![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা অবিচারের প্রতিবাদ করি না, কিন্তু ন্যায়বিচার পাবার প্রত্যাশায় থাকি।
আমরা ঘুষের বিরুদ্ধে কথা বলি না, কিন্তু ঘুষ ছাড়া চাকরির আশায় থাকি।
আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলি না, কিন্তু দুর্নীতি ছাড়া সুন্দর দেশের আশা করি।
আমরা ধর্ম কে যথাযথ সম্মান দেই না, কিন্তু ধর্মীয় মূল্যবোধের প্রত্যাশা করি।
আমরা বড়দের সম্মান করি না, কিন্তু ছোটদের থেকে সম্মান পাবার আশা করি।
আমরা কাউকে কিছু দেই না, কিন্তু আমরা সব পাবার স্বপ্ন দেখি।
আমরা নিজেকে বদলাবো না, কিন্তু অন্য কেউ বদলে যাবে সেই প্রত্যাশা করি।
আমরা কাউকে সাহায্য করবো না, কিন্তু সবার কাছ থেকে তা পাবার আশা করি।
আমরা নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলি না, কিন্তু নারী নির্যাতন দেখে ক্ষেপে যাই।
আমরা অন্যের বিপদে এগোবো না, কিন্তু সবাই আমাদের বিপদে এগিয়ে আসবে সে প্রত্যাশা করি।
কেন? কেন? কেন?
আমি জানি আপনাদের কাছে হাজার টা ''কেন'' জানা থাকলেও আপনারা তা এড়িয়ে যাবেন। কারণ ‘’কেন’’ নামক প্রশ্নের উত্তর আজ বাকরুদ্ধ।
আইনস্টাইন বলেছেন- “ এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করেনা তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে।“
মনে রাখবেন, একটি সমাজ-দেশ খারাপ মানুষের কর্মকাণ্ডে ধ্বংস হয় না, ধ্বংস হয় ভালো মানুষের নীরবতায়। কারণ মানুষ খারাপ মানুষের কাছ থেকে তেমন কোন প্রত্যাশা ই করে না যা মানুষ স্বপ্ন ভেবে ভালো মানুষের কাছ থেকে প্রত্যাশা করে। আর এ প্রত্যাশা করা তাদের কোন অপরাধ নয়। তাই তাদের স্বপ্নের মূল্য দিতে হলে সবাইকে নিজের জায়গা থেকে প্রতিবাদ করতে হবে। আপনার প্রতিবাদের সূর ধরেই একদিন বিশ্ব বদলে যাবে।
আজ আপনি সমাজে-দেশে ভালো মানুষের মুখোশ লাগিয়ে খারাপ কাজ করতে সাহায্য করছেন। তার মানে আপনি ও একজন অপরাধী। তাই নিজের বিবেক বুদ্ধিকে অন্তত কাজে লাগান, আর ভালো কিছু করার চেষ্টা করেন। বেশি কিছু করতে বলবো না। শুধু আপনি আপনার জায়গা থেকে, সে তার জায়গা থেকে, আর আমি আমার জায়গা থেকে ঠিক হলেই চলবে। আর তাতেই একদিন সবাই ঠিক হয়ে যাবে। জানেন ই তো, ''আপনি,আমি,সে'' মিলে যখন আমরা হই, তখন যে কোন কিছুই সম্ভব।
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০১৬ বিকাল ৫:৫১
আব্দুল্লাহ তুহিন বলেছেন: ''আপনি,আমি,সে'' মিলে যখন আমরা হই, তখন যে কোন কিছুই সম্ভব।
আসলেই, সহমত।।
পোস্টটা ভালো লাগল।। ++