![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যত দোষ সব নারীর !!!
ইপিক ১ঃ
---যেহেতু সে নারী সেহেতু সব দোষ তার।
---যেহেতু অল্প বয়সে তার গ্রোথ বেশী সেহেতু তার চরিত্র খারাপ।
---যেহেতু সে কথা কম বলে সেহেতু তার অনেক ভাব।
---যেহেতু সে কম মিশুক সেহেতু সে খ্যাত।
---যেহেতু তার বাসা থেকে কোথাও যাওয়ার আগে অনুমতি নিতে হয় সেহেতু সে চিড়িয়াখানা তে বাস করে।
ইপিক২ঃ
---যেহেতু নারী বোরকা পরে সেহেতু সে হুজুগে বাঙ্গালী।
---যেহেতু সে বোরকা পরে সেহেতু তার চেহারা কালো, কারণ বোরকা পরলে যে কাউকেই ভালো লাগে।
---যেহেতু সে বোরকা পরে কিন্তু হিজাব পরে না সেহেতু সে ভণ্ড।
---যেহেতু সে পাক্কা মুসলমান সেহেতু তার ভাই এর সাথেও ঘুরতে যাবে না, গেলেও মানুষ তার ভাইকে বয়ফ্রেন্ড বানিয়ে বলাবলি শুরু করতে হবে।
---যেহেতু সে পর্দা করে সেহেতু পুরুষের সাথে তার কথা বলা উচিত না।
---যেহেতু হে হুজুগে নারী সেহতেতু তাকে দাড়িওয়ালা পুরুষকেই বিয়ে করতে হবে।
---যেহেতু সে ফেসবুক চালায় সেহেতু সে লুকিয়ে লুকিয়ে ছেলে দেখে।
ইপিক ৩ঃ
---যেহেতু নারী দেখতে বেশ নাদুস নুদুস সেহেতু সে জনগণের সম্পদ।
---যেহেতু সে একেবারেই হ্যাংলা পাতলা সেহেতু তার বাবা তাকে খাওয়ায় না মেয়ে বলে।
---যেহেতু তার ছেলে বন্ধু বেশী সেহেতু তার চরিত্রে সমস্যা আছে।
---যেহেতু তার কোন ছেলে বন্ধুই নাই সেহেতু সে ব্যাকডেটেড।
---যেহেতু সে পরপুরুষের সামনে হাঁসে না সেহেতু তার মুখে দুর্গন্ধ।
---যেহেতু সে সবসময়ই হাঁসিখুশি থাকে সেহেতু তার লজ্জা শরম বলে কিছু নেই।
---যেহেতু তার বিয়ের বয়স হওয়া সত্ত্বেও সে বিয়ে করেনি সেহেতু সে ভিতরে ভিতরে লুকিয়ে কার সাথে না জানি কি করেছে।
---যেহেতু তার পরিবার অল্পবয়সেই বিয়ে করা তে বাধ্য করেছে সেহেতু তার খালি মনে উথাল পাতাল ঘুরে।
আরও অনেক কিছু বলতে ইচ্ছে করেতেছে। আগামীকাল পরীক্ষা, হাতে সময় নেই। সময় হলে আরেকদিন বলবো নে। আমাদের সমাজের কিছু মানুষের কারণে নারীরা এখনও সামনে আসতে ভয় পায়। তারা অনেক বেশী প্রতাবাদী, অনেক সাহসী হলেও সমাজ আর পরিবারের কথা ভেবে কিছুই বলে না। কেবলই মুখ বুঝে সহ্য করে নেয়। তারা ভাবে এটাই তাদের প্রতিবাদ। কিন্তু এটা ভুল ধারনা। তারা কিছু বলছে না তার মানে হচ্ছে অন্য কাউকে অপরাধ করতে সাহায্য করছে।
হে নারী তুমি উঠো জাগিয়া, নিজের আসন লউ কাড়িয়া।
নোটঃ আজ থেকে প্রায় ১ বছর আগে এমন ধরনের একটি লেখা লিখেছিলাম আজ দেখি একটি স্বনামধন্য পেইজে আমার লেখার অনেকটা অংশ কপি করে দিয়েছে। কিছুই বলার নেই। শুধুই ভাবিয়ে তুলে, আর কত, আর কত !!!
---গোলাম রাব্বানী
২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৯
প্রিয় বিবেক বলেছেন: ভালো বলছেন ভাই ।
২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৯
প্রিয় বিবেক বলেছেন: ভালো বলছেন ভাই ।
২| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৪
আম আদমি বলেছেন: সত্য বলিয়াছেন ভাই। অনেকে ভাবে যেহেতু সে নারী, তাই তার চলন বাকা।হা হা হা
©somewhere in net ltd.
১|
২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২০
shiponblog বলেছেন: যেহেতু সে মা সেহেতু সব ভালবাসা তার।