নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বিবেক

প্রিয় বিবেক › বিস্তারিত পোস্টঃ

এশিয়া কাপ ফাইনাল ম্যাচের টিকেট প্রসঙ্গ !!!

০৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:১০

ইতোমধ্যেই আপনারা হয়তো জেনেছেন ফাইনাল ম্যাচের টিকেট সংগ্রহ করতে যেয়ে ক্রিকেটপ্রেমীরা লাইনে দাঁড়িয়েছিল কিন্তু তা সত্ত্বেও পুলিশের সাথে ব্যপক সংঘর্ষ হয়, যাতে অনেকেই গুরুতর আহত হন। যা সত্যিই দুঃখজনক।

চলুন,একটু প্রশ্নোত্তর পর্ব দেখে নেই !

আচ্ছা, আজ পুলিশের সাথে টিকেটপ্রত্যাশীদের সংঘর্ষ বেঁধেছিল কেন?
-কারণ, পর্যাপ্ত টিকেট ছিল না।
আচ্ছা, স্টেডিয়ামে আসন সংখ্যা কত?
-অন এন এভারেজ (২৫,০০০+)।
এখানে তো অনেক ব্যাপার আছে। ভিআইপি, প্রেস, কোঠা বাদ দিয়ে সাধারণত কতটি আসন থাকতে পারে যার জন্য টিকেট ছাড়া হয়?
-গুড কোশ্চেন। আমরা যদি ধরে নেই ভিআইপি, প্রেস, কোঠা এবং আনুষঙ্গিক সব মিলিয়ে ৭,০০০ এর মত আসন আগে থেকে বরাদ্ধ থাকে তারপরেও কিন্তু ১৮,০০০ এর মত টিকেট থাকার কথা।
সব বাদ দিলেও ১৫,০০০ টিকেট তো থাকবে। ঠিক তো !!!
-হ্যাঁ, অবশ্যই।

আমি রাব্বানী হলফ করে বলতে পারবো, ১৫,০০০ টিকেট তো দুরের কথা, ১০,০০০ টিকেট ও দূরের কথা, বিসিবি ৭,০০০ টিকেট ও ছাড়ে নি।

কারণ টা বলছি,
গত কাল রাত ১২ টা থেকে UCB ব্যাংক এর "ইউ ক্যাশ" থেকে কিছু টিকেট ছাড়ার কথা। আমরা ২ টা ফ্রেন্ড ২ টা "ইউ ক্যাশ" একাউন্ট থেকে গত কাল রাত ৩ টা পর্যন্ত ট্রাই করেছি। কিন্তু সরি টু সে, সেখান থেকে বলে হয়েছে সেখান থেকে কোন টিকেট ছাড়া হয় নি।

এবং আজ UCB ব্যাংক এর মিরপুর ব্রাঞ্চের সমানে প্রায় ১০,০০০ এর মত মানুষ লাইনে দাঁড়িয়েছিল। সেখানে আমার ফ্রেন্ড ও ছিল। জন প্রতি ১ টি করে টিকেট দেওয়া হয়েছিল। তাই বড়োজোর দিন শেষে হাতে গোনা ৫০০ টিকেট দেওয়া হয়েছিল।

থাক বাদ দেন, এই হিসাবে আর যাবো না। শুনলে মেজাজ গরম হয়ে যাবে।

শুনেছি, বিসিবি সভাপতি পাপন সাহেবের কাছেই নাকি প্রায় দেড় লাখ টিকেটের রিকুয়েস্ট এসেছে। চলেন সবাই, ১ মিনিট নীরবতা পালন করি। সব দুধভাত, আমি আজ বিকেলে অনেক দুঃখে টিকেট না পেয়ে ফেবুতে একটি পোস্ট দিয়েছিলাম টিকেট প্রসঙ্গে। তারপর থেকে এখন পর্যন্ত ২৮ জন আমাকে ফোন করেছে টিকেট এর জন্য। আর ইনবক্সের কথা বাদ ই দিলাম।

এই হল অবস্থা। সর্বত্র টিকেটের জন্য হাহাকার !
তাহলে কথা হচ্ছে, টিকেট গেল কোথায় ???

উত্তর সহজ। সিন্ডিকেট হয়েছে, ব্ল্যাকে গিয়েছে, করাপশন হয়েছে।
তাহলে প্রশ্ন থেকে যায় কারা এ কাজগুলো করেছে?
উত্তর সহজ, বিসিবির উচ্চপর্যায়ের কর্মকর্তারা করেছেন। কারণ ব্যাপার টি তারাই হ্যান্ডেল করেন।

নিন্দা জানানো আর দুঃখ প্রকাশ করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই। তাপরেও শুধু একটা কথাই বলবো, যারা কিছু বাড়তি টাকার জন্য কাজটি করেছেন তারা অন্তত ক্রিকেটের ভবিষ্যৎের দিকে তাকিয়ে হলেও কাজটি না করলেও পারতেন। কারণ দিন শেষে আমাদের ক্রিকেটই আমাদের স্বপ্ন, আমাদের ভালোবাসা, আমাদের ক্রিকেটই আমাদের গর্ব, আর এটাই আমাদের অহংকার।

টিকেট পাই আর না পাই টাইগারদের গর্জন কাল শুনতে চাই।
হয়তো স্টেডিয়ামে যেয়ে গর্জন করতে পারবো না, কিন্তু মনের স্টেডিয়ামে গর্জন ঠিকই চলবে। বারবার চলবে, বারংবার চলবে, অবিরাম চলবে !!!

---গোলাম রাব্বানী

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩০

বিজন রয় বলেছেন: বারবার চলবে, বারংবার চলবে, অবিরাম চলবে !!!

একটি জয় চাই।

০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:০০

প্রিয় বিবেক বলেছেন: সহমত।

২| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৮

মহা সমন্বয় বলেছেন: স্বপ্নপূরণের ফাইনাল আজ :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.