নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বিবেক

প্রিয় বিবেক › বিস্তারিত পোস্টঃ

একটি মেয়ে যখন ধর্ষণের শিকার হয় !!!

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৩

একটি মেয়ে যখন ধর্ষণের শিকার হয় তখন পরিবার তাকে ত্যাজ্য করে দেয়, সমাজ তাকে সমাজচ্যুত করে আর জনসাধারণ তাকে দেখে নাক ছিটকায় আর সাথে থাকে ভ্যাট যুক্ত ধিক্কার। আর যে তাকে ধর্ষণ করে সে থাকে ধরাছোঁয়ার বাহিরে।
আচ্ছা, একটি মেয়েকে কি কখনও তার নিজের ইচ্ছায় ধর্ষণ করা হয়?
---উঁহু, সেটা সম্ভব নয়। মেয়ের ইচ্ছায় যদি ঐ ধরনের কাজ সম্পাদিত হতো তাহলে তাকে কিউট করে''পিজিকেল রিলেশন'' বলা হতো, অন্তত ধর্ষণ না!
যদি তার অনিচ্ছা সত্ত্বেও তাকে ধর্ষণ করা হয়েই থাকে, তাহলে মেয়ের দোষ কোথায়?
---কারণ সে নারী, দোষ যারই হোক না কেন অভিযুক্ত তাকেই হতে হবে।
হুম, এটাই বাস্তবতা। নারীকে জোর করে ধর্ষণ করবে ধর্ষকরা কিন্তু সব দোষ যাবে নারীর ঘাড়ে।
কোথায় যেন পড়েছিলাম, এক স্বামী তার স্ত্রী কে বিয়ে করার পর যখন বুঝতে পারলেন তার স্ত্রী ভার্জিন না তখন তাকে ডিভোর্স দিয়ে দিলেন। কারণ স্বামী ধরেই নিয়েছিলেন বিয়ে মানে স্ত্রীর ভার্জিনিটি নষ্ট করা। যেহেতু তার ভার্জিনিটি ইতোপূর্বেই কেউ নষ্ট করে দিয়েছে তাই তাকে দিয়ে আর সুখ পাওয়া যাবে না। কিন্তু বেচারা স্বামী হয়তো জানতেনই না যে বিয়ে মানে দায়িত্ব, বিয়ে মানে মেলবন্ধন বিয়ে মানে দুটি জীবনের একসাথে চলার প্রতিশ্রুতি। জীবনের সুখ কেবল ভার্জিনিটি নষ্ট করার মধ্যে নয় বরং সুখী থাকার মধ্যেই জীবনের সুখ।
আচ্ছা টাইমস অফ ইন্ডিয়াতে লেখা কল্পনা শর্মার ভার্জিনিটি ফ্যাক্টর টি পড়েছেন?
বিয়ের পূর্বে কল্পনা শর্মা এক মহা দুশ্চিন্তায় পড়ে গেলেন এই ভেবে যে যখন তার হবু বর জানবে তার স্ত্রী ভার্জিন না তখন না জানি তাদের বিয়েটাই ভেঙ্গে যায়!
পরে অসারতা ভেঙ্গে তার হবু বর তাকে বলে ফেলল যে সেও ভার্জিন না, এর আগে বহু মেয়ের সাথে পিজিকেল রিলেশন করেছে এবং কল্পনার কাছ থেকে অতীত জানতে চেয়েছে। কল্পনাও সব বলে দিয়েছে। তখন তার স্বামী তাকে জিজ্ঞেস করেছে আমি তো ভার্জিন না তুমি কি আমাকে নিয়ে সুখী হবে? কল্পনা উত্তর দিয়েছে হ্যাঁ, আমি তোমার সাথেই থাকবো এবং সুখী হবো। কারণ তোমার অতীতে তো আর আমি ছিলাম না। তাই আমি অতীত নিয়ে ভাববো না। তুমি এখন থেকে ভালো স্বামী হতে পারলেই চলল।
কি যেন বলতেছিলাম?
ও মনে পড়েছে ধর্ষণ আর ভার্জিনিটি ফ্যাক্ট।
আচ্ছা শারীরিক ভাবে জোর করে যৌন মিলন করলেই কি শুধু ধর্ষণ করা হয়ে যায়?
উঁহু, অনেক ভাবেই ধর্ষণ করা যায়। অনেকে তো চিন্তার মাধ্যমে ধর্ষণ করে। সারাদিন এক নিয়ে ওকে নিয়ে উল্টা-পাল্টা ভেবে স্বপ্ন কে স্বপ্নদোষে পরিণত করে। খুব জানতে ইচ্ছে করে তাহলে তারা কি ধর্ষকের কাতারে পড়বে নাকি না???
মাই সে ইজ ভেরি ক্লিয়ার।
সুখী থাকার মানেই কেবল ভার্জিনিটি নষ্ট করা নয়, নয় ধর্ষণ করায়।
সুখী থাকার মানে হচ্ছে হাতের উপর হাত রেখে একসাথে বহুপথ চলার প্রতিশ্রুতি দেওয়া। যদি তাই হয়ে থাকে তাহলে যে নারীকে তার অনিচ্ছা সত্ত্বেও ধর্ষণ করা হয় তাকে কেন অভিযুক্ত করা হয়? কেন তাকে সমাজচ্যুত করা হয়? কেন তার পরিবার তাকে ত্যাজ্য করে?
বলে রাখি, নারীর সম্মান শরীরে নয়, মাংস পিণ্ডে নয়, শারীরিক বিনোদনে নয়।
নারীর সম্মান ধ্যানে, নারীর সম্মান জ্ঞানে, নারীর সম্মান চিন্তায়, নারীর সম্মান চেতনায়, নারীর সম্মান মননে, নারীর সম্মান কর্মে, নারীর সম্মান এগিয়ে চলাতে, নারীর সম্মান সাহস করে নিজেকে সমাজের গুরুত্বপূর্ণ একজন ভাবতে পারাতে !!!
সাবাশ নারী সাবাশ !!!
এগিয়ে চল ঠিক তোমার মত করে। কারো কোথায় কান না দিলেও তোমার চলবে। এগিয়ে যাও বাঘিনীর দল, কেউ তোমাদের এগিয়ে চলা রুখতে পারবে না !!!
---গোলাম রাব্বানী

