নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বিবেক

প্রিয় বিবেক › বিস্তারিত পোস্টঃ

এটা কোন ধরনের মানবতা ???

১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৬


এটা কোন ধরনের মানবতা ???

ফ্রান্সের প্যারিসে হামলার পর থেকেই দেখলাম মানুষের মানবতা প্রকাশ করার কিছু দৃশ্য। অনেকে তো ফ্রান্স কে সাপোর্ট করে প্রোফাইল পিকচার চেইঞ্জ করছেন আর বলছেন যারা নিজেদের প্রোফাইল পিকচার চেইঞ্জ না করবেন তাদের ভিতর কোন মানবতা নেই। তারা মানুষ হয়েও মনুষ্যত্বের এক কলঙ্ক।

মানবতা তাহলে আজ প্রোফাইল পিকচার চেইঞ্জ করার মধ্যে সীমাবদ্ধ, তাই না !!! কি অদ্ভুত আমাদের মানবতা, কি অদ্ভুত আমাদের সিদ্ধান্ত !!!

আচ্ছা একটু বলেন তো,
---কোথায় থাকে আপনাদের মানবতা যখন অ্যামেরিকা বিনা কারণে ইরাকের উপর হামলা করে এবং সিরিয়া কে দেখে নেবার হুমকি দেয় ???
---কোথায় থাকে আপনাদের মানবতা যখন সিরিয়ার শরণার্থী ক্যাম্পগুলো জ্বালিয়ে দেওয়া হয় ???
---কোথায় থাকে আপনাদের মানবতা যখন ফিলিস্তিনের নিরীহ মানুষগুলোর উপর অকারণেই হামলা করে ইসরাইল এবং লেবাননে একের পর এক হামলা করে অনেক নিরীহ মানুষ কে মেরে ফেলা হয় ???
---কোথায় থাকে আপনাদের মানবতা যখন অযথাই মুসলিম রোহিঙ্গাদের নির্মম ভাবে হত্যা করা হয় ???
---কয়েকবছর আগে এই ফ্রান্স যখন ইরাক আর লিবিয়ার উপর হামলা করে লাখ লাখ নিরীহ মানুষ মেরেছে তখন কোথায় ছিল আপনাদের মানবতা ???

গলা ফাটিয়ে চিৎকার করে আজ জানতে ইচ্ছে করে মানবতার সংজ্ঞা কি? কাকে মানবতা বলে? কারা মানবতা লুণ্ঠন করে?

নিউজ পোর্টালে দেখলাম ফ্রান্সের প্যারিসে হামলার কয়েক ঘণ্টার মধ্যেই ১ মিলিয়ন এরও বেশী টুইট করা হয়েছে। অধিকাংশ টুইট ই মুসলমানদের বিরুদ্ধে। অ্যামেরিকার ইঙ্গিতে আইএস হামলা করছে বিভিন্ন জায়গায় কিন্তু তার দায়ভার চাপছে আমাদের মুসলমানদের উপর। কি অদ্ভুত আমাদের মানবতা তাই না ???

ফ্রান্সের প্যারিসে হামলার কিছুক্ষন পড়েই বারাক অবামা বলেছেন, ''এটা শুধু প্যারিসের উপর আইএস এর হামলা নয়, বরং এটা মানবতার উপর হামলা।"
হ্যাঁ, এমন মানবতাই আমরা চাই যেটা কথার সাথে কাজের ও মিল থাকবে।

মাই সে ইজ ভেরি ক্লিয়ার,
ফ্রান্সের উপর আইএস যে জঘন্যতম হামলা করা হয়েছে তা ইতিহাস কে কলঙ্কিত করেছে। ফ্রান্সের প্রতি গভীর শ্রদ্ধা এবং সমবেদনা জ্ঞাপন করছি পাশাপাশি ঐ সকল মানুষ গুলোর প্রতিও গভীর শ্রদ্ধা আর সমবেদনা প্রকাশ করছি যারা বিনা কারণে অ্যামেরিকা, ফ্রান্স, মায়ানমার, আইএস এর হামলার শিকার হয়েছেন।

মন থেকে আমরা এমন দৃশ্য আর দেখতে চাই না। নিহত মানুষ টি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যে ধর্মেরই হোক না কেন তার সবচেয়ে বড় পরিচয় সে একজন মানুষ। আমি মানুষ হয়ে মানুষ হত্যার প্রতিবাদ জানাচ্ছি। সবশেষে একটি কথাই বলবো "যার চলে গেছে সে বুঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা !!!"

হয়তো ফ্রান্সের কোন এক ছোট্ট মেয়ে তার বাবাকে সকালবেলা পুতুল কিনে আনতে বলেছিলো। দুঃখের কথা হচ্ছে সেই পুতুল আর কোনদিন আসবে না। আর বাবাও ফিরে আসবে না। চলে গেছে না ফেরার দেশে, অজানার দেশে !!!

---গোলাম রাব্বানী

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৩

চাঁদগাজী বলেছেন:


আগাছার ভাবনা

১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৮

প্রিয় বিবেক বলেছেন: বুঝলাম না ।

১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৯

প্রিয় বিবেক বলেছেন: হুম, মনে হচ্ছে আপনি অনেক বড় হয়ে গেছেন।

২| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৭

নাবিক সিনবাদ বলেছেন: লোক দেখানো মানবতা

১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৮

প্রিয় বিবেক বলেছেন: হুম।

৩| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৪

আমার পথ চলা ১ বলেছেন: যারা ইরাক, লিবিয়া, সিরিয়ায় গুলি ও বোমা মেরে মেরে লক্ষ লক্ষ নিরিহ মানুষ মারছে, যারা আল-কায়েদা আর আইএস জন্ম দিয়েছে, বর্তমানে তারা স্বীকারও করছে যে - তারা ইচ্ছাকৃত ভাবে এসব করেছে, তাদের দেশে সামান্য একটা ঘটনায় (তুলনামূলক) শ'খানেক মানুষ মরাতে, আমাদের দেশের মানুষের সহানুভুতি দেখে মেজাজটাই খারাপ হয়ে যাচ্ছে! পুরো বিষয়টি দেখেতো সহজেই বোঝা যাচ্ছে - তারা তাদের কৃত কর্মের প্রতিক্রিয়ায় অক্রান্ত হচ্ছে... নিউটনের তৃতীয় সূত্রের মত

১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৭

প্রিয় বিবেক বলেছেন: সেটাই ভাইয়া।

৪| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৫

আজাদ মোল্লা বলেছেন: জনাব , ছবি টা রঙের মাঝে রেখে দিলাম আর মানবতার পোশাক পড়ে নিলাম ?
মুসলিম মারা গেলে কোন ব্যাপার না ,
ইহদী নাছার মরলে মানবতার বড়ই খতি ,
এ মানবতা আসে কোথা থেকে বুঝতে পারিনি ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.