নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বিবেক

প্রিয় বিবেক › বিস্তারিত পোস্টঃ

সুনীল গাঙ্গুলি ঠিক ই বলেছেন, “বাংলাদেশ আর এগোবে না”

২২ শে জুন, ২০১৬ রাত ১১:২২

আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলেন, “বাংলাদেশের সকল মানুষ শান্তিতে ঘুমাচ্ছে”। তখন আমার খুব জানতে ইচ্ছে করে শান্তির সংজ্ঞা টা কি? শান্তি বলতে তিনি মূলত কি বুঝিয়েছেন? এ শান্তির দৌড় কতটুকু?

আমার খুব করে জানতে ইচ্ছে করে,
-শান্তি বলতে কি নিরীহ মানুষের উপর অকথ্য নির্যাতনের সমাহার?
-শান্তি বলতে কি গ্রেপ্তারের পর বন্দুকযুদ্ধের নামে খুন?
-শান্তি বলতে কি সাগর-রুনি, তনুদের হত্যার পরেও বিচার না হওয়া?
-শান্তি বলতে কি ঈদ আসলেই গনগ্রেপ্তার কর্মসূচী পালন?
-শান্তি বলতে কি চোখের সামনে প্রিয় মানুষগুলোতে গুম হয়ে যাওয়া দেখা?

কেউ কি আছেন আমাকে একটু বুঝাবেন। আমি বুঝতে চাই। আমি জানতে চাই। আমি শান্তির সুখে শান্ত হতে চাই।

আমার খুব জানতে ইচ্ছে করে, আফগান কার স্বার্থ? সিকিম কার স্বার্থ? ইসরায়েল কার স্বার্থ? অ্যামেরিকা কার স্বার্থ? ভারত কার স্বার্থ?

কেন সবসময় ভারতের কথায় আমাদের চলতে হবে? সব সিদ্ধান্ত কেন ভারত দিবে? ভারত মুক্তিযুদ্ধের সময় আমাদের অনেক সহযোগিতা করেছেন যেমন সত্য, ঠিক তেমনিভাবে এটাও সত্য, ভারত যুদ্ধ পরবর্তী আমাদের কাছ থেকে এতো বেশি নিয়েছে যে আর কিছুই বাদ নেই। এমন অবস্থা চলতে থাকলে খালি পেটে দেশ প্রেগন্যান্ট হয়ে যাবে। দুঃখিত, কথাটি বলতে বাধ্য হলাম।

রোজা আসলে বিভিন্ন জায়গায় শুরু হয় গনইফতার। আর আল্লাহর কি অশেষ রহমত আমাদের দেশে শুরু হয় গনগ্রেপ্তার। কারাগারে যত বন্দী থাকতে পারবে, তার ৩ গুণ গ্রেপ্তার করা হয়, আবার তাদের ছেড়ে দেওয়া হয়। প্রশ্ন হচ্ছে, গ্রেপ্তারের পর বড় অঙ্কের টাকার বিনিময়ে যে ছেড়ে দেওয়া হয়, সে টাকার ভাগ কারা কারা পায়?

আমাদের দেশে সব সম্ভব। আমাদের দেশেই কেবল এগুলো সম্ভবঃ
-ধর্ষণের সেঞ্চুরি করার পর মিষ্টি বিতরণ আবার তার সংবর্ধনা।
-নেতার আদেশে জেলখানাতে বিয়ে এবং সেখানেই বাসর সাজানো।
-হাজার হাজার কোটি টাকা চুরির পরেও সে ঘটনা ধামাচাপা দেওয়া।
-গণতন্ত্রের উপর ভিত্তি করে দেশের কাঠামো নির্মাণ হলেও দেশ চলে স্বৈরতন্ত্রে।
-খাবারের অভাবে মানুষ মারা যায় কিন্তু বাহিরের দেশ কে খুশী করার জন্য কোটি কোটি টাকার অস্ত্র কেনা।

অবশ্য সুনীল গাঙ্গুলি ঠিক ই বলেছেন, “বাংলাদেশ আর এগোবে না”।

আমার প্রশ্ন গুলো কেবল আওয়ামীলীগ বা বিএনপির কাছে না। আমার প্রশ্ন গুলো সরকারের কাছে। কারণ আমি বিশ্বাস করি, সরকার কোন দলের একার না। সরকার সকলের।

দেশের যে কোন সমস্যা হলে সবার আগে তা তুলে ধরার কথা ছিল সাংবাদিকদের। কিন্তু তারাও আজ বিক্রি হয়ে গেছে। কথা বলতে ভয় পায়। অনেকেই বলে সময় আসলে বলবো। আমার কথা হচ্ছে, সে সময় টা কবে আসবে? সময় আসার আগে যদি আপনি ও তার শিকার হন তাহলে কে কথা বলবে?

বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামীলীগ এর সমালোচনা করবে, আর আওয়ামীলীগ ক্ষমতায় গেলে বিএনপির সমালোচনা করবে। যেন তারা ক্ষমতায় যায় সমালোচনা করার জন্য। কখনোই দেশ চালানর জন্য নয়।
ভারত, অ্যামেরিকা, আফগান, ইসরায়েল কি পেলো না পেলো তার আগে আমাদের ভাবা দরকার আমরা কি পেলাম? আমাদের এখনও এতো ভালো অবস্থান হয় নাই যে, নিজের দেশের কথা ভাবা বন্ধ করে অন্যদের পাছায় তেল মারবো। আগে নিজের ঘোর নিয়ে ভাবেন, পরে অন্য কারো কথা ভাবা যাবে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৬ রাত ১১:৩১

কল্লোল পথিক বলেছেন:





আমরা উটপাখি হয়ে থাকবো!

২৩ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২১

প্রিয় বিবেক বলেছেন: কেন ভাই?

২| ২২ শে জুন, ২০১৬ রাত ১১:৩৮

আদর্শ সৈনিক বলেছেন: :)

২৩ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

প্রিয় বিবেক বলেছেন: কি হল ভাই?

৩| ২২ শে জুন, ২০১৬ রাত ১১:৫৯

রায়হানুল এফ রাজ বলেছেন: শান্তি বলে কিছু নাই। সব মিডিয়ার সৃষ্টি।

২৩ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২০

প্রিয় বিবেক বলেছেন: সহমত

৪| ২৩ শে জুন, ২০১৬ রাত ১:২৮

আবু খায়ের আনিছ বলেছেন: কোথায় গেল, ব্যাংক চুরির টাকা? কোথায় গেল সেই ইস্যু?
কি হলো বাবুল আক্তারের স্ত্রী এর খুনিঁর?
তনু হত্যার জন্য এত কিছু হলো, বিচার কই?
শান্তি? প্রশ্নবোধক হয়েই থাকল।

আমার প্রশ্ন আওয়ামী লীগ বা বিএনপির কাছে নয়, সরকারের কাছে।

২৩ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২০

প্রিয় বিবেক বলেছেন: আমার প্রশ্ন আওয়ামী লীগ বা বিএনপির কাছে নয়, সরকারের কাছে। সহমত ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.