নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বিবেক

প্রিয় বিবেক › বিস্তারিত পোস্টঃ

ভাইবার,স্কাইপ,টুইটার বন্ধ কইরা দিছে তো কি হইছে?

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৩

ভাইবার,স্কাইপ,টুইটার বন্ধ কইরা দিছে তো কি হইছে?

অনেকেই বলবেন আগে যখন এগুলো ছিল না তখন কি মানুষ বাঁচত না?
আমি বলি শুনেন, ভালো করেই বাঁচত। কিন্তু কথা হচ্ছে,
---আদিম যুগে মানুষ কাপড়-চোপড় পড়ত না, আপনি এখন জামাকাপড় পরেন কেন?
---আদিম যুগে মানুষ পাথর দিয়ে আগুন ধরাত, আপনি এখন মেজের কাঠি দিয়ে বোম্বা ধরান কেন?
---আদিম যুগে মানুষ খোলা আকাশের নীচে কাঁচা মাংস খেত, আপনি এখন রেস্টুরেন্ট এ বইসা গ্রিল চাবান কেন?
এখন কোন লজিক দিবেন শুনি???

আমার কথাগুলো সরকারের পক্ষে কিন্তু কিছু মাথামোটা মানুষের বিপক্ষে। যাদের সিদ্ধান্তের কারণে মানুষকে সীমাহীন ভুগতে হয়
-- আমি চিন্তা করছি সে মানুষগুলোর কথা যারা স্কাইপে বিদেশ থেকে কম খরছে তাদের পরিবারের সাথে কথা বলে এই ভেবে যে আরও কিছু টাকা বেশি পাঠাবে বৃদ্ধ মায়ের জন্য।
-- আমি চিন্তা করছি সে মানুষগুলোর কথা যাদের প্রতিবাদের কোন ভাষা নেই।
-- আমি চিন্তা করছি সে মানুষগুলোর কথা যারা বিদেশের মাটিতে কাজে যাবার আগে তাদের প্রিয় সন্তানের সাথে কথা বলে নেয় এই ভেবে যে সে জানে না কাজ শেষে সে বাসায় ফিরতে পারবে কিনা !!!!

আমি আর বেশি কিছু বলতে চাই না। নাইলে আমারে রিমান্ডে নিয়ে আমারে জিগাইব তুই কি রাজাকার ছিলি নাকি? তখন আমি কমু যুদ্ধের সময় তো আমার জন্ম হয় নাই। তখন তারা কইব তোর জন্ম হয় নাই তো কি হইছে, তুই তোর মায়ের পেটে থাইকা রাজাকারি প্ল্যান করছস। তখন আমি কমু যুদ্ধের সময় আমার মায়ের ও জন্ম হয় নাই। তখন তারা কইব, তাইলে তো হিসাব মিল্লা গেছে যে তুই রাজাকার ছিলি। কারণ তোর মা তোর নানীর পেটে ছিল আর তুই তোর মায়ের পেটে ছিলি আর থাইকা এ প্ল্যান করছস। সুতরাং তুই রাজাকার।

অবশ্য শিক্ষাব্যাবস্থার যে অবস্থা এখন, তাতে এর চেয়ে ভালো কেল্কুলেশন কারুর পক্ষে না পারারই কথা। দেশ অনেক সামনের দিকে আগাইয়া যাচ্ছে। সাবাস বাংলাদেশ !!!

---গোলাম রাব্বানী

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৯

কবি এবং হিমু বলেছেন: ভাই কাল থেকে কি সমস্যাতে আছি তা কেবল আমার মতো যারা দেশের বাইরে থাকে তারা জানে।আশা করি সরকার আমাদের কথা একটু চিন্তা করবে।
সামুর সাথে যারা জড়িত তাদের উচিত মাস্তান বা অভদ্র টাইপের মানুষগুলোকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়া।মানুষের মত প্রকাশের জন্যই তো সামু।তাই বলে কেউ কাউকে গালাগালি করবে আর তা আবার আমরা পাঠকরা পড়বো তা ভাল দেখায় না।তাই আশা করি সামু এবার বিষয়টার দিকে নজর দিবে।
আর যোগী দাদাকে বলবো,দাদা লেখাগুলো সবাই পড়ে তাই এমন কিছু লিখবেন না যেন মানুষ ভূল বুঝে।আশা করি আপনার কাছে থেকে ভাল ভাল গঠনমুলক মন্তব্য পাবো।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৪

প্রিয় বিবেক বলেছেন: ভাই কেন যেন মনে হয় কিছু মানুষ কখনও শুধ্রাবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.