কে।
২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৬
প্রিয় বিবেক বলেছেন: জী ভাইয়া, তাই, চলুন বদলে দেই বাংলাদেশ কে আর বদলে ফেলি নিজেদের কে।
৩| ২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৪৪
মো কবির বলেছেন: এই দেশে ভাই জ্ঞানী কই পাইলেন ??? যারা এই দেশের শিক্ষাবিদ তারা বেশির ভাগই হল ধর্ষনকারী, এই দেশের রাজনীতিবিদেরা হল চোর, আপনি কি তাদের জ্ঞানী বলতে চাচ্ছেন ??
এরা আজকে ক্লাস ৯ এর ছেলেদেরকে শেখায় কিভাবে মেয়েরদের শারীরিক সমস্যা হয় । এরাই আবার ওদের হাতে তুলে দিয়েছে মোবাইল, ফেসবুক, আর প্রনোগ্রাফি । তাই আজকের ছেলে মেয়েরা যতটা পড়া নিয়ে সময় দেয়, তার চেয়ে বেশি সময় দেয় একটা মেয়েকে কিভাবে পটাতে হবে, একটা মেয়েকে কিভাবে ভোগ করতে হবে এই সব নিয়ে চিন্তা করতে করতে। আমি গত ঈদে গ্রামে গিয়ে অবাক গ্রামের ছেলে মেয়েরাও আজকে এই সবে জড়িয়ে গেছে।
তবে এটা ঠিক আমাদেরকে এই খারাপ পথ থেকে ফিরে আসতে হবে। কিন্তু প্রশ্ন হল কে আমাদের গাইড করবে ???
আজকে সমাজের ছেলে মেয়েদের কোন আদর্শ নেই সাহরুখ-সালমান-প্রিয়ংকা আর দেব দেবি এর মতো স্টাররা ছাড়া। তবে বুঝেন সমস্যা কত গভীর। তাই অন্তত আজকে আমাদের উচিৎ যারা আজকে আমরা এই গুলো বুঝতে পারতেছি সমস্যা কত গভীর, আমাদের উচিৎ ছোট ছোট ছেলে মেয়েদেরকে ভাল কিছু করার এবং ভাল ছেলে-মেয়েদের সাথে মিশে ভাল বিষয়ে চিন্তা ভাবনা করা। আর খারাপ বিষয় গুলো এড়িয়ে চলা। তারপর সব অর্জিত হতে থাকবে।
২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৮
প্রিয় বিবেক বলেছেন: ঠিক বলছেন ভাই, আমাদের ই কিছু করতে হবে, তাই, চলুন বদলে দেই বাংলাদেশ কে আর বদলে ফেলি নিজেদের কে।
©somewhere in net ltd.
১|
২৭ শে আগস্ট, ২০১৫ ভোর ৫:৪৫
চাঁদগাজী বলেছেন:
" ২য় জনঃ স্যার ১ টা কলম কিনে তা দিয়ে দেশের জন্য আইন প্রনয়ন করবো। "
-এই ছাত্র এখন বিএনপি, জামাত, বা আও্য়ামী লীগে আছে।