![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুমাইয়া শিমু এত্ত সুন্দরী হওয়া সত্তেও কেন কালো একটা মানুষ কে বিয়ে করলো? এই নিয়ে নতুন দম্পতি যত টা না বেশি চিন্তিতি তার চেয়ে বেশি চিন্তিত আমরা ফেসবুকিস্ট পিপল রা। কারণ হচ্ছে, এটা তথাকথিত কিছু বাঙালীদের একটা মুদ্রাদোষ।
ঠিক যে সময়ে আপনারা সুমাইয়া শিমু র পক্ষ নিয়ে তার কালো স্বামী কে কটাক্ষ করছেন ঠিক সে সময় ঐ কালো স্বামীর পক্ষের লোকগুলো ও তো ভেজায় খুশি এতো সুন্দরী বউ ঘরে তুলতে পেরেছ বলে। তাহলে আমি/আপনি কেনই বা ''কাবাব মে হাড্ডি'' হতে যাবো, বলুন? তারা একজন আরেকজন কে নিয়ে অনেক সুখী, এর চেয়ে সুখকর ব্যাপার আর কি ই বা হতে পারে?
খুব দুঃখ করে বলতেই হয়, ''নেলসন ম্যান্ডেলা বর্ণবাদ প্রথা বিলুপ্ত করতে জীবন পার করে দিলেও বাঙালীদের মানসিকতার কোন পরিবর্তন হল না''। কালো হয়ে জন্মানো কি পাপ? সে কি পৃথিবীর তথাকথিত সৌন্দর্যের স্বাদ নিতে পারবে না? যদি পাপ হয়ে থাকে তবে এ পাপী ঐ লোকটা নয় বরং সৃষ্টিকর্তা যিনি মানুষ কে সাদা/কালো বানিয়েছেন।
''আমি কালো, আপনি ফর্শা, সে শ্যামলা, ও ধবল'', এই আমি, আপনি, সে, ও মিলেই তো সৃষ্টি ''আমরা'' শব্দটির। অনেক শক্তিশালি এ ''আমরা'' শব্দ টির। যখন কেউ কোন সমস্যাতে জড়িয়ে পড়ে তখন পরিচয় মেলে ''প্রকৃত আমাদের''। জাত, বর্ণ, ধর্ম কোন ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আমরা মানুষ, এবং সবচেয়ে বড় ধর্মের নাম হচ্ছে মানবতা।
আর তারপরেও যদি আপনারা বলেন ''সুমাইয়া শিমু ঐ কালো ছেলে টাকে বিয়ে না করলেই পারতো'', তাহলে আমি বলবো ধিক্কার জানাই আপনাদের ভিতর লুকিয়ে থাকা পাষণ্ড মানবতাকে আর ধিক্কার জানাই আপনাদের লেলুপ দৃষ্টি কে !!!
এন্ড অফ দ্যা ডে, আপনাদের সকলের কাছে একটাই প্রশ্ন,
''ঐ কালো মানুষটি যদি আপনার মায়ের পেটের কালো ভাই টি হতো, তাহলে আপনি কি পারতেন তাকে এভাবে কালো বলে ধিক্কার দিতে''???
-----গোলাম রাব্বানী
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২২
প্রিয় বিবেক বলেছেন: সেটাই .।
২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৫
শাহরিয়ার কবীর বলেছেন:
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৩
প্রিয় বিবেক বলেছেন: হু
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৩
আজিজার বলেছেন: ''ঐ কালো মানুষটি যদি আপনার মায়ের পেটের কালো ভাই টি হতো, তাহলে আপনি কি পারতেন তাকে এভাবে কালো বলে ধিক্কার দিতে''???