![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেয়ে তুই
আমার ঘোর নিশীথের ঘুম হয়ে যা,
শ্রান্ত দেহে
শান্ত মনের নির্ভীক স্বপ্ন হয়ে যা।
মেয়ে তুই
আমার ঘুম ভাঙ্গানোর এলার্ম হয়ে যা,
সকাল বেলায়
পথ পাড়ি দেবার রাস্তা হয়ে যা।
মেয়ে তুই
আমার খররোদের উষ্ণ দুপুর হয়ে যা,
আঁচল দিয়ে
মুখটি মুছে আমায় শান্ত করে যা।
মেয়ে তুই
বিকেল পেরিয়ে লজ্জাবতী সন্ধ্যা হয়ে যা,
কর্ম শেষে
শ্রান্ত আমার প্রিয় ঘর হয়ে যা।
হবি কি তুই বল,
নাকি ফেলবো চোখের জল!
আজ যুদ্ধ করি চল,
বাঁধাই নতুন এক দল!
---গোলাম রাব্বানী
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:২৩
ভ্রমরের ডানা বলেছেন: ওয়াও___