![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমিঃ সুন্দরী, তুমি কি আমার নিশীথের কান্না হবে?
সুন্দরিঃ এই তুমি দিবালোকের কান্না না হয়ে আমাকে তোমার নিশীথের কান্না হতে বলছ কেন?
আমিঃ কারণ, যখন তুমি অন্য ছেলেকে বিয়ে করবে, তখন তোমাদের ফুলশয্যা হবে এই নিশীথে, তোমাকে অবলোকন করবে এই নিশীথে, তোমার প্রকৃত আভা দেখবে এই নিশীথে, তোমাকে স্পর্শ করবে এই নিশীথে, তোমাকে জড়িয়ে ধরবে এই নিশীথে, শীৎকারেরর শিহরণে শিহরিত হয়ে গগণ ভারি হয়ে উঠবে এই নিশীথে, মুহূর্তের ঝঙ্কারে মমতাময়ী আর্তনাদের একজন আরেকজনের প্রিয় হয়ে উঠবে এই নিশীথে, কিংবা
মাতাল চন্দ্রবিন্দুর অবাক করা খেলা শুরু হবে এই নিশীথে।
নোনতা আঁশটে স্বাদ দেবা/নেবার পর তুমি ভুলে যাবে আমাকে। কিন্তু আমি কখনোই ভুলতে পারবো না তোমাকে। কারণ তোমাকে প্রথম স্পর্শের ছাপ এখনও আমার চেখে বয়ে বেড়ায়। তোমার ফুলশজ্জার রাতে আমি নেশা হাতে নিয়ে মাতলামি করবো আর তা শেষ হয়ে গেলে গলা ফাটিয়ে চিৎকার করে বলবো ''অনেক বেশি ভালোবাসি তোমায়''। মাতলামির এক পর্যায়ে আমি দুর্বল হয়ে যাবো কিন্তু দুর্বল হবে না আমার চোখের অশ্রু। অঝরেই ঝরতে থাকবে তাঁরা।
এ সব ই কেবল নিশীথের খেলা, তাই তোমাকে দিবালোকের কান্না না হয়ে নিশীথের কান্না হওয়ার কথা বলেছি। হবে কি তুমি ???
---সুন্দরী আমার কথার কোন উত্তর না দিয়েই সেখান থেকে উঠে চলে গেল। তবে লক্ষ করেছিলাম যাওয়ার আগে সুন্দরীর দু চোখ ছল ছল করছিল। হয়তো অশ্রু র কাছে সুন্দরীর সকল উত্তর হারিয়ে গিয়েছে !!!
-----গোলাম রাব্বানী
©somewhere in net ltd.