![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আচ্ছা, পৃথিবীতে মানুষ বেঁচে থাকে কেন?
সুখ? শান্তি? পরিবার? প্রিয় মানুষ? কিংবা রহস্য উদঘাটনের জন্য?
জানি না। আমি জানতে চাই না। কারণ এ জানতে চাওয়ার আরেক নাম বিভ্রম।
আমি বলি কি, পৃথিবীতে মানুষ বেঁচে থাকে প্রেমের জন্য।
প্রেম করার জন্য, প্রেম দেখার জন্য, প্রেম উপভোগ করার জন্য।
প্রগাঢ় মমতার আদলে একটি সম্পর্কের শুরু থেকে শেষের বিন্যাসের নাম প্রেম।
স্নিগ্ধতার মাঝে শুরু হয়ে যাওয়া ভোরের ঝিরিঝিরি বাতাস মননে মিশে যাওয়া, দিনের শেষে শ্রান্ত দেহে বাড়ি ফেরার যে আকর্ষণ মানুষ কে প্রবল ভাবে আকর্ষিত করে, তার নাম প্রেম।
জন্ম জন্মান্তরের প্রতিটি দেখাই একেকটি প্রেম, কিছু মমতা, খানিকটা ভালোলাগা, অনেকটা বেশি ভালোবাসা।
যেদিন মানুষগুলো আবিষ্কার করতে পারে পৃথিবীতে প্রেম বলে কিছুই নেই, কিংবা তাকে ভালোবাসার কেউ নেই, তার পর মুহূর্ত থেকেই মানুষ গুলো আর বাঁচার স্বপ্ন দেখতে পারে না।
মানুষগুলো চায় কেউ তাকে কেয়ার করুক, কেউ তার পাশে বসুক, কেউ তার খোঁজ খবর নিক, কেউ তাকে খাইয়ে দিক, কেউ তাকে ঘুম পাড়িয়ে দিক, কেউ দুষ্টামির ছলে তাকে ঘুম থেকে ডেকে দিক, কেউ তার ঘুমকাতুরে চোখের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকুক, কেউ তাকে পেছন থেকে জড়িয়ে ধরুক, কেউ তার গাল দুটি টেনে ধরুক, কেউ তার কপালে চুমু বসিয়ে দিক।
এ সব ই প্রেম। প্রগাঢ় মমতায় ছুঁয়ে দেওয়া জীবনের সবচেয়ে শুদ্ধতম অনুভূতি। স্পর্শের মাঝে হারিয়ে যাওয়া মানুষ, হয়তো হারিয়ে যাওয়া কোন স্পন্দন।
সত্যিই ৭০০ কোটি মানুষ পৃথিবীতে ততদিন বেঁচে থাকতে চাইবে যতদিন তাদের মাঝে প্রেম শব্দ টি বেঁচে থাকবে, কিংবা যতদিন তাদের মনে করিয়ে দিবে বুকের বাম পাশটায় চিনচিনে ব্যথার একমাত্র উপলক্ষ এ প্রেম, এ মমতা, কিংবা স্পর্শের সবচেয়ে শুদ্ধানুভুতি।
১৮ ই জুন, ২০১৬ বিকাল ৪:১০
প্রিয় বিবেক বলেছেন: হুম
২| ১৮ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩৯
রূপক বিধৌত সাধু বলেছেন: প্রেম একবারই এসেছিলো নীরবে আমারও দুয়ারও প্রান্তে,
সে তো হায় মৃদু পায় এসেছিলো পারিনি তো জানতে ।
২৩ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২২
প্রিয় বিবেক বলেছেন: কেন ভাই?
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৬ রাত ৮:৪২
মানুষ বলেছেন: প্রেমের নাম বেদনা :'(