নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বিবেক

প্রিয় বিবেক › বিস্তারিত পোস্টঃ

ছেলেদের ভালোবাসার সাথে মেয়েদের ভালোবাসার তফাৎ !!!

২৩ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০২

ছেলেদের ভালোবাসার পরিধির সাথে মেয়েদের ভালোবাসার পরিধি মিলানো উচিত নয়। একেবারেই উচিত নয়। এতে দুই কে ই ছোট করা হয়। দুইজন তাদের পৃথিবীকে ঠিক তাদের মত করে দেখে।
~ছেলেরা রিলেশনের ক্ষেত্রে একটু আত্মভোলা টাইপের হয। কিন্তু মেয়েরা খুব খেয়ালী হয়।
~ছেলেদের সাধারণত প্রপোজ ডে, এনিভারসেরি ডে, ফার্স্ট টাচ ডে এগুলো খেয়াল থাকে না, এমনকি নেক্সট ডেটিং আছে সেটাও অনেকক্ষেত্রে ভুলে যায়। কিন্তু এসব ব্যাপারে খুব নিখুঁত হিসাব রাখে, এমনকি কবে কখন কি অবস্থায় কোন এঙ্গেলে তাকে প্রপোজ করছে তা পুরা মুখস্ত।
~রিলেশনে ঝগড়া লাগলে ছেলেরা প্রথমে বন্ধুদের সাথে আড্ডা দেয় আর শেষরাতে বাথরুমে যেয়ে কাঁদে। কিন্তু মেয়েরা আগে কাঁদে পরে স্বাভাবিক হয়ে যায়।
~ছেলেদের মন বড়, তাই তারা যে কোন কিছু বড় করে ভাবে। এমনকি গার্লফ্রেন্ড এর সাথে ডেটিং কিংবা তাকে গিফট দেয় বাবার কাছ থেকে বাক্কাস কোর্সের টাকা নিয়ে। কিন্তু মেয়েরা তাদের প্রিয় মানুষকে গিফট দেয় তাদের কষ্টের জমানো টাকা দিয়ে।
~ছেলেদের গার্লফ্রেন্ডরা কোন বড় ধরনের সমস্যায় পড়লে যদি তাদের অনেক টাকার প্রয়েজন হয় তখন ছেলেরা সবদিক থেকে ট্রাই করেও ম্যানেজ করতে না পারলে অবশেষে চুপি চুপি নিজের রক্ত বেচে টাকা ম্যানেজ করে। কিন্তু মেয়েরা তাদের অনেক পছন্দের গহনা বিক্রি করে বয়ফ্রেন্ড কে হেল্প করে।
~তরুণ বয়সে ছেলেরা অল্পতেই তাদের গার্লফ্রেন্ডের উপর রাগ করে এবং তাদের সাথে মিসবিহ্যাভ করে। কিন্তু মেয়েরা বুড়া বয়সে তাদের স্বামীর সাথে খারাপ ব্যাবহার করে, এমনকি কোন টপিক খুঁজে না পেলে তাদের পোষা কবুতর কে ঠিকমত খাবার খাওয়ায় নি কেন সেজন্য খারাপ ব্যাবহার করে আর বেচারা পুরুষ তখন বলে, "বউ রাগ করো কেন? কাল থেকে আমি না খেয়ে তোমার কবুতর কে খাওয়াবো, তাও এমন কইরো না।"
~ছেলেরা মেয়েদেরকে যত ই ভালোবাসুক না কেন দিন শেষে মাংসের চাহিদা তাদের উন্মাদ করে দেয়। এটা ছেলেদের দোষ না। এটাই জগতের নিয়ম। কিন্তু অনেক মেয়েই আছে যারা কোন ধরনের মাংসের চাহিদা ছাড়াই কাউকে ভালোবেসে জীবন পার করে দিতে পারে যদিও মাংসের খেলায় তারাও কম উন্মাদ নয়।
~ছেলেরা কাঁদে কিন্তু কাউকে কাঁদাতে চায় না। কিন্তু মেয়েরা কাঁদে এবং কাঁদায়।
~ছেলেরা একটু পালিয়ে বাঁচতে চায়, তবে প্রিয় মানুষটির পাশে জনম জনমের জন্য থাকতে চায়, যদিও তাদের সামনে গার্লফ্রেন্ড থাকার তরেও কানিয়ে কানিয়ে অন্য কোন সুন্দরীর দিকে ঠিক ই নজর দিবে। কিন্তু মেয়েরা যাকে একবার ভালোবাসে তাকে ছাড়া অন্য কারো দিকে তাকায় না বা তাকাতে চায় না" যদিও রিলেশন ব্রেক আপ হবার পর সবচেয়ে বেশী আত্মকেন্দ্রিক হয়ে যায় তারা।
~ছেলেরা পিতা, স্বামী, ভাই। আর মেয়েরা মাতা, স্ত্রী, বোন।
পুরুষের সাথে নারীর তুলনা করাটা এক ধরনের বোকামি। যে যার জায়গা থেকে সেরা।
কেউ যখন ম্যারাডোনার সাথে মেসির কম্পেয়ার করে তখন আমার খুব হাঁসি পায়। কারণ, ম্যারাডোনা খেলেছে অনেক আগে আর মেসি খেলছে এখন। দুইজন দুইজনের সময়ে সেরা। একজনের সাথে আরেকজনের কম্পেয়ার করাটা স্রেফ বোকামি বলে আমি মনে করি।
তাই পুরুষের ভালোবাসার সাথে নারীর ভালোবাসার কম্পেয়ার করার পক্ষপাতিত্ব আমি নই। একজন স্বপ্ন দেখায় আরেকজন স্বপ্ন সাজায়। দুইজন দুইজনের জায়গা থেকে সেরা।
এভাবেই দুই সংখ্যার " আমি আর তুমি" সারাটা জনম পার করে দিক অবাক করা ভালোবাসার অবাক মাতাল চন্দ্রবিন্দুর অবাক ভঙ্গিমাতে। বেঁচে থাকুক ভালোলাগারা, সেজে উঠুক ভালোবাসারা !!!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

মহসিন ৩১ বলেছেন: ~ছেলেদের সাধারণত প্রপোজ ডে, এনিভারসেরি ডে, ফার্স্ট টাচ ডে এগুলো খেয়াল থাকে না, এমনকি নেক্সট ডেটিং আছে সেটাও অনেকক্ষেত্রে ভুলে যায়। কিন্তু এসব ব্যাপারে খুব নিখুঁত হিসাব রাখে, এমনকি কবে কখন কি অবস্থায় কোন এঙ্গেলে তাকে প্রপোজ করছে তা পুরা মুখস্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.