নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বিবেক

প্রিয় বিবেক › বিস্তারিত পোস্টঃ

নারীদের বিচিত্র জীবন।

২২ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩৩



কোন এক বিচিত্র কারণে মেয়েদের বিয়ের কথা পাকা হলে সে আরশির সামনে গিয়ে দাঁড়ায়। সে মায়ের পুরনো টুকটুকে লাল শাড়ি পড়বে, কপালে টিপ লাগাবে, নাকে নোলক লাগাবে, কানে দুল লাগাবে, চোখে কাজল লাগাবে, হাতে চুড়ি পড়বে। তারপর আরশির সামনে গিয়ে মুচকি হেঁসে দেখবে তাকে বধু সাজে মানিয়েছে কিনা। অবাক করা সত্য হচ্ছে, মেয়েটি চায় সারাটা জনম এভাবেই থাকতে চায়।

অনেকেই বলে থাকেন, বিয়ের পর যে কোন ছেলেই বউ পাগল হয়ে যায়। এমন কোন পুরুষ নেই, যিনি বিয়ের পর এই টাইটেল পায় নি। এর পেছনেও লজিক আছে। সেটা হচ্ছে, একজন পুরুষ একজন নারীর সম্বন্ধে কতটুকু জানে? একজন নারী কতটা কষ্টের মধ্য দিয়ে বেড়ে উঠে, কতটা সংগ্রাম করে, এটা কয়জন পুরুষ জানে? কিংবা জানলেই বা কতটুকু? আমাদের সাবকন্টিনেন্টের এই একটা সমস্যা।

মেয়েদের যে কোন সমস্যা ছেলেদের জানানো নিষেধ। যদি কোন ছেলে কিছু জেনে যায় তাহলে মেয়ের অসম্মান হবে। এখানে ছেলেদেরও দোষ দেওয়া যায় না। এভাবেই বেড়ে উঠে প্রতিটি পুরুষ। তাই দিনশেষে তারা নারীদের সম্বন্ধে তেমন কিছু জানতে পারে না।

তাহলে কথা হচ্ছে, বিয়ের পর পুরুষরা বউ পাগলা উপাধি পায় কেন? ভেরি সিম্পল আন্সার। কারণ, বিয়ের পর প্রতিটি পুরুষ তার স্ত্রীর সান্নিধ্যে থাকে। নিজের জীবনের সাথে জড়িয়ে যায় স্ত্রীর জীবন।সেই সাথে দু’জন দু’জনের সকল ঘটনার সাক্ষী হয়ে যায়। তখন পুরুষ ধীরে ধীরে বুঝতে শুরু করে, কত কষ্টের মধ্য দিয়ে একজন নারীর বেড়ে ওঠা। তারপর থেকে প্রতিটি স্বামী তার স্ত্রীকে আগের চেয়ে বেশি সাপোর্ট করে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কঠিন বিষয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.