![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্বাচন আসলে রাজনৈতিক নেতাদের স্লোগান শুনে হাঁসতে হাঁসতে পেট ব্যাথা হয়ে যায়। কিছু মজার স্লোগান এর কথা বলি আজ,
---আমরা স্লোগান দেই, ''আমার নেতার চরিত্র, ফুলের মত পবিত্র''
কিন্তু কথা হল, আমার নেতার চরিত্র দিনে এক রকম আর রাতে অন্যরকম।
---আমরা স্লোগান দেই, ''গাছের আগায় পক্ষী, আমার নেতা লক্ষ্মী''
কিন্তু কথা হল, এত্ত লক্ষ্মী হলে রাজনীতির নামে ধান্দা করে কেন?
---আমরা স্লোগান দেই, ''আম গাছে লিচু ধরে, নেতার কথা মনে পড়ে''
কিন্তু কথা হল, টাকা না থাকলে নেতাকে আমি চিনতাম ও না।
প্রকৃত অর্থে স্লোগান গুলো এমন হওয়া উচিত ছিল,
---''পুকুরের তলায় টাকি মাছ, আমার নেতা ধান্দাবাজ''
---''আকাশ থেকে বৃষ্টি পড়ে, নেতা চুরি করতে যেয়ে ধরা পড়ে''
---''হইহই রইরই, নেতার ফাঁপরবাজি গেল কই''
আর অনেক আছে, এখন আর মাথায় আসতাছে না। আসলে পড়ে আবার বলবো।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫২
প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৫
নুর আয়শা আব্দুর রহিম বলেছেন: ভালো লাগলো!