নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বিবেক

প্রিয় বিবেক › বিস্তারিত পোস্টঃ

তনু হত্যার বিচার চাই !!!

২২ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩০

আপনি একজন পুরুষ। দিন দিন আপনার শরীরের বিশেষ মাংসপিণ্ড বেড়ে যাচ্ছে তার মানে এই নয় যে আপনি অনেক বড় হয়ে যাচ্ছেন।

পুরুষাঙ্গ বড়ত্তের বিচারে যদি কেউ বড় হয় তাহলে খুব সম্ভবত গরু সবচেয়ে বেশি মহান হত। কথা গুলো বলছি কারণ, এই সমাজের কয়েকটা হায়েনার হিংস্র পুরুষাঙ্গের বড়ত্ত প্রমাণের বলী হতে হয়েছে তনু নামের এক কিশোরী কে।

অনেকেই বলছেন এ ব্যাপারে ইভেন্ট খুলে সভা সমাবেশ করে তনুর ধর্ষকদের বিচারের আওতায় আনতে হবে।

আমাকে একটু বলেন প্লিজ, "হোয়াট ইজ বিচার" ???

আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আমি আপনাকে বলছি,
ধরেন কাল বাদে পরশু তনুর ধর্ষক দের গ্রেপ্তার করা হবে। তারপর তাকে হাজতে প্রেরণ করা হবে। তারপর তার পক্ষে বিপক্ষে উকিল রা লড়বেন। আমরা সবাই জানি সে দোষী, ঐ বিচারক নিজেও হয়তো জানেন ঐ লোকটি ধর্ষক, সেই তনুকে ধর্ষণ করেছে। কিন্তু তারপরেও তাকে সরকারের টাকায় বসিয়ে বসিয়ে খাওয়ানো হবে। মাসের পর মাস, বছরের পর বছর। তারপর কোন একদিন হয়তো ঐ ধর্ষকের রায় হবে, হয়তো ফাঁসি হবে, হয়তো যাবজ্জীবন হবে, আবার হয়তোবা জামিনে মুক্তি পাবে।

ধরে নিলাম, ধর্ষকের ফাঁসি ই হল।
কিন্তু প্রশ্ন থেকে যায় তনু কি আর ফিরে আসবে তার মায়ের কোলে?
আর কি কখনও বাবা বলে কাউকে জড়িয়ে ধরে বড় হবার উচ্ছ্বাস টুকু প্রকাশ করবে?

উঁহু, কখনোই করবে না, কখনোই না।

তাহলে কি লাভ?
শুনেন, এই সমাজ নিরপরাধী কে অপরাধী বানাতে জানে, কিন্তু অপরাধী কে সাজা দিতে জানে না। যদি জানতোই, তাহলে কখনোই এ দেশে সেঞ্চুরি মানিকরা ধর্ষণের সেঞ্চুরি করে সেখানে মিষ্টি বিলাতে পারতো না। কিন্তু এ দেশেই সেটা সম্ভব হয়েছে। কারণ সব সম্ভবের দেশ বাংলাদেশ।

ধরেন, আজ এক তনু ধর্ষণের শিকার হল। আমরা ইভেন্ট খুললাম, সভা সমাবেশ করলাম, ফাইনাল্লি অনেক কষ্টে ধর্ষক কে গ্রেপ্তার করা গেল। কিন্তু লাভ টা কি? আপনি কয়জন এর জন্য ইভেন্ট খুলবেন???

ব্যাটার, এই দেশের আইন ব্যবস্থা পাল্টানোর জন্য ইভেন্ট খুলেন। যেন আর কখনোই কোন নারীকে ধর্ষণের স্বীকার হতে না হয়। যে ধর্ষক তার মামলা বছরের পর বছর ঝুলিয়ে না রেখে তাকে প্রকাশ্যে এনে জনসম্মুখে তার পুরুষাঙ্গ কর্তনের আইন করেন।

আমি বলে দিলাম, এভাবে জাস্ট ১ মাস কন্টিনিউ করেন।
ব্যাস, কেউ ধর্ষণ করা তো দূরের কথা, ধর্ষণ করবে এটাও ভাবার সুযোগ পাবে না।

একজন পুরুষ হিসেবে নিজেকে খুব ছোট মনে হয় যখন দেখি অন্য কোন পুরুষের পুরুষাঙ্গের কাছে হেরে যায় এ জাতি।

অবিলম্বে তনু হত্যার বিচার চাই এবং ধর্ষণ এর বিরুদ্ধে নতুন আইন প্রণীত হোক, যেন কেউ ধর্ষণ করা তো দূরের কথা, তা যেন ভাবতে না পারে !!!

---গোলাম রাব্বানী

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪০

মোঃ মুনতাসির হোসেন মৃধা বলেছেন: কাকে বলবেন আইন করতে? যাদের কারনে এই নিকৃষ্ট মানুষগুলে সমাজে ক্ষমতার অধিকারী তাদের ?

২৩ শে মার্চ, ২০১৬ রাত ১২:১৯

প্রিয় বিবেক বলেছেন: এখানেই আমরা নীরব।

২| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪৪

Shikdar বলেছেন: নিজেকে খুব ছোট মনে হয় যখন দেখি অন্য কোন পুরুষের পুরুষাঙ্গের কাছে হেরে যায় এ জাতি। ধিক!

২৩ শে মার্চ, ২০১৬ রাত ১২:২০

প্রিয় বিবেক বলেছেন: ???????????

৩| ২৩ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৫

এম হাবিব আহসান বলেছেন: বিচার চাই

২৩ শে মার্চ, ২০১৬ রাত ১২:২১

প্রিয় বিবেক বলেছেন: কিন্তু করবে টা কে ???

৪| ২৩ শে মার্চ, ২০১৬ রাত ১২:১৬

মোঃ ইমরান কবির রুপম বলেছেন:

২৩ শে মার্চ, ২০১৬ রাত ১২:২৮

প্রিয় বিবেক বলেছেন: ভালো বলছেন।

৫| ২৩ শে মার্চ, ২০১৬ রাত ১:৪১

রোকসানা লেইস বলেছেন: নারী মানে একটি প্রাণীও নয়। শুধুই একটি মাংস পিণ্ড ব্যবহারের অঙ্গ।আইন করতে হবে ওদের ঐ অঙ্গ বিকালঙ্গ করে দেয়ার। আর শুধু আইন করলে হবে না। পরিবার যেন সচেতন হয় ছেলের মনো ভাবের প্রতি । ছেলে মেয়ের মেলা মেশার সুযোগ সহজ হলে অহেতুক কৌতুহল থেকে এমন কাজ করা থেকে বিরত হবে।এবং স্কুলে শিক্ষার ব্যবস্খা করতে হবে ছোট বয়স থেকে। স

২৪ শে মার্চ, ২০১৬ রাত ১০:০৪

প্রিয় বিবেক বলেছেন: ভালো বলছেন।

৬| ২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫১

মাঘের নীল আকাশ বলেছেন: আসলেই, পুরুষাঙ্গের কাছে হেরে যাওয়া এক সমাজে আছি আমরা!

২৪ শে মার্চ, ২০১৬ রাত ১০:০৬

প্রিয় বিবেক বলেছেন: সহমত ।

২৪ শে মার্চ, ২০১৬ রাত ১০:০৬

প্রিয় বিবেক বলেছেন: সহমত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.