নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বিবেক

প্রিয় বিবেক › বিস্তারিত পোস্টঃ

জাস্ট স্বপ্ন টা দেখতে হয় আর অন্য কে দেখাতে হয় !!!

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৮

---ব্যাকবেঞ্চার স্টুডেন্ট টি হঠাৎ একদিন বলে বসলো সে বিসিএস ক্যাডার হবে।
---গলির পাতি নেতা মিছিলে যেয়ে পুলিশের মার খেয়ে পরেরদিন বলে বসলো সে সামনের প্রজন্মের জন্য বড় মাফের রাজনীতিবিদ হবে।
---ছোট বেলায় গ্রামের সবচেয়ে রোগা ছেলেটি বলে বসে একদিন বড় বডিবিলডার হবে যেন মুহাম্মদ আলির মত বড় কুস্তীগির হতে পারে।
---ক্লাসের যে ছেলেটি একদিন সবার টিফিন চুরি করে খেয়ে ফেলত সে ই আজ মানবতার সাহায্যের জন্য টাকা উঠাতে চায়।
---যে ছেলেটি সারাদিন বাসায় বসে ঘুমাত সে আজ বলে ফেলল সে পৃথিবীর সবচেয়ে বড় পরিশ্রমী মানুষ হবে।
---নৃত্য করতে গিয়ে প্রথমদিনেই বন্ধুদের লাঞ্ছনার স্বীকার হয়ে মেয়েটি পরের দিন বলে বসলো সে ঐ দেশের সবচেয়ে বড় নৃত্যশিল্পী হবে।
---গানের ক্লাসে যেয়ে ''সারেগামাপা'' শিখতে যেয়ে অপরাগ মেয়েটি আজ বলে বসলো সে সবচেয়ে বড় গায়িকা হবে।
---যে ছেলেটি নিজেও জানত না স্বপ্ন কাকে বলে সে ই আজ বলে বসলো সে সবাইকে স্বপ্ন দেখিয়ে বাঁচাবে।

এগুলো বাস্তব হবে কিনা জানি না। তবে হাজারো তরুন/তরুণীর স্বপ্ন এগুলো। যাকে আঁকড়ে ধরে তাদের সারা জীবনের পথ চলা।
আপনি কি ভাবছেন, এত সহজেই স্বপ্ন গুলো সাজানো সম্ভব ???
নারে ভাই, এত সহজেই সম্ভব না। কেউ না কেউ তার পাশে ছারপোকার মতে পড়ে থাকে আর সবসময় কানের পাশে মন্ত্র পড়তে থাকে '' তোমাকে অনেক বড় হতে হবে, বিশ্ব কে দেখিয়ে দিতে হবে তোমার আসল রূপ''।

বিশ্বাস করুন, জীবনে খুব বড় কিছু হওয়ার জন্য খুব ভালো স্টুডেন্ট হতে হয় না। জাস্ট বিনয়ী হতে হয় আর শিখার আগ্রহ থাকতে হয়। জাস্ট একটা ''ইউটার্ন'' আপনার লাইফ কে চেঞ্জ করে দিতে পারে। তবে সেক্ষেত্রে স্বপ্ন দেখতে হয়, মন ভরে স্বপ্ন !!!
বাস্তবে রূপ নিক বা না নিক সেটা পরের ব্যাপার, কিন্তু আগে তো দেখতে হবে!

চলুন আজ ই একটা সাদা কাগজ নিয়ে নিজের সব স্বপ্ন লিখে ফেলি। তারপর একটু আধটু চেষ্টা করি, এরপরই দেখবেন সফলতা। সম্ভব হলে ঐ সাদা কাগজের লেখা গুলোকে আপনার টেবিলের সামনে আটকিয়ে রাখুন যেন উঠতে বসতে আপনার চোখে পড়ে আর তাতে মন আপনাকে বলবে, ''অনেক তো হয়েছে এখন দে ছুট, ইচ্ছেমত ছুট, যা হবার তা তো হবেই !!!
চলুন স্বপ্ন দেখি, স্বপ্ন সাজাই, স্বপ্ন নির্মাণ করি যেন স্বপ্ন গুলো সেজে উঠতে পারে বর্ণীল কোন কোমলতায় যেখানে থাকবে অপেক্ষার প্রথম প্রহর আর শেষের বিন্যাস।

---গোলাম রাব্বনী

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৭

সচেতনহ্যাপী বলেছেন: মুহাম্মদ আলির মত বড় কুস্তীগির হতে পার-ভুলটা দয়া করে শুধরে দিন।।

০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১:০৫

প্রিয় বিবেক বলেছেন: কেন ভাই?

২| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৬

অপূর্ব আহমেদ জুয়েল বলেছেন: ভাই এইটা কি আপনার লেখা ? আচ্ছা আপনার ফেসবুক আইডি লিংক টা দেওয়া যাবে ?

৩| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৬

অপূর্ব আহমেদ জুয়েল বলেছেন: ভাই এইটা কি আপনার লেখা ? আচ্ছা আপনার ফেসবুক আইডি লিংক টা দেওয়া যাবে ?

০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১:০৫

প্রিয় বিবেক বলেছেন: ভাই Golam rabbani লিখে সার্চ দেন, ব্র্যাকেটে (প্রিয় বিবেক) লেখা আছে। কেন?

৪| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১:০৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর । :)

০৯ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২১

প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ

৫| ০৯ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:২৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: স্বপ্ন দেখি দিবানিশি
স্বপ্ন ভালোবাসি,
স্বপ্নে করি বসবাস
স্বপ্ন জালেই ফাসি।

০৯ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২১

প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.