নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বিবেক

প্রিয় বিবেক › বিস্তারিত পোস্টঃ

আমার নাকি বিয়া ???

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৬

বিয়ের অভিজ্ঞতাঃ

ইপিক ১ঃ
প্রশ্নঃ রাব্বানী ভাই আপনি কি আসলেই বিয়া করছেন?
উত্তরঃ কোন সন্দেহ আছে নাকি? আমার রোম্যান্টিক ফেইস দেইখা কি মনে হয়? তাছাড়া এখন বউ আমারে জানু বলে আর আমি ও বউ রে জানু বলে ডাকি, তাছাড়া বিয়ের রাতেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি, ব্যাপার টাই অন্যরকম। তাছাড়া আমি বিয়া না করলে পিপি তে আমার দুলার মত ছবি আইল কথা থেকে? পুরাই পিনিকে আছি ভাই। ''ফিলিং ওয়াও''।

ইপিক ২ঃ
ভোর ৫ টার দিকে এক ভদ্রলোক ফোন দিয়া কইল ঘুম থেকে উঠার জন্য। উনারে কইলাম ভাই বিয়া করছি আজ আর ডিস্টার্ব কইরেন না। এটা শুনে উনি আবারো গেঁজানো শুরু করলো, মাথা গরম হইয়া গেলো, মারলাম ঝাড়ি। রাগ কইরা অভিমানীর সুরে কইল, ভাই আপনার বিয়ের খবর শুনে আমি সত্যি ই অনেক খুশি হইছি তাই আপনারে ফোন করলাম, আর আপনি ঝাড়ি মারলেন? আবার মজা শুরু কইরা কইল তাছাড়া আপনার বউ মানেই তো আমার ভাবি? আমি কইলাম হুম, আপনার বউ মানে আমার বউ, কিন্তু আমার বউ মানে আপনার ভাবি, কি কন? এই ঠ্যালায় বেচারা মাইন্ড কইরা ফোন রাইখা দিছে। ''ফিলিং ওয়াও''।

ইপিক ৩ঃ
এক ফ্রেন্ড আমারে জিগাইতাছে তোর কাছে মাইয়া বিয়া দিছে কেডা? আমি কইলাম মাইয়ার বাপ বিয়া দিসে। ও কইল, আই মিন তোর কি দেইখা বিয়া দিছে? আমি কইলাম আমার চাঁদমুখ দেইখা দিছে তাছাড়া বাপের চাকরি। ও কইল বউরে কি খাওয়াবি? আমি কইলাম বউরে ভাত খাওয়ামু। ও কইল টাকা পাবি কই? আমি কইলাম আব্বুর পকেট থাকতে আমার চিন্তা নাই। এর পরে আর কিছু জিগায় নাই। মনে হয় খুশি হইয়া গেছে উত্তর শুনে। ''ফিলিং ওয়াও''।

ইপিক ৪ঃ
আমার বিয়া নিয়া কত্ত মানুষ যে কি সিরিয়াস হইছে শুনে আমার হাঁসতে হাঁসতে পেট ব্যাথা হইয়া গেছে। তাদের মধ্যে বড় ২ ভাই অন্যতম। রূপক ভাই, সারোয়ার ভাই কাল রাতে আপনার সাথে যে সব চিটিং করছে তা সব ই আমার প্লেন। আমার কাছে সব স্ক্রিন শট আছে, লাগলে বইলেন, সারোয়ার ভাই এর মুখোশ খুলে দিমু। ''ফিলিং ওয়াও''।

ইপিক ৫ঃ
এতক্ষণ পর্যন্ত যার সাথে কথা হইতাছিল তার সাথেই মজা লইতেছিলাম, ভালোই লাগতাছে। কিন্তু মজার পরিমাণ এতটাই বেশি হইয়া গেছে যে বিয়ার খবর আমার ''আব্বু/আম্মুর'' কানে ও চলে গেছে। হ্যাঁ, আমার ফ্রেন্ডলিস্টের ১ টা বলদ আব্বু/আম্মুর কাছে ভালো সাজার জন্য কইছে কিন্তু আব্বু/আম্মু জানে আমি কেমন? যদিও আব্বু/আম্মু হাই লেভেল এর কিছু ঝাড়ি মারছে আমারে, ব্যাপার না, মজা করছি। ''ফিলিং ওয়াও''।

ফিনিশিংঃ না ভাই আসলেই বিয়া করি নাই। মিয়া বাঙালী বিয়া কইরা কি রাত ৩ টা পর্যন্ত ফেবু তে বসে থাকে নাকি? যদি হয় তাইলে তো বউ আরেকজনের লগে পালাইব। টেনশন নিয়েন না একদিন কিন্তু ঠিক ই না জানাইয়া কইরা লামু !!! এই বিয়া নিয়া এত্ত এত্ত মজার কাহিনী হইছে যে বড় একটা বই লিখতে পারবো। আমি কি লিখবো, হাঁসতে হাঁসতে আমার পেট ব্যাথা হইয়া গেছে আর হাঁসতে পারতাছি না ভাই। ''ফিলিং ওয়াও''।

-----গোলাম রাব্বানী

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১২

HARUNUR-RASHID বলেছেন: ফীলিং ওয়াও!

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৯

প্রিয় বিবেক বলেছেন: ফীলিং ওয়াও!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.