![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল শুনলাম দুর্গাপূজার আর একদিন বাকি থাকতেই সাতক্ষীরা প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। একবার ভেবে দেখুন তো ব্যাপার টা !!! শরীরে শিহরণ বয়ে যায় এই খবর গুলো শুনলে। যারা এ কাজ করছে আমি তাদের দুর্বৃত্ত বলবো না, আমি বলবো তারা যেই হোক না কেন, তারা সন্ত্রাস। তারা যা করছে তার বিচার কি হউয়া উচিত আমি সে ব্যাপারে কিছু বলতে চাই না। শুধু ভাবতে অবাক লাগে তাদের মানবতা দেখে।
মানে, পরের দিন থেকে পূজা শুরু, আর আগের দিন এ কাহিনী ???
কেমনে সম্ভব রে ভাই, কেমনে সম্ভব ???
ধর্ম টা অনেক সেনসিটিভ একটা সত্তা। তারপর এই ঘটনা !!!
নাফি ভাই ব্যাপার টা ভালো বলেছেন, ধরেন মুসলমানদের কুরবানি ঈদ এর আগের দিন যদি গরু চুরি হয়ে যায় তাহলে ব্যাপার টা কেমন লাগবে মুসলমানদের কাছে???
একবার ছোট বেলায় সন্ধার দিকে আমি চুল কাটাতে সেলুনে গিয়েছিলাম। দকানে ভিড় থাকাতে আমার চুল কাটা শেষ হতে প্রায় ৮ টা বেজে যায়। আর গ্রামের ৮ টা মানে তো বুঝেন ই। তখন ছিল বর্ষা মৌসুম। হঠাৎ শুরু হল শিলা বৃষ্টি। তখন সেলুনে আমি আর সুমন দা ছিলাম। আমি ভয়ে কান্না ই করে দেই। পরে সুমন দা আমাকে এত্ত রাতে ভিজে আমার বাড়ি পৌঁছে দেয়। তখন থেকে আমার কাছে মনে হয়েছে, মানবতার প্রশ্নে হিন্দু/মুসলমান বা কোন ধর্মের মাঝে ভেদাবেদ থাকা উচিত না।
মুসলমান মারা গেলে জানাজাতে হিন্দুরা না আসলেও দূরে বসে কবর দেওয়া ঠিক ই দেখতে যায়। আর মনের গহীনে লুকিয়ে থাকা ভালো লাগার বিসর্জন কে মানতে না পেরে নিজের অজান্তেই কেঁদে ফেলে।
কিংবা মুসলমান মারা গেলে ৪ দিন এর সময় অনুষ্ঠানে মুসলমান বন্ধুর পাশাপাশি হিন্দু বন্ধু টিও মুসলমান সবাইকে আপ্যায়ন করে , এমনও দেখা যায় গরুর গোশত অন্য দের পাতে তুলে দেয়, যদি ও হিন্দু বন্ধু টি গরু খায় না। এর চেয়ে ভালো ভাত্রিত্ত আর কি হতে পারে রে ভাই !!!
এটার নামই মানবতা, এটার নামই ভালোলাগা, এটার নামই ভাত্রিত্তের ভালোবাসা।
যারা প্রতিমা ভেঙ্গেছে, তারা কি ভেবেছে? প্রতিমা ভেঙ্গেই ধর্ম প্রচার করা যাবে? যদি এটা ভেবে থাকে তাহলে এটা হচ্ছে মূর্খতামি। আমরা এই মূর্খতামি চাই না। আমরা একটি সুন্দর দেশ চাই। যেখানে সবাই নিজে নিজের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পাশাপাশি অন্যের ধর্মের প্রতি ও শ্রদ্ধাশীল হবে।
ধিক্কার, নিন্দা এবং ঘৃণা জানাই সে দুর্বৃত্তদের প্রতি !!!
---গোলাম রাব্বানী
২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৯
প্রিয় বিবেক বলেছেন: ধিক্কার জানাই তাদের ।
২| ২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৪
ছাসা ডোনার বলেছেন: ঐসব কুত্তার বাচ্চাদের ধরে সবার সামনে নিজেদের মুত খাওয়ানো উচিত। ওরা জারজ সন্তান,ওদের সৃস্টি কর্তা বলতে কেউ নেই, ওরা সমাজের আবর্জনা, ওদের তো নিজের মা বাবা নেই। ঘৃনা করুন সবাই ঐ জানোয়ারদের
২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০০
প্রিয় বিবেক বলেছেন: !!!
৩| ২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৮
সুমন কর বলেছেন: ধিক্কার, নিন্দা এবং ঘৃণা জানাই সে দুর্বৃত্তদের প্রতি !!!
২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০০
প্রিয় বিবেক বলেছেন: ধিক্কার জানাই।
৪| ২০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩২
ইন্জিঃ এনামুল হক বলেছেন: I hate them
২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০১
প্রিয় বিবেক বলেছেন: ধিক্কার জানাই।
৫| ২০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮
নিষ্কর্মা বলেছেন: সন্ত্রাস একটা কাজ, আর যারা এই কাজ করে, তাদের বলে সন্ত্রাসী।
২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০১
প্রিয় বিবেক বলেছেন: ধিক্কার জানাই।
৬| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০৮
আহমেদ জী এস বলেছেন: প্রিয় বিবেক
এরাই ফ্যাৎনা - ফ্যাসাদ সৃষ্টিকারী । আর ফ্যাৎনা - ফ্যাসাদ সৃষ্টিকারীদের জন্যে রয়েছে জাহান্নাম ।
এরাই তাদের কাজে-কর্মে " ইসলাম" ধর্মটিকে নন-ঐসলামিক ব্যক্তিদের কাছে ঘৃনিত করে তুলেছে ।
ধিক্ এদের !
২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:১৬
প্রিয় বিবেক বলেছেন: সেটাই রে ভাই !!!
৭| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:১৩
কমরেড নীল বলেছেন: আমরা একটি সুন্দর দেশ চাই। যেখানে সবাই নিজে নিজের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পাশাপাশি অন্যের ধর্মের প্রতি ও শ্রদ্ধাশীল হবে।
২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৯
প্রিয় বিবেক বলেছেন: সেটাই রে ভাই !!!
৮| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০৩
ধমনী বলেছেন: প্রতিমা ভাংগা নির্বুদ্ধিতা
২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৯
প্রিয় বিবেক বলেছেন: সেটাই রে ভাই !!!
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বদমায়েশরা ফ্যাসাদ বাধাঁনোর জন্য কি যে করে! ধিক ওদের .............