![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুই কাউকে পছন্দ করিস?
তাকে বলে দে। নিজের মত করে বলে দে। ভয় পাস নে। কখনোই ভয় পাস নে। সে হারিয়ে যাবে কিন্তু। সে হারিয়ে যাবার আগেই তাকে বুকে জড়িয়ে নে। নিজের সমস্ত শক্তি খরচ করে তাকে তোর বুকের মাঝে টেনে নে। তোর মাঝে তাকে আছড়ে পড়তে দে। তোর ভালোলাগাগুলোকে ভালো থাকতে দে।
কেউ তোর খুব কাছে আসতে চায়?
তাকে কাছে টেনে নে। বুকের কাছে টেনে নে। স্পর্শ খুঁজে নে। হৃদয় হরণ করে তাকে খুব কাছের করে নে। তাকে কখনও ফিরাস নে। নিজের স্বজাত্যবোধ কে হারাস নে। সে ফিরে গেল হেরে যাবি তুই। সত্যি ই হেরে যাবি তুই।
তুই ওপারের আকাশের পানে তাকিয়ে ঈশ্বর খুঁজছিস?
তুই কি বোকা? ওপারের আকাশে ঈশ্বর থাকে নাকি? ঈশ্বর থাকে মনে। ঈশ্বর থাকে মননে। ঈশ্বর থাকে নয়নে। ঈশ্বর থাকে চেতনায়। ঈশ্বর থাকে তোর ছায়ায়। ঈশ্বর থাকে তোর সৃষ্টিতে। ওপারের আকাশে যে ঈশ্বর লুকিয়ে আছে সে দেখা দেবে নে। কখনোই দেখা দেবে নে। তাকে খুঁজে পাবি নে। তুই ই তোর ঈশ্বর। তোর সৃষ্টিতে তুই স্রষ্টা, সেখানেই তুই ঈশ্বর।
তুই কুটুম্ব খুঁজছিস?
তোর প্রিয় মানুষের ঠোঁট তোর সবচেয়ে বড় কুটুম্ব। ঠোঁটের স্পর্শ সবচেয়ে বড় কুটুম্ব। স্পর্শ কে হারতে দিস নে।
তুই স্বপ্ন খুঁজছিস?
তোর প্রিয় মানুষটিআঁখি পানে কখনও নিশ্চিন্ত নীরবতায় দৃষ্টি বিলিয়েছিস? কেন বিলাস নে? তোর প্রিয় মানুষের আঁখির মাঝে যে রেখারা এঁকে বেঁকে খেলা করে তাই স্বপ্ন। জমে যা এ স্বপ্নে। নিজেকে জমিয়ে দে। ইচ্ছেমত জমিয়ে দে।
©somewhere in net ltd.