![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-আপনি মেসে থাকেন?
-আপনার বাসায় বুয়া আইসা রান্না করে?
-বুয়া মাঝে মাঝে ইচ্ছা কইরা বাজে ভাবে রান্না করে?
-বুয়া মাঝে মাঝে কিউট কইরা মেসের জিনিস চুরি করে?
-এই চিন্তায় আপনাদের ব্যাচেলর দের রাতের ঘুম হারাম করেন?
আর নয় কোন চিন্তা, এখনই দিচ্ছি সমাধান।
শুনেন তাইলে,
আপনার বাসায় টিউব লাইটের পুরান চোখ আছে না? না থাকলে দোকান থেকে একটা কিনে আনেন। তারপর,বুয়া যখন রান্না করতে আসবে তখন আপনি আর আপনার একটা ফ্রেন্ড একসাথে কিচেনে ঢুকেন। তারপর কিচেনের লাইটের পাশে কোনরকমে ঐ টিউবলাইটের চোখ টা একটা তার দিয়া বাইন্ধা দেন। এমনভাবে করবেন, তা যেন খালার চোখে পড়ে।
ব্যাস, কাহিনী খালাস।
তখন নির্ঘাত বুয়া আপনাকে জিজ্ঞেস করবে, "মামা কি করছেন এতক্ষন?" কিংবা জিজ্ঞেস না করলেও আপনি আর আপনার ফ্রেন্ড এক হইয়া খালার সাথে বলা শুরু করেন, "খালা, আর বইলেন না। মেস টা একটা দোজখ খানা হইয়া গেছে। খালি চুরি আর চুরি। আপনি যে আমাগোরে আপনার পোলা মনে কইরা এতো সুন্দর কইরা রাইন্ধা দিয়া যান, তা বিলাইর সহ্য হয় না। সালার বিলাই আমাগো জিনিস চুরি কইরা খাইবই খাইব। তারে গালি দিলেও খাইব। এই যে লাইটের লগে এখন সিসি ক্যামেরা লাগাইয়া গেছি, কে কি করে সব এখানে থাকবো। ২৪ ঘণ্টার কাহিনী সব এখানে থাকবো। এমনকি বিলাই আমাগো খাওন না খায়া ভুলে পোকা খাইলে তাও দেখা যাবে এই ক্যামেরা তে। এখন থেইকা দেখুম বিলাই আমাগো খাওন চুরি করে নাকি মানুষ বিলাই সাইজা চুরি করে।"
আর কিছু কওন লাগবো না খালারে। পারলে খালার এক্সপ্রেশন টা একটু দেখেন। শিউর অনেক মজা পাইবেন।
আপনি কাগজে লেইখা রাখতে পারেন, এর পর থেকে আর কখনোই খালা চুরি করা তো দূরের কথা খারাপ কইরাও রাঁধবো না। দরকার হইলে খালা ভয়ে পালাইব, কিন্তু চুরি আর হবে না।
নোটঃ "আমি চোর রে চুরি শিখাই আর গৃহস্থ রে সজাগ করি।"
এখন কন, থেরাপি ডা কেমন???
---গোলাম রাব্বানী
১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৮
প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৪
প্রামানিক বলেছেন: দারুণ বুদ্ধি।