নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বিবেক

প্রিয় বিবেক › বিস্তারিত পোস্টঃ

এর নামও হয়তো ভালবাসা।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১২:০১

মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে ভালোবাসার জন্ম আগে হয়েছে নাকি পৃথিবীর জন্ম আগে হয়েছে? যদি পৃথিবীর জন্ম আগে হয়ে থাকে তাহলে মানুষের জন্মের আগেই যে ভালোবাসার জন্য ঈশ্বর এর পক্ষ থেকে জুটি বেঁধে দেওয়ার কথাটি এসেছে তা কি মিথ্যা? আবার যদি ভালোবাসার জন্ম আগে হয়ে থাকে তাহলে বিধাতা ভালোবাসার মোড়ক উন্মোচন না করেই কেনব পৃথিবীর মোড়ক উন্মোচন করতে গেলেন? থাক আমি কন্ট্রোভারসি তে না যাই। আমার মতে পৃথিবীর আগেই ভালোবাসার জন্ম হয়েছে। অযৌক্তিকতার আঙ্গিনার যুক্তিবাদিতার আচরণ আজ না হয় থমকেই যাবে।
---একজন মানুষ অভিমানের সুরে যখন বলে তাকে কেউ ভালোবাসে না তখন অভিমান গুলোকে ধুলোতে মিশিয়ে কেউ না কেউ এগিয়ে চলে অভিমান ভেঙ্গে ভালোবাসার কুঁড়েঘরে কোন এক রাখাল-রাখালি হয়ে মধুর বাঁশি বাজিয়ে ধরা দিতে।
---গ্রীষ্মের দুপুরের উত্তাপ ভালবাসাকে যতই নিস্তেজ করে দিতে চায় না কেন ভোরের শুভ্রতা কিংবা হিমেল হাওয়া নিমেষেই দূর করে দিতে চায় ভালোবাসার গায়ে লেগে থাকা কোন এক দুষ্টু আবহ।
অনেকেই নোনতা আঁশের স্বাদে আধুনিক ভালবাসাকে পছন্দ করেন। অনেকেই আবার স্পর্শের সজীবতাকে আরও কোমল করে রাখার মাধ্যমে ভালোবাসা চান। অনেকেই মনে করেন এক পাক্ষিক ভালোবাসার কোন মূল্য নেই। অনেকেই মনে করেন ভালোবাসা হওয়া উচিত সমানে সমান।
ভালোবাসা কে সর্বক্ষেত্রে তুলনা করাটাও এক মস্ত বড় অপরাধ। দেওয়া-নেওয়া থেকে যদি কখনো ভালোবাসার সৃষ্টি হয়ে তাহলে টা ভালোবাসা নয় তা স্বার্থ। একজন মানুষ জানে সে জাকে ভালোবাসে তার কাছ থেকে কহকনই কিছু পাবে না তারপরেও তার থেকে কিছুই আশা না করেও নিজের সবটা দিয়ে যাওয়ার নামই হয়তো ভালোবাসা।
সব কিছু থিওরি অনুয়ায়ি চলে না। কোথাও কোথাও একটু ফারাক থেকেই যাবে। আর এই ফারাক থেকেই হয়তো অন্যকিছুর সৃষ্টি। আর এ অদ্ভুত সৃষ্টির নামই হয়তো ভালোবাসা। শীতের সকালের পবিত্র শিশিরের উপর ঝকঝকে রোদ্দুরের বর্ণীল স্পর্শ থেকে যে অনুভূতি সৃষ্ট হয়ে নতুন কোন সৃষ্টি তে সাহায্য করে তার নামই হয়তো ভালোবাসা।
ইদানিং যে কি উল্টাপাল্টা লিখছি নিজেও বুঝতেছি না। হয়তোবা ছন্দরা আজ নতুন ছন্দ খুঁজতে যেয়ে নিজেদের ছন্দপতন করতে গিয়ে ছন্দ কেই ভালোবেসে ফেললো, এর নামও হয়তো ভালবাসা।
---গোলাম রাব্বানী

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১:৫৮

নতুন বলেছেন: মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে ভালোবাসার জন্ম আগে হয়েছে নাকি পৃথিবীর জন্ম আগে হয়েছে? যদি পৃথিবীর জন্ম আগে হয়ে থাকে তাহলে মানুষের জন্মের আগেই যে ভালোবাসার জন্য ঈশ্বর এর পক্ষ থেকে জুটি বেঁধে দেওয়ার কথাটি এসেছে তা কি মিথ্যা?

মনে হয় মিথ্যা :)

যদি ইশ্বরের পক্ষ থেকে জুটি বেধে দেওয়া হতো তবে মানুষ এতো জুটি বদলাতো না।

আর ভালবাসা আসলো B-))

০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

প্রিয় বিবেক বলেছেন: কনফিউজড

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.