নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বিবেক

প্রিয় বিবেক › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নের চিলেকোঠা বইটির রিভিউ !!!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৯



বই এর নামঃ স্বপ্নের চিলেকোঠা
লেখকঃ গোলাম রাব্বানী
প্রকাশকঃ জনান্তিক প্রকাশনী
প্রচ্ছদঃ মুস্তাফিজ কারিগর
বইয়ের ধরণঃ অনুপ্রেরণামূলক বই (যে কোন মানুষ কে নতুন করে বাঁচতে শিখাবে)
প্রাপ্তিস্থানঃ একুশে বইমেলা ৫০৩ ও ৫০৪ নং স্টল।

বলে রাখা দরকার,
হতাশা যখন আমাদের গ্রাস করে ফেলে তখন আমারা বুঝতে পারি না আমরা কি করবো কিংবা কি করা উচিত আমাদের। তখন আমাদের কিছু নির্ভরতার দরকার হয়, কিছু গাইডলাইনের দরকার হয় দরকার হয় কিছু দিকনির্দেশনার। যে দিকনির্দেশনার মাধ্যমে মানুষ অপূর্ণতাকে বলী দিয়ে পূর্ণতার চাদরে নিজের গা ঢাকতে পারে। স্বপ্নের চিলেকোঠা বইটি সেরকম কিছু গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিয়ে আসছে যা মানুষের হতাশার মাঝেও নতুন করে স্বপ্ন দেখতে সহায়তা করবে।

এ বইটি সম্বন্ধে বাংলাদেশ ফিউচার লিডারস এর প্রধান কার্যনির্বাহী প্রফেসর কাজী স্যার বলেছেন ''লেখক গোলাম রাব্বানীর সাথে আমার প্রথম পরিচয় হয় যখন খণ্ডকালীন শিক্ষক হিসেবে একটি কলেজে পড়াতে যাই। অনেক ছাত্র-ছাত্রীর মধ্যে কাউকে নির্দিষ্টভাবে মনে রাখা সম্ভব নয় এবং আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। আমিও ওর কথা বিশেষভাবে মনে রাখতে পারি নি।
প্রায় তিন বছর পর আবার আমাদের যোগাযোগ হয় এবং গোলাম রাব্বানী আমাকে তার ‘’স্বপ্নের চিলেকোঠা’’ বইটি প্রকাশ করার কথা জানায়। আমি আগ্রহ প্রকাশ করায় সে বইয়েয় পাণ্ডুলিপি নিয়ে হাজির হয় এবং আমিও অত্যন্ত আগ্রহ সহকারে বইটি পড়ি।
সত্যি বলতে কি, আমি ভাবতেই পারিনি যে এত অল্প বয়সে রাব্বানী এমন উদ্দীপনামূলক বই লিখবে। প্রশিক্ষক ও শিক্ষক হিসেবে আমাকে দেশ-বিদেশের নানান বই পড়তে হয়। সেই সুবাদে বইটি পড়ার পর আমি অবাক হয়ে ভাবি যে ‘’স্বপ্নের চিলেকোঠা’’ বইটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়সমুহ স্থান পেয়েছে যা কিনা বিশ্বের বিখ্যাত সব লেখকদের বইতে থাকে। আমি বিশ্বাস করি, এ বইটি যে কোন বয়সের মানুষকে অনুপ্রেরণা যোগাবে এবং প্রত্যেকের ভিতর যে অপার সম্ভাবনা লুকিয়ে আছে তা প্রস্পুটিত হবে।
---কাজী মাহমুদ আহমেদ (প্রধান কার্যনির্বাহী, ফিউচার লিডারস)''।

দেখা হবে মেলায় ইনশাল্লাহ।

---গোলাম রাব্বানী

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৩

সুমন কর বলেছেন: আপানার কয়টি বই বের হচ্ছে ?

শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০০

প্রিয় বিবেক বলেছেন: এটি প্রথম। মেলায় আসবেন দেখা হবে ভাইয়া।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৭

সায়ন্তন রফিক বলেছেন: শুভ কামনা থাকলো।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১০

প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ, মেলায় আসবেন দেখা হবে ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.