![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০১৬ সালের কথা। বইমেলাতে আমার প্রথম বই ‘স্বপ্নের চিলেকোঠা’। তখন বইটি জনান্তিক প্রকাশনী থেকে প্রকাশ হয়েছিল। নতুন লেখক হিসেবে যেমনিভাবে বিষয়টি আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল ঠিক তেমনিভাবে আনন্দেরও ছিল। প্রথমদিকে ভেবেছিলাম, নিজের টাকা খরচ করে কে কিনবে আমার বই? আর যদি কেউ কিনেও তাহলে বড়জোর শ’খানেক বই হয়তো বিক্রি হবে। এই চিন্তা মাথায় রেখেই বইমেলাতে আমার আগমন।
কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত হল। ভীষণ অদ্ভুতভাবেই ভুল প্রমাণিত হল। বইমেলার শেষ দিন প্রকাশক সাম্য ভাই জানালেন ‘স্বপ্নের চিলেকোঠা’ বইটি ‘জনান্তিক প্রকাশনীর’ বেষ্ট সেলার বই হিসেবে মনোনীত হয়েছে। তখনকার অনুভূতি আমি বলে বোঝাতে পারবো না। তার কয়েকদিনের মধ্যে জানতে পারলাম ‘স্বপ্নের চিলেকোঠা’ বইটির সকল কপি ‘সোল্ড আউট’ হয়ে গেছে। তখন সিদ্ধান্ত নিলাম ২০১৬ এর ১লা বৈশাখে ‘সেকেন্ড এডিশন’ বের করবো। কিন্তু ভাগ্য বড় নির্মম। কোন এক বিশেষ কারণে তা আর হয়ে ওঠে নি।
অনেকেই বই চাচ্ছিলেন কিন্তু কাউকে দিতে পারছিলাম না। এমন অনুভূতি যে কতটা কষ্টের তা কেবল লেখকই জানে। অবশেষে আমার বর্তমান প্রকাশক সিদ্ধান্ত নিলেন ‘স্বপ্নের চিলেকোঠা’ বইয়ের সেকেন্ড এডিশন তিনি বের করবেন। সেজন্য চন্দন ভাইয়ের প্রতি আমি অনেক কৃতজ্ঞ।
যেই ভাবা সেই কাজ। বইটি এবার কোলকাতা বইমেলাতে প্রকাশিত হবার কথা ছিল। কিন্তু মাঝখানে বেশ লম্বা সময় জুড়ে আমি কারও সাথেই কানেক্টেড ছিলাম না। যার কারণে কোলকাতা বইমেলাতে বইটি প্রকাশ পায় নি। ২০১৮ এর অমর একুশে বইমেলাতে সম্পূর্ণ নতুনভাবে বইটি আসছে।
প্রকাশনীঃ নওরোজ কিতাবিস্তান
১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৬
প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ আপু।
২| ১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১১
মোঃ মাইদুল সরকার বলেছেন: শুভকামনা।
কিন্তু বইটি গল্প না কবিতার তা উল্লেখ করার দরকার ছিল।
১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৪
প্রিয় বিবেক বলেছেন: বইটি অনুপ্রেরণার বই। জীবনের বই। নিজেকে জাগানোর বই।
৩| ১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৭
রাজীব নুর বলেছেন: শুভ কামনা।
১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৯
প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ ভাই।
৪| ১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫০
চাঁদগাজী বলেছেন:
অনেক বড় সুসংবাদ
১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪০
প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ ভাই।
৫| ১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪১
সুমন কর বলেছেন: শুভ কামনা রইলো।
১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৬
প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪১
কামরুননাহার কলি বলেছেন: শুভ কামনা রইলো । আমি একটি আপনার বই সংগ্রাহ করবো বই মেলায় যেয়ে।