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৪

নতুন বলেছেন: এটা আমাদের সমাজের ভন্ডামীর সাইড ইফেক্ট....

বিয়ের আগে অনেক মেয়ের সাথেই শারীরিক সম্পক` করবে ছেলেরা কিন্তু বিয়ের সময় তার ভাজিন মেয়ে চাই... :|

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৩

প্রিয় বিবেক বলেছেন: অপ্রিয় সত্য

২| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:৫০

কাল্পনিক প্রতিশ্রুতি বলেছেন: নারীর সম্মান শরীরে নয়, মাংস পিণ্ডে নয়, শারীরিক বিনোদনে নয়।
নারীর সম্মান ধ্যানে, নারীর সম্মান জ্ঞানে, নারীর সম্মান চিন্তায়, নারীর সম্মান চেতনায়, নারীর সম্মান মননে, নারীর সম্মান কর্মে, নারীর সম্মান এগিয়ে চলাতে, নারীর সম্মান সাহস করে নিজেকে সমাজের গুরুত্বপূর্ণ একজন ভাবতে পারাতে !!!
সাবাশ নারী সাবাশ !!!
এগিয়ে চল ঠিক তোমার মত করে। কারো কোথায় কান না দিলেও তোমার চলবে। এগিয়ে যাও বাঘিনীর দল, কেউ তোমাদের এগিয়ে চলা রুখতে পারবে না !!!
---গোলাম রাব্বানী
ভালোলাগা

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৩

প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৩:২২

পিচ্চি হুজুর বলেছেন: এই দেশের মানুষ তাদের ঘরের বীরাংগনাদেরই সম্মান দিতে জানে নাই, তাদের কাছে ধর্ষিতা মেয়েদের সম্মান আশা করাটা বোকামী।
ভার্জিনিটি ইজ এ স্টেট অফ মাইন্ড যারা বলেন তাদের কাছে একটা প্রশ্ন তাহলে উত্তম চরিত্র আর অধম দের সাথে পার্থক্য থাকল কোথায়? বেশ্যা আর একাধিক পার্টনার সাথে শোয়া মেয়েদের মধ্যে পার্থক্য কোথায়।
আমি বিয়ের আগে একাধিক মেয়ের সাথে শয্যাসংগী হলাম, বিয়ের পর কোন মেয়ে যদি মনে করে আমি তাকে পেয়ে খুব ভাল হয়ে যাব তাহলে সে একজন বুদ্ধি প্রতিবন্ধী ছাড়া আর কিছুই না। ছেলেদের চরিত্র এতটা ভাল না। বাঘ বাঘই থাকে, যেই বাঘ ভিন্ন ভিন্ন রক্তের স্বাদ পায় তার কখনও এক রক্তে পোষায় না। বাঘ কখনও বিড়াল হবে না।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৪

প্রিয় বিবেক বলেছেন: অপ্রিয় সত্যি কিন্তু মানতে পারছি না

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

তানজির খান বলেছেন: ভাল লিখেছেন। ধর্ষন খুব খারাপ কাজ।আমাদের সমাজে এমন হলে নারীকে খুব সাফার করতে হয়,সমাজ পাল্টাতে হবে। আপনাকে আমার লেখায় আমন্ত্রণ রইল। শুভ কামনা রইল

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৫

প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ

৫| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

ডরোথি গোমেজ বলেছেন: ভাল ভাল কথা। লিখেছে গোলাম রব্বানী, পোস্ট করেছে বিবেক।
আমার কাছে জিজ্ঞাস্য হচ্ছে আপনি কি সেটা মানেন যদি পুরুষ হোন? নিক দেখে বোঝা যায় না তো ,

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৫

প্রিয় বিবেক বলেছেন: কেন নয়?

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৭:১৬

ডরোথি গোমেজ বলেছেন: তাহলে তো বলতে হয় আপনি অসাধারণ! এক্সট্রা অর্ডিনারী পারসন! এখন পর্যন্ত এরকমটি দেখিনি তো আমাদের দেশে।
বিয়ের পর কোন স্বামী বলছে, " কোন সমস্যা নেই "

০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০২

প্রিয় বিবেক বলেছেন: আমি বিয়ে করেছি আপনাকে কে বল্ল?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.