![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
---কোন এক জ্যোৎস্না রাতে তুমি রঙ্গিন ফানস উড়িয়ে দিলে তোমার সবটা আকাশ জুড়ে আর এরই মাঝে দেখে নিলে তোমার জ্যোৎস্না কে আর ভালোলাগার মানুষ কে উৎসর্গ করে দিলে তোমার সবটা ভালোবাসা।
---কোন এক বর্ষার দিনে আকাশের কোনে জমে থাকা সাদা মেঘগুলোকে ছুঁয়ে দিলে তুমি আর তোমার প্রিয় মানুষটির কথা ভেবে তার আকাশে পাঠিয়ে দিলে ভালোলাগার মেঘগুলকে আর উৎসর্গ করে দিলে তোমার ভাললাগাকে।
---সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে পাশের বালুচরে লিখে রাখলা মনের রাজত্বের রাজার নাম, মুহূর্তেই স্রোত এসে সে নাম মুছে দিয়ে গেলেও তুমি প্রকৃতির উপর অভিমান কর নি, বরং আবারো লিখেছ তার নাম এই ভেবে যেন সমুদ্র তোমাদের দুজনের ভালোবাসার সাক্ষী হতে পারে।
ভালোবাসা গুলো বেঁচে থাকে অনুভূতির দুঃস্বপ্ন হয়ে, স্মৃতির রোমন্থন হয়ে, সৌন্দর্যের প্রকৃত আভা হয়ে, কল্পনার গল্প হয়ে আর নয়তো ভালোলাগার উদ্ভাসিত কোমলতা হয়ে যেন মুহূর্তেই ছড়িয়ে দেয় প্রাণীর মাঝে প্রাণের স্পন্দন !!!
বরুণা, বৃত্ত নামের সধারন ছেলেটির মাঝে তোমার প্রতি যে অসাধারণ অনুভূতি কাজ করে, সম্ভবত এর নামই ভালবাসাম এর নামই প্রেম !!!
---গোলাম রাব্বানী
২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪২
প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৭
রক্তিম দিগন্ত বলেছেন: সুন্দর।