![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চ্যাট এ ছেলেটি কিছু কথার ফাঁকে মেয়েটিকে ''ভালোলাগার ইমো'' পাঠায়।
--মেয়েটি আগ্রহের সুরে জানতে চায় কেন এ ইমো?
ছেলেটি ভয় পেয়ে কথা ঘুরানোর চেষ্টা করে।
--মেয়েটি ছেলেটিকে ভয় না পেয়ে কথা শেষ করার আশ্বাস দেয়।
ছেলেটি নিজের মনের সকল কথা কীবোর্ডে লিখে ফেললেও আবার ভয় পেয়ে ''ব্যাকস্পেস'' এ ক্লিক করে সব লেখা মুছে মেয়েটিকে দুষ্টামির ইমো দেয়।
--মেয়েটি জিজ্ঞেস করে তাহলে এতক্ষণ ধরে কি টাইপ করছিলে?
ছেলেটি বলে এমনি, নেটে প্রব্লেম সাথে হাঁসির ইমো পাঠায়।
--মেয়েটি বলে কেন যেন মনে হয় তুমি একটা ভীতু?
ছেলেটি বলে ঠিক ধরেছ। নাহলে তোমাকে যে কত বেশী ভালোবাসি সেটা কবেই তো বলে দিতাম !!! আর সাথে ''লাভ ইমো'' পাঠিয়ে দিল।
--মেয়েটি তাজ্জব বনে গেলো আর জিজ্ঞেস করল তাহলে এটা কি ছিল?
ছেলেটি বলল সব কথা বাদ দিয়ে এখন উত্তর জানাও?
--মেয়েটি আর কিছু না ভেবেই বলে দিল ''লাভ ইউ টু বেবি'' সাথে ''লাভ ইমো''।
সেদিন রাতে তারা আর ফেবুতে চ্যাট করে নি। তারা সারারাত ফোনে কথা বলে একজন আরেকজনের পৃথিবী কে জেনেছে আর সারাজীবন এভাবেই দুজন এক অস্তিত্বে বিরাজমান থাকবে বলে ওয়াদা করেছে। আর শেষ রাতের দিকে এসে মোবাইলের উপর কলঙ্ক ছড়িয়ে দুজনেই ''মিষ্টি চুমো'' খেয়ে ঘুমোতে গিয়েছে।
তারপরে তাদের আর পিছু ফিরে তাকাতে হয় নি !!!
হ্যাঁ, কাউকে ভালবাসলে নিজের ভালোবাসার কথা জানিয়ে দিন। আজ আপনি না জানাতে পারলে সারাজীবন বসে বসে কাঁদতে হবে। আর সারাজীবন না কেঁদে একদিন বুকে সাহস রেখে বলে দিন, ''এই পৃথিবীটা অনেক বেশী সুন্দর, কিন্তু আমার কাছে তুমি তার চেয়েও বেশী সুন্দর। কারণ তোমার সৌন্দর্যের মাঝে আমি আমার পৃথিবী কে খুঁজে বেড়িয়েছি। আর তাই আমি তোমাকে অনেক বেশী ভালোবাসি।''
বলে দিয়েই দেখেন আপনার পৃথিবীটা ও বদলে যাবে, ট্রাষ্ট মি !!!
---গোলাম রাব্বানী
২| ০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৬
প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ ভাই ।
৩| ০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৬
প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ ভাই ।
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৮
শূণ্য মাত্রিক বলেছেন: কখনো কখনো পৃথিবীটা এমন ভাবেই বদলায় ইচ্ছে করে মাটি ভেদ করে নিচে চলে যায়। লেখাটা অনেক ভাল হয়েছে,তবে জীবন এতটাও সহজ নয়